জীবন মহল দিনাজপুর 👑

in hive-131369 •  2 years ago 

20221114_175605-01.jpeg

প্রিয় স্টিমবাসী,
সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে দিনাজপুরের একটি জনপ্রিয় পার্ক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

IMG-20230327-WA0023-01.jpeg

দিনাজপুর জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে লিলির মোড়-বালুয়াডাঙ্গা সড়ক পার হয়ে কাঞ্চন মোড়ে এই পার্কটি অবস্থিত। পার্কটি বিরল রোডে যাওয়ার রাস্তায় পাশেই পড়ে। এর নাম হচ্ছে জীবন মহল বিনোদন পার্ক ও কমিউনিটি সেন্টার। পার্কটির ভেতরে ঢুকতে হলে যন্ত্রটি ৫০ টাকা করে টিকিট কাটতে হয়। কাঞ্চন মোড়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ালেই জীবন মহলে ঢোকার বড় গেট টি আমাদের চোখে পড়বে।

IMG-20230327-WA0018-01.jpeg

এইতো বেশ কিছুদিন আগে আমি ও আমার বন্ধু কলেজ শেষ করে একঘেয়েমি কাটানোর জন্য বিকেলের দিকে অটোতে করে জীবনমহল পার্কের উদ্দেশ্যে রওনা হই। মূলত আমাদের মূল উদ্দেশ্য ছিল জীবনমহল পার্কের পাশেই ভিন্ন স্বাদ নামক একটি ফুচকার দোকানে যাওয়া। সেখানকার ফুচকা অনেক দারুন ও টেস্টি হয়। সেই সুবাদে আমরা সন্ধার দিকে জীবনমহল পার্কের ভেতরেও ঢুকি।

20221114_175628-01.jpeg

রাতের বেলা পার্কের ভেতরের দৃশ্যটি অনেক সুন্দর দেখাচ্ছিলো। হালকা অন্ধকারের কারনে ও একটু ব্যস্ততার মাঝে থাকার জন্য বেশি ছবি তোলা হয়নি। তবুও যতটুকু পেরেছি ফোনের মধ্যে সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি।

IMG-20230327-WA0004-01.jpeg

আগে জীবনমহল পার্কের জায়গাটি অনেক ছোট ছিল। বর্তমানে পার্কের অংশটি অনেক বাড়ানো হয়েছে এবং ছোটো বাচ্চাদের জন্য নতুন অনেক কিছু সংযুক্ত করা হয়েছে। পার্কে বিভিন্ন কাজে নিয়োজিত অনেক কর্মী কাজ করে থাকেন। এখানে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। পার্কের এক পাশে জীবন মহল কমিউনিটি সেন্টার রয়েছে। সেখানে বিয়ের অনুষ্ঠানসহ, সুন্নতে খাতনা ও জন্মদিন পালন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং হয়ে থাকে। এই জীবনমহল পার্ক অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক দেখতে আসেন। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এই জীবন মহল পার্ক হচ্ছে মূল আকর্ষণ।

IMG-20230327-WA0016-01.jpeg

IMG-20230327-WA0008-01.jpeg

এক কথায় বলতে গেলে সেদিন পার্কটি থেকে ঘুরে এসে আমার অনেক ভালো লেগেছে। আপনারা যারা যাননি তারা একদিন গিয়ে ঘুরে আসবেন। আশা করি আমার মতো আপনাদেরও অবশ্যই অনেক ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো পোস্টে। কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অগ্রিম ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।

ধন্যবাদান্তে,
@tawhid4159

ডিভাইসের নাম
মডেল
Samsung GalaxyM31
ক্যামেরা 📷 48
ফটোগ্রাফার@tawhid4159

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবন মহল পার্ক নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এটি দিনাজপুর সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই পর্কটি কাঞ্চন ব্রিজ থেকে হাফ কিলো সামনে।আমিও গেছিলাম এই বিনোদন পার্কে।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।সুন্দর একটি পোস্ট আমাদের জন্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া ❤️

বাহ চমৎকার তো জীবন মহল। আপনি অসাধারণ লিখেছেন জীবন মহল নিয়ে। দিনাজপুর গেলে ঘুরে আসার চেষ্টা করবো এই পার্কে, এই পার্ক নিয়ে অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই

Loading...

জীবন মহল অনেক সুন্দর একটি জায়গা। তবে আমার কখনও যাওয়া হয়নি ছোট বাচ্চাটা গিয়েছিল তাদের থেকে শুনেছি অনেক সুন্দর একটি জায়গা। জায়গাটি ছোটদের জন্য অনেক আনন্দ করতে পারে।আপনি অনেক সুন্দরভাবে সলিউশন তুলেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই 🤍

জীবন মহল অনেক সুন্দর একটি জায়গা। আমি গিয়েছিলাম ৩ বছর আগে।তখন টিকেট মূল্য ছিল ৩০ টাকা। তবে তখন এতো কিছু ছিলো না।জায়গায় পরিধিও কম ছিলো।এখন অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে। জায়গাটি শিশুদের জন্য উপযুক্ত। অনেক রাইড রয়েছে। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু

জীবন মহল একটা সুন্দর পার্ক।এই পার্কে ছোটদের খেলার জন্য অনেক জিনিসপত্র রয়েছে। জীবন মহল পার্কে আমি গিয়েছিলাম দুইবার। দিনাজপুর থেকে কয়েক কিলোমিটার দূরে এই পার্কটি।তবে রাতের চিত্র টা খুবই সুন্দর। আপনি খুব সুন্দর একটা পার্কের কথা তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া 🖤

জীবন-মহল নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। রাতের দৃশ্যগুলো সত্যিই অনেক চমৎকার। লিখেছেন অনেক ভালো । নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন।পোস্ট কোয়ালিটির উন্নতি করতে হবে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই ❤️

দিনাজপুর জীবন মহল নিয়ে অসাধারণ লেখছেন আপনি, দিনাজপুর জীবন মহল আমি একবার গেছিলাম, জায়গা টা অনেক সুন্দর লাগে, রাতের দৃশ্য গুলো দেখতে আরো খুব ভালো লাগে, আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ ভাই

দিনাজপুরের কাঞ্চন মোরে এই পার্ক অবস্থিত।জীবনমহল পার্কে আমি বেশ কয়েকবার গিয়েছি বেশ ভালো একটি জায়গা সেখানে সময় কাটানোর জন্য গিয়েছিলাম। পার্কে বেশ ভালো মনোরম পরিবেশ রয়েছে যাতে মানুষ সেখানে সময় কাটাতে পারে। পার্কের গেটটা আমাকে সব থেকে বেশি ভালো লাগে কত সুন্দর জীবনমহল পার্ক।খুব সুন্দর লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই 🤍🖤

জীবন মহল পার্ক আমাদের দিনাজপুরে রয়েছে তা জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম আমাদের দিনাজপুরে এত সুন্দর একটি জায়গা রয়েছে। দিনাজপুর সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই পর্কটি কাঞ্চন ব্রিজ থেকে হাফ কিলো সামনে গেলেই দেখতে পাওয়া যায়। দিনাজপুর গেলে এ পার্কটি থেকে ঘুরে আসার চেষ্টা করব। ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাইয়া ❤️✅