অসাধারণ কারুকার্য সম্পন্ন কান্তজির মন্দির 🛕

in hive-131369 •  2 years ago 

20221119_184510-01.jpeg

প্রিয় ব্লগারবৃন্দ,

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজির মন্দির সম্পর্কে বিস্তারিত বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন বেশী দেরি না করে শুরু করা যাক।

20221119_185617.jpg

ঐতিহ্যবাহী দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দিরটি কাহারোল উপজেলায় অবস্থিত। এই কান্তজির মন্দিরটি মুঘল আমলের অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন। মুঘল আমলের তৎকালীন জমিদার রাজা প্রাণনাথ বন্ধুত্বের নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে তার পুত্র এর নির্মাণ কাজ শেষ করেন। মন্দিরটি নির্মাণ করতে প্রায় ৪৮ বছর সময় লেগেছিল (প্রায় ৪ যুগ)। মন্দিরের গায়ে অসংখ্য দেব-দেবীর ছবি এবং পোড়ামাটির ফলক বা টেরাকোটার নিদর্শন চিত্রিত রয়েছে। পারস্য ও ভারত বর্ষ থেকে আসা সেরা শ্রমিকদের পৃষ্ঠপোষকতায় মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। মন্দিরটির চারপাশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। বাড়িগুলোও প্রায় বেশ পুরনো। সংস্কৃতির ঐতিহ্যে ঘেরা দিনাজপুরের এই প্রাচীন ও সমৃদ্ধ কান্তজির মন্দির। পুরো মন্দিরের গায়ে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটার টালি রয়েছে।

IMG20221119185106.jpg

দিনাজপুর জেলা শহর থেকে প্রায় বারো মাইল উত্তরে কাহারোল উপজেলায় ঢেপা নদীর পাড়ে একটি গ্রামে (গ্রামের নামটি এই মুহূর্তে মনে নেই) এই মন্দিরটির অবস্থান। প্রতিবছর এই বিখ্যাত মন্দিরটি কে কেন্দ্র করে অনেক বড় মেলা বসে।

20221119_184529-01.jpeg

এই বেশ কিছু দিন আগে মেলা হয়েছিল। আমি ও আমার কয়জন বন্ধুসহ সেখানে গিয়েছিলাম। মেলায় বহু ধরনের দোকান বসেছিলো। আমরা সেখানে অনেক ঘুরেছি। বলতে গেলে এটি ঐতিহ্যবাহী একটা মেলা ছিল আরকি। সেখানকার পরিবেশ ছিলো অনেক সুন্দর। মেলায় বিভিন্ন সুস্বাদু খাবারের দোকানের পাশাপাশি রকমারি অনেক ধরনের খেলনার দোকান ছিলো। এছাড়াও আর অন্যান্য কিছু দোকানও ছিল। আরেক সাইডে ছিলো বিনোদনের জন্য নাগরদোলা চরকি এবং বাইক স্ট্যান্ড শো খেলা। সেখানে টিকিট কাটার জন্য মানুষজন ভিড় জমাচ্ছিল। সেদিন একদম দুপুর থেকে শুরু করে পুরো সন্ধ্যা পর্যন্ত পুরো মেলা ঘুরে দেখেছি। সেদিনই ছিলো কান্তজির মেলায় যাওয়ার আমার প্রথম অভিজ্ঞতা।

IMG_20221205_193144-01.jpeg

আজ তাহলে এই পর্যন্তই। পোষ্টের ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোন পোস্টে, নতুন কোনো গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক বিষয় নিয়ে।

সকলে ভালো থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।

ধন্যবাদান্তে,
tawhid4159

ডিভাইসের নাম
মডেল
Samsung GalaxyA22 5g
ক্যামেরা 📷 48
ফটোগ্রাফার@tawhid4159

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কান্তজির মন্দির আমি একবার দেখতে গেছিলাম, অনেক সুন্দর একটা মন্দির, আমি করনার সময় ঘুরতে গেছিলাম তখন ততোটক কিছু দেখতে পাই নাই, এখানে অনেক মানুষ আসে ঘুরতে, এটা খুব সুন্দর একটা মন্দির,,এই মন্দিরের নাম কম বেশি সবাই জানে।আপনি অনেক সুন্দর লেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে আপু

ঐতিহ্যবাহী মন্দির হল দিনাজপুরের কান্তজির মন্দির। করোনা কালীন সময়ের পর এ মন্দিরে গিয়েছিলাম কিন্তু ভিতরে ঢোকার সুযোগ হয়নি। তখন ভিতর এ প্রবেশ বন্ধ ছিলো। আপনি কান্তজির মন্দির নিয়ে অনেক সুন্দর তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাইয়া 💛

Loading...
কান্তজির মন্দির ঐতিহ্যবাহী একটি জায়গা। এতে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এখানে অনেক পোড়ামাটির ফলক ও টেরাকোটা রয়েছে। এখানে সবাই ঘুরতে যায়। বর্তমানে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। আপনার পোস্ট টি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ছবিগুলোও সুন্দর হয়েছে। এত সুন্দর একটি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সকলে।

ধন্যবাদ আপনাকে আপু

কান্তজির মন্দির নিয়ে অসাধারণ লেখছেন ভাই, দিনাজপুর ঐতিহ্যবাহী স্থান গুলোর মধ্যে এটি একটি হলো ঐতিহ্যবাহী স্থান, আমি বেশ কিছু দিন আগে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, ঘুরাঘুরি বেশ অনেক সুন্দর ছিলো,এই কান্তজির মন্দির দেখার জন্য অনেক মানুষ দুর্দান্ত থেকে দেখতে আসে, আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই, তবে আপনি মেলায় গেছিলেন খুব ভালো লাগলো শুনে,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ ভাই

কান্তজির আমাদের একটা ঐতিহ্যবাহী মন্দির কান্তজীর মন্দিরের দেয়ালের পোড়ামাটির ফলক। দেশ-বিদেশে এই মন্দিরে অনেক বেশি পরিচিতি লাভ করেছে। আপনি অনেক অসাধারণ ছবি তুলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই মন্দির নিয়ে সুন্দর কিছু উপস্থাপন করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

দিনাজপুরের এক ঐতিহ্যবাহী স্থান হল কান্তজি মন্দির। এই মন্দিরের নির্মাণশৈলী ও মেলা সবার কাছে বিখ্যাত।বিশেষ করে দিনাজপুর বাসীর কাছে খুব জনপ্রিয় একটি জায়গায় এটি। কান্তজির মন্দির সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া ❤️

কান্তজীর মন্দির নিয়ে আমাদের সাথে বেশ চমৎকার কিছু তথ্য শেয়ার করেছেন। এই মন্দির টি বেশ পুরনো ও ঐতিহাসিক একটি মন্দির। এই মন্দির টি দেখার জন্য আমি কয়েকবার গিয়েছিলাম।এখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ

কান্তজির মন্দির দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত।এই কান্তজির মন্দিরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এই মন্দিরে প্রতি বছর মেলা বসে।আমি ২বছর আগে এই মন্দিরে গেছিলাম কলেজ পিকনিকে।এই মন্দিরটি ঘুরে আমার খুব ভালো লেগেছিল।কান্তজির মন্দির নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন। আপনার তোলা ছবি গুলো ও অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

কান্তজির মন্দিরে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। অনেক সুন্দর একটি জায়গা। দিনাজপুরে বেশ কয়েকটি দর্শনীয় জায়গার মধ্যে অন্যতম কান্তজির মন্দির। অনেক ভালো লিখেছেন ভাই। মার্কডাউন ক্লাসে উপস্থিত থেকে পোস্ট কোয়ালিটির উন্নতি করতে হবে। শুভকামনা রইল ভাই

ধন্যবাদ ভাইয়া

কান্তজির মন্দির নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই কান্তজির মন্দির দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত।আমিও গেছিলাম আজ থেকে কয়েক মাস আগে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই