MUSIC FOR STEEM"TOR MONER PINJIRAY" COVER BY @nahin550

in hive-137433 •  4 years ago 

Hi
I am nahin550.

I'm really excited about the song. It's one of my favorite

I've tried my best. Hope all of you will like this song.

Here is the link.

Lyrics:
আরে যার কারনে ছাড়লাম আমি
জগৎ সংসার,
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার ।
আমার দুঃখে কাঁদে আকাশ,
কাঁদে রে জমিন ।
নির্দয়া তুই পাষান বন্ধু
এত রে কঠিন ।
তোর মনের পিঞ্জিরায়,
তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন,
পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ ।
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ ।
জ্বলে নেভে জোনাকি
দিয়ে যায় আলো ।
তুই ছাড়া একলা আমি
কেমনে থাকি ভালো?
এই ভরা জোছনায়
তুই কার পাশে!!
কার বুকেতে মাথা রাখিস

কারে ভালোবেসে?
তোর মনের পিঞ্জিরায়,
তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন,
পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ ।
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ ।

এই রঙের দুনিয়ায়
আমার চাওয়ার কিছু নাই ।
রোজ আসরে চাইবো তোরে
খোদার খাজানায় ।
তখন যদি হায়
তোরে না পাই!!
নিজের জীবন বৃথা ভাববো
করার কিছু নাই ।

My friend @hrhabib hope you will enjoy this track. I know it's your favorite.

@musicforsteem & @steemcurator01, @steemcurator02 a special thanks to you for supporting us as always. ❤️ U 🎶🎵

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!