ইফতারী আইটেম "ডিমের চপ"steemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago 

আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777

আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

ইফতারী আইটেম "ডিমের চপ"

দীর্ঘ ১ বছর পর আবারো চলে এল রমজান মাস৷ ছিয়াম সাধনার মাস হলো রমজান মাস৷ এই মাস আমাদের মুসলমানদের জন্য অনেক গুরত্বপূর্ণ। রমজান মাসে আমরা ৩০ দিন রোজা রাখি৷ রোজা বলতে ভোর রাতে ভাত খেয়ে সারাদিন না খেয়ে থাকর পর সন্ধ্যায় ইফতারী করা৷ এই ইফতারীকে কেন্দ্র করে প্রতিটি ঘরে ঘরে নানান ধরণের খাবার তৈরি করা হয়৷ বাজারে গেলে নানান ধরণের খাবার চোখে পরে৷

IMG_20230324_192751.jpg

ইফতারিতে সকলেই চায় মজার মজার খাবার খেতে। ইফাতরীতে ভাজাপোড়া মানুষ খেতে বেশি ভালোবাসে৷ আজ প্রথম রোজা৷ আমার মা বাড়িতেই খাবার রান্না করেন। কোন এক কারণে তার মন খারাপ তাই আমাকে দুপুর বেলা বলেছিলেন বাজার থেকে ইফতারির কিছু আইটেম কিনে আনতে৷ আমি তখন বলছিলাম যে বিকালে যাবো বাজারে৷ তাই যথারীতি আছরের নামাজ মসজিদে আদায় করে বাজারে গেলাম৷ আজ বাজারে প্রচন্ড ভির ছিলো। হোটেল গুলোর সামনে দোকনদাররা বিভিন্ন ধরণের ইফতারীর আইটেম নিয়ে বসে আছেন৷ আমি একটি দোকান থেকে আমার প্রয়োজনীয় জিনস গুলো কিনলাম৷ এক দোকানে দেখলাম৷ তারপর অর্ধেক সিদ্ধ ডিম দিয়ে ডিমের চপ বানিয়ে সাজিয়ে রাখছেন৷ আমি সেটি দেখে কিছু ছবি তুলে রাখলাম।

IMG_20230324_192837.jpgIMG_20230324_192900.jpg

বাজারের তৈরি খাবার দেখতে সুন্দর হলে স্বাস্থকর নয়৷ আমি এসব খাবার তেমন একটা খাই না৷ বাড়িতে মা বানালে তখন খাই৷ বাইরের তৈরি কোন খাবার আমি খাই না৷ ডিমের চপ গুলো দেখতে ভালোই লাগতেছিলো৷ তাই ছবি গুলো তুলছিলাম।

image.png


Vote for @bangla.witness

ধন্যবাদ
@toufiq777

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান মাস সিয়াম সাধন মাস। প্রথম রোজ এত সুন্দর ভাবে গেছে বুজতেই পারিনাই দিনটি তারাতাড়ি পার হয়ে যাবে। রোজার মাসকে সামনে রেখেই দোকান গুলো হরেক রকমের ইফতারি নিয়ে বসে থাকে। ইফতারি গুলো আসলেই খুব লোভনীয় হয়। আপনার পোস্ট পড়ে ভাল লাগল ভাই। শুভকামনা রইলো।

ধন্যবাদ

প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা নিবেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। সারাদিন রোজা রাখার পর ইফতার হল রহমত।আমরা নানারকম চপ দিয়ে ইফতার করে থাকি, বিশেষ করে ডিমের চপ খেতে অনেক সুস্বাদু লাগে। বাজারে নানা রকমের চপ পাওয়া যায় তবে এগুলো স্বাস্থ্যসম্মত নয়। মায়ের হাতের ইফতার ই সেরা। তবে রমজান মাসকে কেন্দ্র করে বাজারে হোটেলগুলোর সামনে দোকানিরা হরেক রকমের ইফতার নিয়ে বসেছে, যেগুলো লোভনীয়। আপনি ডিমের চপ নিয়ে অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই।আল্লাহ আমাদের রোজা কবুল করুক আমিন । অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই ডিমের চপ নিয়ে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা নিবেন

ধন্যবাদ ভাই

আপনি অনেক সুন্দর ছবি তুলেন তা আপনার ছবি দেখে বুঝতে পারা যাইতেছে। রমজান মাসে এত সুন্দর খাবার কোন কোন মাসে পাওয়া যায়না। সবথেকে বেশি ভালো মানের পাওয়া যায় ভাজাপোড়া খাবার গুলো। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া এখন সুন্দর করে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

Loading...

মাহে রমজানের শুভেচ্ছা। ইফতারের সময় সবাই চায় মজার মজার খাবার খেতে। ইফতারের সামনে আসলে রোজাদার খুব খুশি হয়। ইফতারের সময় আমরা অনেক রকম চপ দিয়ে ইফতারি করে থাকি। ডিমের চপ দেখতে খুব ভালোই লাগতেছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে মনে হয়। আপনি ডিমের চপ নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন ভাই। ধন্যবাদ

ধন্যবাদ

আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান আল্লাহ তা'আলা যেনো আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের রোজা কবুল করুক।

ধন্যবাদ

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন।
রমজান মাস উপলক্ষে খুব সুন্দর ইফতারি রেসিপি তৈরি করেছেন দোকানদার ও ব্যবসায়ীরা । এবং আমরা সাধারণ মানুষ
সে গুলো ইফতারের জন্য খাচ্ছি । খুব সুন্দর ডিমের চপের ছবি তুলেছেন এবং অনেক সুন্দর পোস্ট করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ

ইফতারী আইটেম ডিমের চপ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।ডিমের চপ আমার অনেক পছন্দের একটি খাবার। এটি একটি সাস্থসম্মত খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাস হলো অন্যান্য মাসের তুলনায় উত্তম। এই মাসে ধনী থেকে শুরু করে গরিব মানুষেরা ও ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে। আর এই রমজান মাসে হাটে-বাজারের দোকান গুলোতে বিভিন্ন ধরনের লোভনীয় সব খাবার পাওয়া যায়। বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও হরেকরকমের চপ। তবে ডিমের চপ খেতে অনেক ভালো ও মজাদার। ডিমের চপ নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ,
@siza

ধন্যবাদ

ডিমের চপ সব সময়ই পাওয়া যায়। এটি রমজান মাসে ইফতারের একটি রেসিপি। খেতে অনেক সুস্বাদু । আমি কালকেই খেয়েছি। ডিমের চপ ছাড়া মনে হয় ইফতার অসম্পূর্ণ। আপনি অনেক সুন্দর ভাবে ডিমের চপগুলোর ছবি তুলেছেন। লোভনীয় একটি খাবার ডিমের চপ সম্পর্কে অনেক সুন্দর তথ্য তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

ইফতারি আইটেমের ডিমের চপ আসলেই খুব সুন্দর। ডিমের চপ খেতে এমনিতেই ভালো লাগে তার ওপর এখন রমজান মাস ইফতারের সময় যদি ডিমের চপ থাকে তাহলে তো আরো ভালো হয়। রমজান মাসে বিভিন্ন রকম খাবার বানানো হয় তার মধ্যে এই ডিমের চপ হলো অন্যতম। খুব সুন্দর লিখেছেন ভাই ছবিগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

ইফতারের জন্য তৈরি করা এই ডিমের চপগুলো দেখতে মালাইকারি মিষ্টির মত দেখা যাচ্ছে। রোজার দিন ইফতারের ডিমের চপ ছাড়া ইফতারি জমেই না।এই ডিমের চপগুলো অর্ধেক করেই বানানো হয়। ধন্যবাদ ভাইয়া এই পোস্টটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।