এক সময় সাইরা নরসিমহা রেড্ডি দক্ষিণে ঝড় তুলে ছিলো । সাইরা নরসিমহা রেড্ডি প্রথম চার দিনে 61 কোটি টাকা আয় করে ছিলো। সাইরা নরসিমহা রেড্ডি এই মুভির মুল কাহেনী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গজে উঠেছিলেন।
সাইরা নরসিমহা রেড্ডি দেশ প্রেম ছবি।যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবর একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।তেমনি সাইরা নরসিমহা রেড্ডি স্বপ্ন দেখছিলো স্বাধীন সার্বভৌম দেশ।
সিপাহী বিদ্রোহের নায়ক নরসিমহা রেড্ডি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ
যেমনঃ-
1.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের শাসনের বিরুদ্ধে আন্দলন করেছিলেন / নরসিমহা রেড্ডি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গজে উঠেছিলেন।
2.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশ ও ভাষার জন্য যোদ্ধ করে ছিলেন / নরসিমহা রেড্ডি দেশ ও ভাষার জন্য আন্দলন ও যোদ্ধ করে ছিলেন।
আমার রেটিং:
★★★★★ (5/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুণমান:★★★★★ 5/5
মুভি থেকে ইনকাম:★★★★★ 5/5
কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুঝতে পারলামনা আর একটু বুঝিয়ে বলোন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit