Steem Bangladesh এর সকল মেম্বার আসসালামু আলাইকুম। এখন কম্পিউটারের যোগ।সমগ্র প্রাথিবীতে কম্পিউটার ব্যবহার হচ্ছে। পরো বিশ্বে কম্পিউটারের চাহিদা দিনে দিনে বাড়ছে। এখন অন্ন্যত পযুক্তি ব্যবহার করে সকল জায়গায় কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। প্রাথিবীতে বড় বড় ব্যবসায় বাণিজে, কলকারখানাই, চিকিৎসাবিজ্ঞানে, ব্যাংক অফিস আদালত. মহাকাশ গবেষণা, বিমান চলাচল, ইত্যাদি এ গুলো কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। ব্যবসায় বাণিজ্যের কাজে ব্যালেস্ন সীট, হিসাবরক্ষন, আয়-ব্যয় ইত্যাদি কম্পিউটার দ্বারা দ্রুত করা যায়।
কম্পিউটার দিয়ে দ্রুত ও সহজে করা সম্ভব গ্রাফিস্ক ডিজাইন, গবেষণা রিপোর্ট, বই, চিঠিপএ, সংবাদপএ ইত্যাদি। এখন বর্তমানে কম বেশি সব জায়গাই কম্পিউটার ব্যবহার করা হয।
আমার সামগ্রিক রেটিং
★ ★ ★ ★ (4/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুণমান ★★★★ 4/5
কম্পিউটারের কাজ ★★★★★ 5/5
দাম ★★★★ 4/5
কম্পিউটারের রিভিউ হবে ভাই. কম্পিউটার বানান হয়নি। ভাই ভালো পোষ্ট হলে কেমন ভোট দেয় sumi94 আইডিটা দেখেন।কালকে প্রথম পোষ্ট করছে।রেপুটেশন ৪৩ হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটিতে চলমান কনটেস্টগুলোতে পার্টিসিপেট করতে হবে। সর্বদা অরজিনাল কনটেন্ট শেয়ার করার চেষ্টা করুন। Newcomers community তে বেশ কিছু গাইডলাইন দেয়া আছে, সেগুলো ফলো করে পোস্ট করার চেষ্টা করুন।
Link - https://steemit.com/trending/hive-172186
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit