King CobrasteemCreated with Sketch.

in hive-138339 •  last year 

সাপ অনেক ভয়ংকর ও বিপদজনক প্রাণী৷ সাপ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে৷ সাপ ছোট বড় মাঝারী বিভিন্ন আকৃতির হয়ে থাকে৷ সাপ খাওয়া যায়৷ অনেকে সাপ খায়৷ সাপের বিষয় দিয়ে ঔষধ তৈরি করা হয়৷ সাপের বিষ দিয়ে নেশাজাতীয় দ্রব্য তৈরি করা হয়৷ বিদেশের মানুষ সাপের মাংস বাজারে বিক্রি করেন৷ বাইরের দেয়ে সাপের বাজার আছে৷ আমাদের দেশে এমনটা নাই৷ তবে পাহাড়ী অন্চলে ব্যঙ দেখতে পাওয়া যায়৷ সাপ অনেকে পুষেন৷ অজগর টাইপের সাপের বিষ থাকে না৷ এই সাপ গুলো বড় আকৃতির হয়৷ আমি চিড়িয়াখানায় অজগর সাপ দেখেছিলাম৷ কিং কোবড়া বিষধর সাপ৷ আমাদের এই দিকে কিং কোবড়া দেখতে পাওয়া যায়৷ এই সাপ লম্বার ১০-২০ ফুট হয়ে থাকে। এই সাপ গুলো কালো হয়৷ এই সাপ জমিতে দেখতে পাওয়া যায়৷ এই সাপ ইঁদুর খেয়ে থাকে৷ তাই জমিতে দেখা যায়৷


Pixabay

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!