🎶🎸||MUSIC:VITA NAIRE MATI NAIRE_SONG🎶||COVER-By@ahosan01(09-05-2021)♨️🎸🎶

in hive-138339 •  4 years ago 

* আসসালামু আলাইকুম।👳‍♀️

* সকল সঙ্গীতপ্রেমী বন্ধুদেরকে জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

  • আপনারা কেমন আছেন?আশা করি আপনারা অনেক অনেক ভাল আছেন।সেই সাথে আমিও অনেক ভালো আছি।আপনাদের মহৎ ভালোবাসায়।

  • আমি মোঃ আহসান হাবীব।আমি @steem-bangladesh কমিউনিটির একজন ভক্ত প্রেমী মেম্বার।

  • আমার steemit আইডির নাম@ahosan01, আজকে আমি আবারও আপনাদের মাঝে মিউজিক টপিকস নিয়ে উপস্থিত হয়েছি।

  • আজকে আমি আপনাদের মাঝে একটি অতি পরিচিত জনপ্রিয় গান শেয়ার করব।আশা করি আমার গানটি আপনাদের মনে অনেকটা সাড়া জাগাবে।

  • আমার গানটি বাংলাদেশ সিনেমার একটি ট্রাজেডি সম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী গান।বাংলা সিনেমা💜" ইতিহাস"💜এই সিনেমার একটি জনপ্রিয় গান।

  • এই সিনেমাটির পরিচালক "কাজী হায়াৎ "বাংলাদেশের একটি সাড়াজাগানো পরিচালক। খুবই সুন্দর সুন্দর সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তারি আবিষ্কৃত সিনেমার মধ্যে একটি অন্যতম সিনেমা" ইতিহাস "।

  • তার আবিষ্কৃত সিনেমায় তিনি নিজেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং তার কনিষ্ঠ সন্তান কাজী মারুফ এই সিনেমাতে একটি ট্রাজেডি সম্পন্ন অভিনয় করেছেন। যা আমাদের মাঝে অনেকটা সাড়া জাগিয়েছেন।

  • এই ইতিহাস সিনেমাটি আমাদের খুবই প্রিয় একটি সিনেমা এবং আরো প্রিয় এই সিনেমার গানটি। কাজী মারুপ যখন তার দুঃখ ক্রান্ত ভরা মন নিয়ে অভিনয় করছিলেন, ঠিক তখনই গানটি গাওয়া হয়।গানটির নাম 💜"ভিটা নাইরে, মাটি নাইরে, ভাঙ্গনে ভাঙ্গা গেছে ঘর" ।💜

  • এই গানটি মূলত গিয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক "কুমার বিশ্বজিৎ "যিনি দীর্ঘদিন ধরে অনেক ভালো ভালো গান আমাদেরকে উপহার দিয়েছেন। তার অনেক উন্নত মানের গানের মধ্যে ইতিহাস সিনেমার এই একটি গান। খুবই বিখ্যাত একটি গান যা আমরা অনেকেই গানটি ভালোবাসি।

  • এই গানটি বাংলাদেশের বিখ্যাত শিল্পী কুমার বিশ্বজিৎ তার সুরেলা কন্ঠে গেছেন যা আমরা খুবই মুগ্ধ হয়েছি গানটি শুনে।

  • তাই আমি আপনাদের মাঝে অল্প কিছু বিনোদন দেয়ার আশায় এই গানটি নিয়ে উপস্থিত হয়েছি।যদিও আমি প্রফেশনাল কোন শিল্পী নয়।তার পরেও আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে, আমার গানটি আপনারা উপভোগ করবেন এবং আমাকে উৎসাহ জাগাবেন। যাতে আগামীতেও আপনাদের মাঝে ভালো ভালো কিছু গান শেয়ার করতে পারি।

* তাহলে চলুন গানটি শুরু করা যাক... ⤵️

*ভিডিও লিংক..⤵️

*LYRICS :⤵️🔛

               🎶মূল গান🎸

        ♨️ভিটা নাইরে,মাটি নাইরে♨️

★ভিটা নাইরে, মাটি নাইরে,ভাঙ্গনে ভেঙ্গে গেছে ঘর।

আমার আপন বলতে আমি ছাড়া, সবাই এখন পর।

হো আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস ২ঐ

★ আমার দুঃখ.. কলিজাতে,আর মাংস রক্তকণায়, আমার মত জনম দুঃখী, ভবে বুঝি একটা গো নায়।২

★ আমার জীবন ক্যালেন্ডারে, নাই বছর নাইরে মাস, এটাই নতুন ইতিহাস।

ভিটা নাইরে, মাটি নাইরে,ভাঙ্গনে ভেঙ্গে গেছে ঘর
আমার আপন বলতে আমি ছাড়া, সবাই এখন পর।

হো আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস।

★ মাগো তোরী গর্ভে আমায়, কেন করেছিলি ধারন, আমি পাই না তো হায় খুঁজে, এই বেঁচে থাকার কারণ। ২

★আমার সকল পরীক্ষাতে, ফেল করলাম করে পাশ, এটাই নতুন ইতিহাস।

ভিটা নাইরে, মাটি নাইরে,ভাঙ্গনে ভেঙ্গে গেছে ঘর
আমার আপন বলতে, আমি ছাড়া, সবাই এখন পর।

হো আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস।২

* আমার পোস্টটি পরিদর্শন করার জন্য সকলকে জানাই, আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন।🔚

    ★★★STEEM-BANGLADESH★★★

Thanks all..
@ahosan01

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ গান,মুগ্ধ হয়ে শুনলাম।

Thank u so much.

Khub sundor hoise vai

Thanks brother

আপনার গানের গলা অনেক সুন্দর। বিশেষ করে আগেরকার গানগুলো আপনার গলায় ভাল মানায়। সুন্দর হয়েছে।

Thanks brother. To encourage me.

Wow sundor

Thank u so much brother. To visit my post

মারাত্মক গেয়েছেন... খুবই ভালো লাগলো গানটি শুনে

Thanks brother. Congratulations to you for visiting my post.