ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ মেলার কিছু শুঁটকি মাছের দোকানের চিত্র

in hive-131369 •  last year 

20230519_145716.jpg

সাধারণত গ্রামে গঞ্জে শুঁটকির দোকান তেমন লক্ষ্য করা যায় না। কিন্তু, আফতাবগঞ্জ মেলায় দেখা মিলেছে বেশ কিছু শুঁটকির দোকান। আসলে আফতাবগঞ্জ মেলায় আমি বেশ কিছু পণ্যের উপস্থিতি লক্ষ্য করেছি, যা এর আগে অন্য কোন মেলায় দেখিনি। মেলায় প্রবেশের পর পরেই চোখে পড়ল ছোট বড় বেশ কয়েকটি শুঁটকির দোকান। যদিও ক্রেতাসাধারণের উপস্থিতি তেমন ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে মেলায় লোকজনের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। দোকানগুলোতে ছোট বড় অনেক ধরণের শুঁটকি মাছ বিক্রি হচ্ছিল। এগুলো নদী কিংবা সমুদ্রের মাছ। আমি হাতে গোনা কয়েকটি মাছ ছাড়া বেশিরভাগ মাছ চিনি না। তাই এই মাছগুলো সম্পর্কে আমার ধারণা নেই। তবে গ্রামের এসব দোকানেও শুঁটকি মাছের প্রাচুর্যতা ছিল।

20230519_145835.jpg

20230519_145821.jpg

20230519_145811.jpg

20230519_145806.jpg

নদী কিংবা সমুদ্র তীরবর্তী গ্রামগুলোতে শুঁটকি মাছের বেশ কদর রয়েছে। কারণ, এসব অঞ্চলে প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। মৎস্য আহরণের পর তা সংরক্ষণের অন্যতম উপায় হল শুঁটকি বানিয়ে সংরক্ষণ করা। গ্রামে বেশিরভাগ মানুষের রেফ্রিজারেটর না থাকায়, এখানকার মানুষ মাছকে রোদে শুকিয়ে শুঁটকি হিসেবে সংরক্ষণ করতে পছন্দ করেন। তাছাড়া রোদে শুকিয়ে মাছ সংরক্ষণ করতে তেমন কোন অর্থ খরচ হয় না। মৎস্য সংরক্ষণের বেশ প্রাচীন একটি পদ্ধতি এটি। শুঁটকি মাছ খেতে খুব সুস্বাদু এবং এই মাছগুলো দিয়ে অনেক ধরণের রেসিপি তৈরি করা যায়।

20230519_145645.jpg

20230519_145638.jpg

20230519_145633.jpg

20230519_145611.jpg

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুঁটকি মাছ দেখলেই কিছুটা নাক সিটকান এবং শুঁটকি মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আবার অনেকেই ধারণা করেন, এই খাবারটি হয়ত শরীরের জন্য তেমন উপকারী নয়। কিন্তু শুঁটকি মাছেও অনেক পুষ্টি উপাদান রয়েছে।

20230519_145803.jpg

শুঁটকি মাছে বিভিন্ন ধরণের পুষ্টি উপাদান, যেমন- প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি১২, ফসফরাস ইত্যাদি রয়েছে। দেহের প্রোটিনের চাহিদা পূরণ, হৃদরোগ ও উচ্চরক্তচাপের ঝুঁকি কমানো, ত্বক সুস্থ রাখা, ওজন কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইত্যাদির জন্য শুঁটকি মাছ কার্যকরী ভূমিকা রাখে। তাই আমাদের খাদ্য তালিকায় শুঁটকি মাছ অন্তর্ভুক্ত করা যেতেই পারে। তবে এসব উপকারিতা তখনই পাওয়া যাবে, যখন শুঁটকি তৈরির সময় ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহার করা হবে না।

20230519_145755.jpg20230519_145745.jpg
  • ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সুন্দর একটি পোষ্ট শেয়ার করেছেন। শুটকি ভুনা আমার অনেক পছন্দ।সুন্দর সুন্দর ছবি তুলেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাতিজ তো ছবি তুলি ফাটে দিছেন একলাম৷ শুঁটকি মাছের যে ছবি তুলছেন বাহে মনে হওছে জীবন্ত 😊।

অনেক অনেক ধন্যবাদ

শুটকি মাছ আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। প্রাচীনকাল থেকে মাছ দীর্ঘ দিন ধরে খাওয়ার একটা সুবিধার জন্য শুটকি বানিয়ে সংগ্রহ করা হতো। শুটকির তো অনেক উপকারী দিক রয়েছে ভাই দেখতেছি। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন।

ধন্যবাদ ভাই

বাহ্ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।শুটকি মাছ আমার প্রিয় একটি খাবার। আলু দিয়ে শুঁটকি মাছের ঝোল অনেক মজা। তাছাড়া শুটকি মাছে অনেক পুষ্টিগুণ রয়েছে। সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

Feedback / Observation

শুটকি মাছের অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। প্রতিটি ছবিই দারুণ তুলেছেন। অবশ্য শুটকি মাছের ভর্তা অসাধারণ লাগে। সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ

আফতাবগঞ্জ মেলায় শুটকির দোকান বসেছে দেখি এবং শুনে অনেক ভালো লাগলো ভাই। শুটকি মাছ আমার অনেক পছন্দের একটি খাবার। বাসায় মাঝে মাঝে শুটকি মাছ খাওয়া হয়। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই । অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মেলায় শুঁটকির দোকান আগে তেমন দেখি নি। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনার তোলা ছবি গুলো বেশ চমৎকার হয়।ধন্যবাদ আপনাকে মেলার শুঁটকির দোকান নিয়ে আমাদের জানানোর জন্য।

ধন্যবাদ

ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ মেলায় শুঁটকি মাছের দোকানের চিত্র অসাধারণ তুলেছেন। শুঁটকি মাছ খেতে আমার বেশ ভালোই লাগে, আরো যদি ভর্তা হয় তাহলে তো কোন কথাই নেই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুঁটকি মাছ দেখলেই বলে গন্ধ লাগে। আসলেই শুঁটকি মাছ পুষ্টি উপাদান রয়েছে। বিভিন্ন রকমের শুঁটকি মাছ রয়েছে দোকানটিতে। আফতাবগঞ্জের মেলায় শুঁটকি মাছের দোকান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন।

ধন্যবাদ ভাই

শুঁটকি মাছের বিভিন্ন ধরনের চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি।আমি শুঁটকি মাছ পছন্দ করি, আবার কেউ কেউ এই শুঁটকি মাছ পছন্দ করে না।আফতাবগেঞ্জের মেলা এখনো যাওয়া হয়নি।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ফুলবাড়িতে একটি জনপ্রিয় ফলের মাখার দোকান নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।শুটকি মাছ আমার অনেক পছন্দের খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করার জন্য ধন্যবাদ।

শুটকি মাছগুলো খুবই সুন্দর লাগছে। অসাধারণ ফটোগ্রাফি করছেন ভাই। এত বড় শুটকি মাছের দোকান এর আগে মনে হয় কখনো দেখা হয়নি। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে