সকালবেলা
সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নেই।এরপর আমি আমার পড়ার টেবিলে আসি। এরপর কিছুক্ষন পড়তে থাকি।পড়ার ফাকে নাস্তা করে ফেলি। এরপর আমাদের বাড়ির বাইরে ঘুরতে যাই।সেখানে কিছুক্ষন ঘুরাঘুরি করি এবং ছোট বাচ্চাদের খেলাধুলা করার সময় ছবি তুলে নেই।তারপর যাই কচুরিপানা পুকুর খালে।সেখানে গিয়ে ছবি তুলি।
Plus code:MXC7+55
দুপুর বেলা
এরপর আমার বন্ধু সৈকত তার মার্কশীট নিতে খোলাহাটিতে যাবে এই জন্যে আমাকে ফোন করে।আমি রেডি হয়ে যাই।গিয়ে তাদের স্কুল ক্যান্টঃ বোর্ডে যাই।সেখানে গিয়ে কিছু ছবি তুলি। তারপর স্টেশনে আসি।এসে সেখানে কিছু ছবি তুলি।এরপর কিছুক্ষণ অতিবাহিত করার পর আমরা একটা ভ্যান নিলাম। তারপর বাসা আসতে লাগলাম। মাঝপথে এসে ভ্যান থামিয়ে আমরা ২ টা ঠান্ডা কিনে নিলাম। আর খেতে খেতে বাড়ি আসলাম।
Plus code:MX3H+V2
বিকেলবেলা
বিকেলবেলা আমাদের বাড়ির পাশের মহাসড়ক হাটতে যাই।সেখানে আরমান আমি আর মনির একসাথে ঘুরতে যাই।আর বেস কিছু ছবি তুলি।রাস্তার পাসে বট গাছের সাথে কিছু ছবি তুলি।সেখানে একটা পীরের মাজার রয়েছে।সেখানে গিয়ে একটু ঘুরাঘুরি করি।
Plus code:MX97+F2
সন্ধাবেলা
এরপর আমি বাসায় আসি।এসে দেখতে পাই বাসার সামনে ছোট ছেলেগুলা গুলি দিয়ে খেলছে।সাথে সাথে তাদের ক্যামেরা বন্দী করি।এরপর আমি বাজার যাই।সেখানে গিয়ে আমার বন্ধু তাজউদ্দীন এর সাথে দেখা।স্কুল মাঠে কিছুক্ষণ আড্ডা দেই।এরপর নাস্তা করে আমরা বাড়ির পথে রউনা করি।
Plus code:MXF7+3H
রাত্রিবেলা
এরপর প্রতিদিনের মতো আমি পরিবারের সবার সাথে বসে খাওয়া দাওয়া সেরে নেই।এরপর আমি আমার রুমে যাই।গিয়ে যথারীতি পড়ার টেবিলে গিয়ে পড়তে বসি।মাঝে মাঝে একটু ফেসবুকে ঢকে রিফ্রেশ করে নেই।এভাবে আমার পড়া হয়ে গেলে আমি লাইট নিভিয়ে দিয়ে,ফ্যান অন করে, মশারী টাঙিয়ে দেই। এরপর ঘুমিয়ে পড়ি। আর এভাবে আমার একটা সুন্দর দিনের সমাপ্তি ঘটে।
Plus code: MXC7+55
আমার চারজন ভিনদেশী বন্ধু @ana07 @happy01 @galca এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!
Congratulations! Your quality content qualifies the Steem Global Curators guidelines.
Your post is upvoted using the @steemcurator06 account by @juichi. Continue making quality content for more support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit