Steem Bangladesh Contest - Seasonal Fruit || 20% beneficiaries goes to - @steemit-bd || by @alamin000 || club5050

in hive-138339 •  2 years ago  (edited)

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @alamin000 🇧🇩 বাংলাদেশ থেকে


আশাকরি সবাই ভালোই আছেন। Steem Bangladesh কর্তৃ্ক আয়োজিত seasonal fruit contest এ অংশ গ্রহণ করতে যাচ্ছি।বর্তমানে যে মৌসুম চলতেছে প্রকৃতপক্ষে এটা হলো নানান ফলফলাদিতে ভরা মৌসুম। গ্রীষ্মের এর দিনে আম, জাম,কলা, কাঠাল,পেয়ারা, ডালিম সব ফলের সমারোহ সৃষ্টি হয়।বাংলাদেশের আবহাওয়া হলো উর্বর। সকল ফলে রয়েছে অস্বাভাবিক মিস্টি আর অসম্ভব স্বাদ। যেগুলো সব দেশের মাটিতে সচরাচর দেখা যায় না।আজকে আমি আমাদের আশেপাশের মৌসুমি ফলগুলোর ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আজকে সারাদিন আমি যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করেছি চলুন সেগুলো দেখে আসা যাক-

IMG_20220607_135010.jpg

Location :MXC8+Q2


🥝কাঠাল🥝


বাংলাদেশের জাতীয় ফল হলো কাঠাল।আর এই কাঠাল আপনা আপনি থেকে জাতীয় ফল হয়নি।তার বাহ্যিক সৌন্দর্য, ভিতেরর সৌন্দর্য, পুষ্টিগুন, উতপাদন সবকিছু বিবেচনা করেই এটি সকল ফলকে পিছনে ফেলে মর্যাদা লাভ করেছে জাতীয় ফলের।দেহ কাটার মতো খোসা দিয়ে আবৃত, ভিতরে কোয়া দিয়ে পরিপূর্ণ থাকে।কোয়ার ভিতর বীজ থাকে।খোসা গবাদি পশুকে খাওয়ানো যায়,কোয়া মানুষের খাবার হিসেবে ব্যাবহৃত হয় আর বীচি রান্না করে খাওয়া যায়।এতো গুন থাকার কারনে এটি জাতীয় ফল।


IMG_20220607_135038.jpg

Location: MXC8+Q5


🥭আম🥭


আম বর্তমানে সকল মানুষের প্রিয় ফল।বাংলাদেশে ৮০ ভাগ আমের জোগান দেয় রাজশাহী জেলা।তাই এটিকে আমের সহর বলে অনেকেই চিনে।আম ফল খুব সুস্বাদু এবং পুষ্টিকর।আমের নানান জাত রয়েছে।এর মধ্যে হাড়িভাঙা, ফজলি, আমরুপালি উল্লেখযোগ্য।

IMG_20220607_135136.jpg


Location: MXC8+W5


🍐পেয়ারা🍐


আম-কাঠালের পাশাপাশি পেয়ারাও বর্তমানে মানুষের পছন্দের তালিকায় যায়গা করে নিয়েছে।পেয়ারাতে পর্যাপ্ত পরিমানে ভিটামিন থাকে।পেয়ারার খোসাতেও প্রচুর পরিমানে ভিটামিন থাকে। বর্তমানে অনেক বড় জাতের পেয়ারা দেখা যায়।তবে আমাদের বাড়িতে যেটা আছে সেটা দেশী জাতের পেয়ারা।

IMG_20220607_133148.jpg


Location:MXC8+X4


🍒ডালিম🍒


ডালিমের বাহিরে যেমন সৌন্দর্য তেমনি ভিতরে দানাগুলোর সৌন্দর্য রয়েছে।খেতেও অনেক সুস্বাদু। বর্তমান বাজারে ডালিমের মূল্য অনেক হওয়া সৎ্বেও ডালিমের অনেক চাহিদা।গোলাকৃতির এই ফল্টির দানাগুলো ডায়মন্ড এর মতো চকচকে।আমাদের বাসার ডালিমের গাছটি ১ বছর আগে লাগানো।এইবার ৪ টি ডালিম ধরতে।

IMG_20220607_132709.jpg


Location: MXC8+M3


আমার চারজন ভিনদেশী বন্ধু @ana07 @happy01 @galca এবং @yeri52 কে এই contest এ পোস্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। please post in this contest!


*****ধন্যবাদ *****

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

আপনার একাউন্ট এ স্টিম থাকার পরেও আপনি ১ মাসে ১ স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ বৃদ্ধি করুন। ধন্যবাদ

দুঃখিত! আমি এখনি পওয়ার আপ করতেছি।