ছবিঃ১
এই ছবিটি দিনাজপুরের রেল স্টেশনে তোলা। কোন কারনে দিনাজপুরে যাই এবং ততক্ষনাত দেখি যে স্টেশনে প্রচুর ভীড়। সবাই ট্রেনের অপেক্ষা করছে।আমি সেখানে একটা ছবি তুলে নেই।
ছবিঃ২
এই ছবিটি সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির পাশ দিয়ে যাওয়ার সময় ক্যাপচার করা হয়।
ছবিঃ৩
যদিও সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের প্রবেশপথের কোন ছবি তুলতে দেয়া হয় না।তবুও আমি ঝুকি নিয়েই সৈয়দপুর সেনানিবাসের ছবি তুলি।
ছবিঃ৪
Trast technical Training Institute, saidpur এর পাশে দিয়ে যাওয়ার পথে এই ছবি তোলা হয়।
ছবিঃ৫
এটি একটি হোটেলের ভিতর থেকে তোলা ছবি।সৈয়দপুরএর কোনো এক হোটেলে খাওয়ার পর এই ছবিটি তুলি।
ছবিঃ৬
এটিও সৈয়দপুর এর একটি শিক্ষাপ্রতিষ্ঠান এর ছবি।
ছবিঃ৭
এই ছবিটি পার্বতীপুর টু সৈয়দপুর সড়কের মাঝপথে একটা আমের বাজারে তোলা হয়।
ছবিঃ৮
এটিও ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পাশের একঅটি ভবন।
ছবিঃ৯
এই ছবিটি দিলাফরোজা মেমোরিয়াল হাস্পাতালের। এটি তার পাশ্ববর্তী একটা ভবন থেকে তোলা হয়।
ছবিঃ১০
কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় এই ছবি তোলা হয়।এই যায়গাটি একটি ফাকা যায়গায় স্থাপিত হয়।এটি একটি সরকারি স্থাপনা।
আমার দুইজন ভিনদেশী বন্ধু @ana07, @yeri52, @nanidi, @carlaisl এবং @margoth কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit