welcome to my steemit blog।
গান আমাদের প্রাণের স্পন্দন। সবাই গান ভালোবাসে।পৃথিবীতে হাজার হাজার গানের মধ্যে উল্লেখযোগ্য গান হল, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নাম জানা অজানা অসংখ্য বাংলা গান রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের।বিভিন্ন ধরনের পেশার মানুষ বিভিন্ন ধরনের গান পছন্দ করে থাকে।
বন্ধুরা আজ আমি যে গানটি আপনাদের সামনে গেয়ে শোনাবো সেটি আমার একটি জনপ্রিয় এবং আমার খুব পছন্দের গান। সোশল বন্ধুরা শুরু করা যাক আমার প্রিয় গানগুলো গানটি।।।
মন পাখি
রাজিব সাহা,
আমার মন পাখি তুই উরে গেছিস বলে
আমার প্রাণ খাঁচাটা একা একা দুলে
তোর সুখের 16
তোর মায়ার পালং
দেখে করে মন আনচান
এই আকাশ রেখে
গেলে খাঁচা ফেলে
পাখিরে তুই বড় বেইমান
আমার মন পাখি তুই
উরে গেছিস বলে
আমার প্রাণ খাচাটা
একা একা জলে
(চলে যদি যাবে ভালবাসলে কেন)?
ha ha ha. It is neither song nor poetry?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit