ঘাসের উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি

in hive-131369 •  last year 
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি প্রজাপতির কিছু ফটোগ্রাফি শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি সবার ভাল লাগবে।

IMG_20230609_173640.jpg

"প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা "-প্রজাপতিকে ঘিরে আরো অনেক গান রয়েছে।সত্যিই প্রজাপতির পাখনা গুলো অনেক সুন্দর। একেক প্রজাপতির পাখনা একেক রংয়ের হয়। প্রজাপতি গুলোকে সহজে ধরা যায় না। ধরতে গেলেই উড়ে যায়। প্রজাপতি ধরলে হাতে এক ধরনের রঞ্জক পদার্থ লেগে যায়। এগুলো আবার চিকমিক করে। প্রজাপতি সবার কাছেই প্রিয় একটি পতঙ্গ।প্রজাপতিকে ঘিরে অনেক ধরনের কুসংস্কার রয়েছে।যেমন প্রজাপতি ঘরে আসলে নাকি ঘরে সুসংবাদ আসে। হিন্দু ধর্মে বিয়ের দেবতাকে প্রজাপতি বলা হয়। এ প্রজাপতির ছবিটি আমি রাস্তার পাশে তুলেছি। একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। ঘাসের উপর দেখলাম একটি প্রজাপতি বসে আছে। তাই এর ছবি তুলে নিলাম। দেখতে বাদামী রঙের। আবার সাদা, হলুদ,কমলা ও কালো এসব রঙেরও সুন্দর মিলবন্ধন রয়েছে। যেটা আমার কাছে অসাধারণ লেগেছে।

IMG_20230609_173643.jpgIMG_20230609_173638.jpg
IMG_20230609_173635.jpgIMG_20230609_173632.jpg

আমরা সবাই জানি যে,প্রজাপতি জন্মগতভাবে প্রজাপতি হয়ে জন্মায় না।এর জন্মের প্রক্রিয়া কিছুটা ভিন্ন। কারণ এগুলো প্রথমে শুঁয়োপোকা হয়ে জন্মায়।আর শুঁয়োপোকাগুলোকে আমরা সবাই চিনি।এগুলোকে আমার খুবই ভয় লাগে।এগুলো খুবই ছোট থাকে।পরে গাছের সতেজ সবুজ পাতা খাওয়ার পর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়।এগুলোকে আম ও বরই গাছে বেশি দেখা যায়। বড় হওয়ার পর এরা একটি ছোট লম্বাটে বাসার ভিতরে গিঁট পাকিয়ে থাকে।এখানে এরা কিছুদিন সুপ্তাবস্থায় থাকে। তারপর এখানে এদের শরীরের একটি বিশেষ পরিবর্তন হয়।কিছুদিন পর এরা সম্পূর্ণ একটি প্রজাপতি হয়ে বেরিয়ে আসে।আর এই পরিবর্তনটা চোখে পড়ার মত।আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। শুঁয়োপোকার মত কীটকে প্রজাপতি বানিয়ে ফেলেন।

প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের একটি পতঙ্গ। আর্থ্রোপোডা পর্বের পতঙ্গদের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এরা ফুলের পরাগায়নে সহায়তা করে। এরা ফলে ফুল থেকে ফল হয়। একারণে আমরা খাদ্য পাই আর বেঁচে থাকি। আর এরা এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়।মধু আমাদের শরীরের জন্য অনেক উপকারী।নবিজী(সাঃ) এর প্রিয় খাবার ছিল মধু।তাছাড়া মধু অনেক স্নায়ুবিক সমস্যার সমাধান করে। তাছাড়া এরা প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। বসন্তকালে এদের বেশি দেখা যায়। এরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এতে করে ফুলের সৌন্দর্য অনেক বেড়ে যায়। এটা আমার কাছে খুবই ভাল লাগে।


ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ


ডিভাইসরেডমি ১০ সি
ক্যামরা৫০ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@tamannafariah
লোকেশনভবের বাজার,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার কাছে মনে হয় পাখি এবং পতঙ্গের ছবি তোলা অনেক বেশি কঠিন একটি কাজ।কেননা পাখি এবং কত দীর্ঘ সময় কোথাও বসে থাকে না এবং এরা মানুষের অস্তিত্ব টের পেলে সেখান থেকে দ্রুত উড়ে চলে যায়। আপনি খুব সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

প্রজাপতি সম্পর্কে অনেক তথ্য শেয়ার করেছেন যা অনেকেরই অজানা। আর প্রজাপতির ছবিগুলো সুন্দর হয়েছে।

ধন্যবাদ।

আপনিতো অনেক সুন্দর ফটোগ্রাফি করেন ঘাসের উপরে বসা প্রজাপতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রফেশনাল ফটোগ্রাফার আপনাকে মনে হইতেছে। প্রজাপতি সম্পর্কে ভালো লিখেছেন আপনি।

ধন্যবাদ।

ঘাসের উপর বসে থাকা প্রজাপতির দারুণ ফটোগ্রাফি করছেন আপনি।প্রজাপতি দেখতে আমার খুব ভালো লাগে আপনি অনেক সুন্দর ভাবে প্রজাপতির ছবি তুলছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ।

ঘাসের উপর বসে থাকা প্রজাপতির ছবিটি দারুন হয়েছে। সাদা,হলুদ, কমলা ও কালো রং মিলে প্রজাপতিটি দেখতে বেশ ভালোই লাগছে।আমিও অনেক কয়েকবার প্রজাতির ছবি তোলার চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়েছি।আপনি প্রজাপতি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করছেন। ধন্যবাদ

ধন্যবাদ।

শুয়োপোকা থেকে প্রজাপতির জন্ম শুরু হয়। আপনি খুব সুন্দর লিখেছেন প্রজাপতি সম্পর্কে।আপনার ফটোগ্রাফি গুলো আসলেই অসাধারণ হয়েছে আপু।আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ।

পোজাপতি নিয়ে একটি গাছ আছে। এই গানটা ছোট বেলায় অনেক শুনেছি। আপনার ফটোগ্রাফি সত্যি খুব সুন্দর হয়েছে। আপনি পোজাপতি নিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন। ধন্যবাদ

ধন্যবাদ।

প্রজাপতিটি দেখতে বেশ চমৎকার লাগছে। আপনি বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো। আপনি প্রজাপতি নিয়ে বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।

ধন্যবাদ।

প্রজাপতির ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।তবে প্রজাপতির ছবি তুলতে অনেক সময় ও ধৈর্যের ব্যাপার। আমিও বেশ কিছুদিন আগে প্রজাপতি ছবি তুলছি অনেক কষ্টে। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

ধন্যবাদ

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।প্রজাপতির প্রধান কাজ উদ্ভিদের পরাগায়নে সাহায্য করা। এর মাধ্যমেই উদ্ভিদ বংশবিস্তার করতে সক্ষম হয়। প্রজাপতি তোলা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ।

বাহ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু, ঘাসের উপর প্রজাপতির ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন আপু। অনেক ধন্যবাদ

ধন্যবাদ।

Loading...

প্রজাপতিটা দেখতে বেশ সুন্দর। বাড়িতে ফুল ও ফল গাছ থাকলে প্রায় রংবেরঙের প্রজাপতি দেখতে পাওয়া যায়। এছাড়া জঙ্গলে গেলে অনেক রংবেরঙের প্রজাপতির দেখা মেলে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।