একজন শিক্ষার্থী তার পড়ার টেবিলে রাতের বেলা পড়াশোনা করছে।তার টেবিলে নানান রকমের বই, খাতা, লাইট এবং গ্লাসের মধ্যে কফি রয়েছে।সে বই পড়ছে আর তার মা এসে তার ঘর প্রদক্ষিণ করে যাচ্ছে যে ছেলেটা ঘুমাইছে নাকি জেগে আছে? ফোন চাপতিছে নাকি বসে আছে? এমনকিছু দেখতেই মুলত ঘরের মধ্যে মায়ের এন্ট্রি হয়।যেমনটা সচরাচর আমার হয়ে থাকে।তো চলুন ছবি আকার ধাপগুলি দেখে আসি-
ধাপঃ১
প্রথমেই সঠিক মাপের ধারণা পাওয়ার জন্য আলতো করে চেয়ার,টেবিল আর ছেলেটির চিত্র আকি।যেহেতু প্রথমে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই খুব নমনীয়ভাবে আকতে হবে
ধাপঃ২
এরপর দরজার ছবি এবং দরজার মধ্যে মায়ের দাড়িয়ে থাকার দৃশ্যটি আমি। ঠিক পূর্বের মতোই আলতোভাবে।
ধাপঃ৩
এরপর চারদিকে বর্ডার দেই এবং সকল আলতো করে আকা আর্টগুলো ডেবে গাঢ় করে আকি।
ধাপঃ৪
এরপর মেঝেতে এবং মায়ের পোশাকে রঙ করি।
ধাপঃ৫
তারপর চারিদিকে বর্ডার দিয়ে নীল রঙ করি।আর পুরো ছবিতে সুন্দর করে যেখানে যেটা দরকার সেই রঙ করি।
ধাপঃ৬
তারপর কমিউনিটির নিয়ন অনুসারে আমার আকা ছবিটির সাথে একটা ছবি তুলে নেই।ব্যাস হয়ে গেলো। এভাবেই আমার চিত্রাঙ্কন সম্পন্ন হয়ে গেলো।
আমার দুইজন ভিনদেশী বন্ধু @ana07 এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!
ওয়াও অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। সত্যিই অসাধারণ হয়েছে।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো প্রসংশার জন্য 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit