আমাদের দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি ডালি'র ব্যবহার অপরিসীমsteemCreated with Sketch.

in hive-131369 •  last year 

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আমাদের দৈনন্দিন জীবনে বাঁশের তৈরি ডালি'র ব্যবহার অপরিসীম

আমাদের দৈনন্দিন জীবনে বাঁশ উল্লেখযোগ্য ভূমিকা রাখে৷ বাঁশ দিয়ে নানান ধরনের জিনিসপত্র তৈরি করা হয়৷ এর মধ্যে ডালি অন্যতম৷ ডালি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়৷ কাঁচা মাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ডালি ব্যবহার করা হয়৷ এছাড়া মাছ ডালিতে করে বাজারে বিক্রি করা হয়৷ নানান ধরনের বিক্রেতারা ডালিতে করে পণ্য বিক্রি করে থাকেন৷

IMG-20230712-WA0047.jpg

ডালি দিয়ে দিন মজুরেরা মাটি বহন করেন৷ ডালি গুলো বাঁশ দিয়ে মজবুত করে তৈরি করা হয়৷ ডালি তৈরিতে প্রধান উপাদান হল বাঁশ। আর গুনা ব্যবহার করা হয় বাঁধার জন্য৷ বাঁশ দিয়ে তৈরিকৃত জিনিসগুলো একটু মজবুত ও শক্তিশালী হয়৷ দিনমজুরেরা সাধারণত জমি খনন করে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান৷ তারা এই ডালিতে করে মাটি বহন করেন। এছাড়া বাসাবাড়ি নির্মাণের কাজে বালু বহন করতে ডালি ব্যবহার করা হয়৷

IMG-20230712-WA0041.jpg

অনেক ভ্রাম্যমাণ ফল বিক্রেতারা ডালি ব্যবহার করেন৷ তারা ডালিতে করে ফল নিয়ে বসে থাকেন৷ আমাদের বাড়ি ঘরেও ডালি'র ব্যবহার উল্লেখযোগ্য। ধান সংগ্রহের জন্য ডালি ব্যবহার করা হয়৷ এছাড়া ডালিতে করে বিভিন্ন ধরনের জিনিস বহন করা হয়৷ আলু, পেয়াজ, মরিচ, রসুন ও আদা মাটিতে রাখলে নষ্ট হয়ে যায়৷ তাই এগুলো ডালিতে রেখে সংরক্ষণ করা হয়৷

IMG-20230712-WA0044.jpg

একটি বাঁশের তৈরি ডালি'র দাম খুব বেশি না৷ একেকটি ডালি'র দাম এক-দুই শত টাকা। ডালি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় বলে এর চাহিদা প্রচুর৷ ডালি'র ব্যবহার সর্বত্রই বিরাজমান৷ এমন কোন কাজ নেই যে কাজ করতে ডালি ব্যবহার করা হয় না৷ কিন্তু এই পণ্যটির দাম এখনও আমাদের নাগালের মধ্যেই রয়েছে৷ এর দাম বেশি নয়৷ তাই যে কারোরিই পক্ষে ডালি ক্রয় করা সম্ভব হয়৷

IMG-20230712-WA0043.jpgIMG-20230712-WA0045.jpg

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাশের তৈরি ডালিগুলো গ্রামে খুব দেখা যায়। গ্রামের মহিলারা এগুলো বাড়ির ময়লা ফেলতে, কোনো জিনিসপত্র রাখতে, ধান উঠাতে ব্যবহার করে থাকে। তবে দিন দিন এই বাশের তৈরি ডালির ব্যবহার কমে যাচ্ছে। বাশের তৈরি ডালি নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ

ধন্যবাদ

ধন্যবাদ

আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় একটি জিনিস বাঁশের তৈরি ডালা। বাঁশের তৈরি ডালা আমাদের বিভিন্ন কাজে আসে। আমাদের বাড়িতে তিন থেকে চারটা ডালা রয়েছে। বাঁশ দিয়ে তৈরি কারুকার্য গুলো কারিগর নিখুঁতভাবে তৈরি করে আসতেছে যুগ যুগ ধরে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

বাঁশের তৈরি প্রতিটি পণ্যই আমাদের অনেক প্রয়োজনীয়। এই ডালি দিয়ে গ্রাম-গঞ্জের মানুষ মাটি কাটে তবে সেগুলো আর একটু ছোট আকারের হয়। আবার এই ডালি করে সবজিওয়ালা সবজি বিক্রি করে। ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি অতিপ্রয়োজনীয় মাধ্যম। অসংখ্য ধন্যবাদ ভাই বাঁশের তৈরি ডালি নিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

গ্রামীণ সমাজের নিত্যদিনের প্রয়োজনীয় একটি জিনিস হল এই বাঁশের তৈরি ডালা। এই ডালা গুলো দিয়ে বিভিন্ন রকম কাজ করা হয়।আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আরো বিস্তারিত। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

বাঁশের তৈরি ডালি গ্রাম-বাংলার ঐতিহ্য। ডালি দিয়ে গ্রামের লোকেরা ধান,গম,আলু, ময়লা আর্বজনা প্রভূতি কাজে ব্যবহার করা হয়। ডালি বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়।

ধন্যবাদ

গ্রাম অঞ্চলে গৃহস্থলীর বিভিন্ন কাজে বাঁশের ডালি ব্যবহার করা হয়। বিভিন্ন হাটে এরকম বাঁশের ডালি কিনতে পাওয়া যায়। বাঁশের ডালির দাম মোটামুটি কম। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই, শুভকামনা রইল

ধন্যবাদ

বাঁশ দিয়ে তৈরি ডালা এর ব্যবহার ব্যাপক। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে বাঁশ দিয়ে তৈরি ডালাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আপনি আপনার পোস্টে ডালার বিভিন্ন ব্যবহার আমাদের সামনে তুলে ধরেছেন। যা দেখে সকলেই এর ব্যবহার করে জানতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

বাঁশের তৈরি ডালা ঐতিহ্য বহন করে। ঐতিহ্যবাহী বাঁশের ডালা গুলো বিশেষ কাজে ব্যবহার করা হয়। ডালা দিয়ে ধান চাল,গম, ইত্যাদি যাবতীয় জিনিস তুলে ওঠা যায়। বাঁশের তৈরি ডালা গুলো নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

ডালি আমাদের নিত্য-প্রয়োজনীয় সঙ্গী। আমাদের গ্রাম অঞ্চলের ধান মাড়া থেকে শুরু করে কৃষি জাতীয় সকল কাজ ডালি দিয়ে করা হয়। ময়লা আর্বজনা ফেলার কাজেও ডালি ব্যবহার করা হয়।

ধন্যবাদ

আপনারা তো শহরের মানুষ এই বাঁশের ডালি গুলোর প্রয়োজন আপনাদের বেশি পড়ে না। গ্রামে আমরা যারা থাকি বাঁশের ডালি ছাড়া তাদের জীবন একদিনও চলবে না। এটা আমাদের প্রতিদিন লাগবেই লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ

বাঁশের তৈরির ডালির সুন্দর কিছু ছবি তুলেছেন আপনি। আসলেই এইটা আর এটি বহু কাজে ব্যবহার করা হয়ে থাকে। ঘরের গৃহিনী থেকে শুরু করে জেলে, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা সহ আরো নানা ধরনের পেশার মানুষ এই ডালি ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ

বাঁশের তৈরি ডালি আমাদের অনেক কাজে আসে।ডালি দিয়ে আমরা কাঁচা মালের খরচ রেখে দেই।তার পর আমাদের ধান উঠা নামার কাজে ব্যবহার করা হয়। তবে ডালি তৈরি করতে গেলে প্রথমে বাঁশ আমাদের প্রয়োজন।আপনি অনেক সুন্দর আলোচনা করছেন।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ

আমার কাছে মনে হয় বাঁশ দিয়ে বানানো যতগুলো আসবাবপত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডালি। কারণ ডালি বাসা থেকে শুরু করে বাহিরের অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। দৈনিক মাটিকাটা মজুরদের জন্য এই ডালি একটি অপরিহার্য ব্যবহারযোগ্য পাত্র। সুন্দর লিখেছেন ভাই।

ধন্যবাদ

ডালি নিয়ে ভালো বিরবণ শেয়ার করার জন্য ধন্যবাদ

ধন্যবাদ