চরাঞ্চলে জীবিকা এবং যাতায়াতের অন্যতম মাধ্যম "ঘোড়ার গাড়ি"

in hive-131369 •  last year  (edited)

20230502_181357.jpg

আসসালামুআলাইকুম। আজ আমি ঘোড়া এবং ঘোড়ার গাড়ির কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

গ্রামে খুব একটা যাওয়া হয় না। ২-১ বছর পর পর কিছুদের জন্য গ্রামে বেড়াতে যাই। তবে এবার প্রায় ৩-৪ বছর পর গ্রামে বেড়াতে এসেছিলাম। এতদিন পর গ্রামে আসার পর গ্রামের জনজীবন এবং পরিবেশ দেশে মুগ্ধ হয়েছিলাম। গ্রামের প্রাকৃতিক পরিবেশে বিচরণ করলে পাওয়া যায় সতেজ এক অনুভূতি।

আপনি কয়েক বছর শহরে থাকার পর যদি গ্রামে যান তাহলে মনে হবে আপনার শরীর আর মন যন্ত্র ও যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে প্রকৃতির সান্নিধ্য লাভ করেছে। এই ছিল গ্রামের অপরূপ সুন্দর পরিবেশের এক ছোট্ট নমুনার কথা। এখন আসি গ্রামের মানুষের জীবিকা এবং যাতায়াতের সাথে জড়িয়ে থাকা বাহন ঘোড়ার গাড়ির কথায়।

20230502_181337.jpg20230502_181349.jpg
20230502_181442.jpg20230502_181438.jpg

গ্রামটি নদীর কাছে অবস্থিত হওয়ায় এখানকার মানুষের জীবন ও জীবিকার সাথে মিশে আছে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত হয় না। নদী ভাঙনের কারণে এখানকার কিছু এলাকায় যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। তাই গ্রামে এসে আমি অনেকগুলো ঘোড়ার গাড়ি দেখেছি।

20230502_181258.jpg20230502_181258(0).jpg

গ্রামে অনেকেই ঘোড়া পালন করে থাকেন। যেহেতু ঘোড়া চরাঞ্চলের মানুষের জীবিকার মাধ্যম তাই তারা ঘোড়ার প্রতি খুবই যত্নশীল। আমি বেশ কয়েকদিন নদীর পাড়ে গিয়েছি, আর নদীর পাড়ে গেলেই দেখতাম গ্রামের কেউ একজন নদীতে তার প্রিয় ঘোড়াটিকে নিয়ে গোসল করতে এসেছেন। গ্রামের মানুষদের কাছে ঘোড়া দেখতে পাওয়া সাধারণ ব্যাপার কিন্তু আমরা যারা শহরের মানুষ তারা ভাগ্যক্রমে ২-১ বার চোখের সামনে ঘোড়া কিংবা ঘোড়ার গাড়ি দেখতে পাই।

20230502_181255.jpg20230502_181304.jpg

আমি যখন ঘোড়ার ছবি তুলছিলাম তখন একজন বৃদ্ধা আমাকে আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন তুমি কি ঘোড়া দেখোনি, তিনি হয়ত ঘোড়ার ছবি তুলতে দেখে কিছুটা বিস্মিত হয়েছেন। যাই হোক, গ্রামীণ জনজীবন এবং অর্থনীতির সাথেও ঘোড়ার গাড়ির নিবিড় সম্পর্ক রয়েছে। বর্তমান যুগেও চরাঞ্চল এলাকার বালুচর এবং অসমতল রাস্তায় পণ্য পরিবহন এবং যাতায়াতের জন্য ঘোড়া কিংবা ঘোড়ার গাড়ির বেশ চাহিদা রয়েছে।

20230502_181305.jpg20230502_184005.jpg
  • ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে। এখন মাঝে মাঝে কিছু ঘোড়া দেখা যায়। আপনি বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো এবং বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।

ধন্যবাদ বিপ্লব

চরাঞ্চলের মানুষ ঘোড়ার উপরে বেশি ভাগ নির্ভরশীল, আপনি ঘোড়ার এবং ঘোড়ার গাড়ির অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই, ঘোড়ার মালিক যখন আপনাকে জিজ্ঞেস করল আপনি কখনো ঘোড়া দেখেননি, আপনার ছবি তোলা দেখে ঘোড়া মালিক অবশ্যই বিস্মিত হয়ে গেছিল। সুন্দর লিখছেন ভাই অসংখ্য ধন্যবাদ।

ঘোড়ার গাড়ি এবং চরাঞ্চলের জীবনযাত্রা নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছে। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ধন্যবাদ ভাই

আপনি ঘোড়ার ছবি তুলতে দেখে বৃদ্ধ লোকটি অবাক হয়েছেন কিন্তু আমাদের এলাকায় যদি এভাবে ঘোড়ার ছবি তোলা হয় তাহলে ঘোড়ার গাড়ির মালিক নিশ্চিত বলবেন যে , "মোবাইলে ছবি তোলা ছাড়া তোমাদের আর কাজ নাই! " যাইহোক আপনি অত্যন্ত সুন্দর একটি পোস্ট করেছেন ঘোড়ার গাড়ি নিয়ে। ধন্যবাদ আপনাকে।

মোবাইলে ছইলগুলাক কানা করবে

@tipu curate

Upvoted! Thank you for supporting witness @jswit.

ঘোড়ার গাড়ি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। আমাদের গ্রাম অঞ্চলে এখন আর তেমন একটা ঘোড়ার গাড়ি দেখা যায় না। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে

Loading...

নদীমাতৃক এই দেশে চরাঞ্চলগুলোতে সাধারণত দেখা যায় যে রাস্তাগুলো ভালো নয়।রাস্তাগুলো বেশিরভাগই কাঁচা। সেগুলোতে যাতায়াতের মাধ্যম হিসেবে মানুষ সাইকেল অথবা এসব ঘোড়ার ব্যবহার করে।সুন্দর লিখেছেন আপনি ভাই ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ রাহুল ভাই

ঘোড়ার গাড়ি বর্তমান সময়ে খুবই কম দেখা যায়। আর চর অঞ্চলের মানুষ এই ঘোড়ার গাড়ি ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়ার কাজে। ঘোড়ার অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। দারুণ লিখেছেন। ধন্যবাদ

ধন্যবাদ

আপনি ঘোড়া এবং ঘোড়ার গাড়ি নিয়ে অসাধারণ লিখেছেন ভাই। এসব এলাকায় ঘোড়ার গাড়ি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না থাকায় ঘোড়ার গাড়ির মাধ্যমে মালামাল পরিবহন করে থাকে। এখনো বিভিন্ন জায়গায় ঘোড়ার গাড়ি মাঝে মাঝে দেখা যায়। অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।শুভকামনা রইল

আপনি তো অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন ভাইয়া। ঘোড়ার ছবিগুলো দারুণ হয়েছে।

চরাঞ্চলে জীবিকা এবং যাতায়াতের অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভাইয়া। তবে আমাদের এলাকায় ঘোড়ার মাধ্যমে যাতায়াত ব্যবস্থা আজ থেকে প্রায় ২০ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থিত করার জন্য।