আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777
আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
সময় কখনও থেমে থাকে না৷ একদিন আমাদের পৃথিবীতে কোন অস্তিত্ব ছিলো না। এরপর আমরা জন্ম নিয়েছি। আবার একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে৷ একটা করে দিন চলে যাচ্ছে আমাদের জীবন থেকে একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে৷ কেউই জানেন না কে কবে মারা যাবে৷ পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই৷ দাদার আগে নাতি মারা যাচ্ছে। বাবার আগে ছেলে মারা যাচ্ছে। তাই এটা ভেবে বসে থাকা যাবে না। আমি সবার পরে আসছি আমি সবার পরে পৃথিবী ত্যাগ করবো।
জন্মের দিন থেকে স্কুলে ভর্তি হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আমাদের জীবন থাকে একরকম৷ তারপর স্কুল, কলেজ ও ভার্সিটি লাইফ এক রকম৷ এরপর চাকরি, ব্যবসা বানিজ্য সংসারের হাল ধরা৷ শেষ বয়সে বার্ধক্যের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। এই কয়েকটা ধাপ রয়েছে আমাদের জীবনে৷ যেহেতু সময় কারো জন্য থেমে থাকে না৷ ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ধাপ অতিক্রম করে এক সময় মারা যাই।
সর্ব প্রথম স্তরটি হয় আমাদের জীবনের সব থেকে সুখের সময়৷ এসময় কোন চিন্তা জ্বালা কিছুই থাকে না৷ মনের ইচ্ছে মত চলা যায়৷ বাবা-মা কিছুই বলে না৷ যখন যা ইচ্ছে করার সুযোগ থাকে৷ সারাদিন ঘুম, খাওয়া-দাওয়া আর ঘোরাঘুরি প্রধান কাজ তখন৷
দ্বিতীয় ধাপটি হল স্কুলে ভর্তি হওয়া। আমার ছোট বেলা থেকে পড়ালেখা'র প্রতি কোন টান ছিলো না৷ পড়ালেখা করতে ভালো লাগতো না৷ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আব্বু আর মায়ের বকা, মাইর খেতে খেতে আমি শেষ। ক্লাস ১-২ তো খেলাধুলা করে কাটছিলো। ৩ তে যখন উঠলাম৷ তখন পড়ালেখা প্রেসার বাড়লো। আমার আব্বু ছাত্র জীবন থেকে প্রাইভেট পড়াতেন। তিনি কলেজ এর শিক্ষকতাও কিছুদিন করেছিলেন৷ তাই আমার বাইরে প্রাইভেট পড়তে লাগতো না৷ আব্বুই পড়াতো। আমি যেহেতু পড়া-চোর ছিলাম৷ আমার তখন সকাল ও রাত হলেই টেনশন শুরু হয়ে যেত৷ আমার সারাদিন কোন চাপ ছিলো না৷ সন্ধ্যার পর থেকে আব্বু বাসায় থাকতো আর ঐ সময় বই নিয়ে বসাতো। তখন বই পড়তাম আর দোআ করতাম কখন খাওয়ার সময় হয়৷ কখন ঘুমানোর সময় হয়৷ তখন সময় কাটতোই না। পড়তে পড়তে কখন যে ঘুমাইতাম টেরও পাইতাম না৷ পড়া পড়ার ভয়ে ঘুম আসতো 🙂। আবার মাইর দিয়ে ঘুম থেকে জাগনা করতো। তখন আব্বু বলতো এখন পড়াশুনা করলে বড় হয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবা। তখন দোআ করতাম৷ বড় হইনা কেন তাড়াতাড়ি। তাহলে শান্তিতে ঘুমাতে পারবো। সকালে ৬ টায় ডেকে দিত৷ হায়রে জালা। ঘুমেই ভাঙ্গতো না। মাইর দিয়ে উঠাইতো। মনে হইতো কবে বড় হবো। এভাবে বড় হওয়ার তীব্র ইচ্ছা নিয়ে ধাপে ধাপে স্কুল জীবন শেষ করলাম। তারপর কলেজ ও ভার্সিটি জীবন শেষ করলাম।
এখন আমার বয়স ২৭। এখন আমার বাবা-মা আমাকে পড়ালেখার জন্য প্রেসার দেয় না৷ এখন ঘুমেরও জন্যও মারে না৷ কিন্তু এখন আর আমার ঘুম ধরে না৷ আগে রাত ৮ টা বাজলে আমি গভীর ঘুমে চলে যেতাম৷ আর এখন রাত ১২ বাজলেও ঘুম আসে না৷ এখন মনে হয় কেন বড় হলাম। ছোট বেলার জীবনটাই তো ভালো ছিলো৷ কিন্তু এখন তো আর ছোট হওয়ার চান্স নেই৷ পৃথিবীতে জন্ম নিলে সবাই বড়ই হবে৷ কেউ ইচ্ছে করলে তার বয়স কমাতে পারবে না। এটাই প্রকৃতির নিয়ম।
Vote for @bangla.witness
ধন্যবাদ
@toufiq777
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আব্বু - আন্মু প্রাইভেট মাস্টার হলে অবস্থা খারাপ হয়ে যায় ভাইয়া, পড়া শোনা ঠিক করে বাকি কাজ করতে হয়, পোস্টে যেসব বিষয় তুলে ধরেছেন সব গুলো আমাদের জীবন থেকে নেওয়া, আমাদের ছেলের জীবন মানেই এসব ঘটবেই, যাইহোক বাস্তবতার কিছু বর্ণনা পড়ে খুবই ভালো লাগলো, শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন ভাই। আসলেই ভাই ছোট বেলার সাথে বড় বেলার কিছু পার্থক্য।ছোট বেলায় আমরা খেলাধুলা ও অনেক ঘুরাঘুরি করেছি। কিন্তু এখন আর তেমন আগের মতো খেলাধুলা ও ঘুরে বেড়া হয় না। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ উপস্থাপন করেছেন ভাই, ছোটবেলা এবং বড় বেলা সম্পর্কে অসাধারণ লিখেছেন, ছোটবেলায় ভাবতাম কখন বড় হব, আর এখন বড় হয়ে ভাবি যদি শৈশব ফিরে পেতাম। সোনালী অতীতগুলো আবার যদি ফিরে পেতাম। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি ভাই অসংখ্য ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারো জীবনে যদি এমনটা মনে হয় কেন বড় হইলাম ঘুম আসতেছেনা অনেক দেরি হইতেছে তার জন্য আমার বেস্ট সলিউশনঃবিয়ে করলে তিনমাস ঘুমানোর ইচ্ছা করবে না গল্প করেই কাটিয়ে দিতে পারবেন। তাই পিছনে আর না তাকিয়ে বিয়ে করে ফেলেন।ছেলেমেয়ের স্কুলে যাওয়া দেরি হয়ে জাইতেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুর মিয়া তুমি কোন টপিকস থেকে কোন টপিকসে চলে যাও৷ মাথায় সমস্যা আছে৷ নিজে বিয়ে করে সংসারি হও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বিয়ে হইতে এখনো ৬ বছর ভাই 😆
বিয়ে করে আমাদের উৎসাহিত করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চা নিব কইদিন পর মিয়া৷ বাচ্চা নেওয়ার উৎসাহ দিতে হবে। তাড়াতাড়ি বিয়া করো। বাচ্চা নাও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো। স্কুল জীবনটা আমার সবচেয়ে সুখের সময় ছিল। তখনকার অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। তখন ভাবতাম যখন আরো বড় হবো তখন জীবন গুলো অনেক সুখের হবে,কিন্তু এখন বুঝতেছি তখনকার ভাবনাটা ভুল ছিল। শুভ কামনা রইল ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ পোস্ট করেছেন ভাইয়া। আপনার এই পোস্টটি দেখে বেশ ভালই লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালোবাসা অবিরাম ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। ছোটবেলার সাথে বড়বেলার অনেক পার্থক্য রয়েছে। এটা আমরা বড় হলে কঠোর ভাবে বুঝতে পারি। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ যত ছোট থেকে বড় হয় ততই তার জীবনের পার্থক্য শুরু হতে থাকে। এটাই প্রকৃতির নিয়তি।ছোটবেলা যেরকম ছিল এখন তা অন্যরকম হয়ে গেছে।খুব সুন্দর লিখেছেন ভাই আপনার সম্পর্কে ছোটবেলা সম্পর্কে। দারুন লিখেছেন ধন্যবাদ আপনাকে পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@toufiq777 ভাই আমার আইডির কি সমস্যা হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit