★W3W:https://w3w.co/merited.sculptures.stretching
এই ছোট ছেলে গুলো এখানে ঘোড়ার গাড়ি বানিয়ে খেলছে।সামনে থাকা ছেলেটি ঘোড়া,আর পিছনে নিচে থাকা দুইটা ছেলেকে ঘোড়ার গাড়ি বানিয়েছে। আর সবার উপরে বসে থাকা ছেলেটি এই ঘোড়ার গাড়ি চালাচ্ছে।এরকমভাবে ঘোড়ার গাড়ি বানানো আমি আগে কখনো দেখিনি।
★W3W:https://w3w.co/weary.misconduct.headpieces
এই তিনটা ছেলে, উপর থেকে বালি গড়িয়ে নিচের খাঁদটি ভোরছে। এইখানে এক ট্রাক বালি ফেলা হয়েছে।এই এক ট্রাক বালি তিনটা ছেলে, কোঁদাল এর মাধ্যমে উপর থেকে,বালি গড়িয়ে খাঁদটি ভোরছে।
★W3W:https://w3w.co/newscaster.sanding.camcorder
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট,ছোট, ছেলেরা স্প্রাইট এর বোতলের মুটকি,জ্যামিতি বক্স, এবং ছোট কাঠের টুকরা দিয়ে গাড়ি বানিয়ে খেলছে।এই গাড়িগুলো নিয়ে ছোট ছেলেদের খেলা দেখতে খুব ভালো লাগছিল।
★W3W:https://w3w.co/slightly.dimples.oceans
এখানে এই ছেলেটি বেঁকে যাওয়া লোহার দন্ড গুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করছে। এই লোহার দন্ড গুলো যতক্ষণ সোজা না হবে,ততক্ষণ এই ছেলেটি হাতুড়ি দিয়ে লোহার দন্ড গুলো পিটাতেই থাকবে।
★W3W:https://w3w.co/crashed.moreover.separately
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,দুইটা লোক এই ভ্যানের উপর অনেক গুলো বাঁশ একসাথে সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে।দুই জন লোকের মধ্যে সামনে থাকা লোক ভ্যানটি কে চালাচ্ছে।আর পেছনে থাকা লোক ভ্যানটিকে ঠেলছে।
★W3W:https://w3w.co/repress.buzz.electrified
এটি একটি চায়ের দোকান।এখানে সকালে এবং বিকেলে চা বিক্রি করে।এই ছবিতে দেখতে পাচ্ছেন এই লোকটি চায়ের কেটলিতে করে গরম পানি অন্য পাত্রে ঢালছে।
★W3W:https://w3w.co/beards.slotted.merry
এই লোকটি পাশের একটা মাঠ থেকে সরিষা তুলে, বড় একটা দড়িতে করে অনেকগুলো সরিষা একসাথে বেঁধে,মাথার উপর উঠিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে।
★W3W:https://w3w.co/spacesuit.extradite.duet
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,একটি মিষ্টির দোকান।এই মিষ্টির দোকানটি তে বিভিন্ন ধরনের মিষ্টি,সন্দেশ,ইত্যাদি বিক্রি করা হয়।এই দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং সারাদিন এই দোকানে মিষ্টি বিক্রি করা হয়।
★W3W:https://w3w.co/podcast.crowned.approximates
এখানে একটি সমিলের পাশে কাঠের গুড়ি গুলো সারি সারি রাখা হয়েছে।এই কাঠের গুড়ি গুলো সমিলে প্রয়োজনে মাপ অনুযায়ী কেটে আসবাবপত্র তৈরীর জন্য প্রস্তুত করা হবে।
★W3W:https://w3w.co/tomorrow.cults.pickled
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন,একটি লোক ঝালমুড়ি বিক্রি করছে।এই লোকটি মানুষের চাহিদা অনুযায়ী ঝালমুড়ি বিক্রি করে থাকে।এখানে এই লোক ছোট ছেলেটির কাছে ঝালমুড়ি বিক্রি করছে।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit