The Dairy Game : Day 8 | 18-08-2020

in hive-138339 •  4 years ago  (edited)

বেশকিছু হলো আমার মনটা পুরোদিন খারাপ যায়।
এর কারণ মনে হয় একটাই।
সেটা হলো ভোরে না উঠতে পারা আর ফজরের নামাজ জামাতে না পড়তে পারা।
আল্লাহ আমাকে মাফ করুক।
আর আগামীকাল থেকে ভোরেই ওঠার তৌফিক দান করুক।
যাইহোক, আজকেও ঘুম থেকে উঠেছি দেরী করে।
আজ আমার বড় ভাইয়ের টিমের খেলা ছিল টুর্নামেন্টে।
যার কারণে সকালে না খেয়েই মাঠে চলে গেছি খেলা দেখতে।
ভাইয়াদের আজ উইন হয় আলহামদুলিল্লাহ।
কাল আমাদের টিমের খেলা।
দেখা যাক কি হয়।
যাইহোক তারপর সেখানে খেলা দেখা শেষ করে বাড়ি আসতেই একবন্ধুর সঙ্গে দেখা।
তার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিলাম বাড়ির সামন।
IMG20200817WA000301.jpeg

তারপর বাড়ি এসে গোসল করে বিশ্রাম।
আজ বাড়িতে কিছু মেহমান এসেছিল।
তাই আজ ভালোমন্দ রান্না হয়েছিল আলহামদুলিল্লাহ।
সেসব খেয়ে আবার বিশ্রাম।
তারপর বিকেলে আছর নামাজ পড়ে আবার মাঠে গেলাম।
বিকেলে আমাদের অনেক জুনিয়র একটা টিমের খেলা ছিল সিনিয়র ভাইদের টিমের সাথে।
20200818_17062101.jpeg

সিনিয়র টিম অনেক রান টার্গেট দিলেও জুনিয়র টিমের একটা ছেলেই পুরো ম্যাচ জিতে দেয়!
সেই একাই ৭৫ রান করে অপরাজিত ছিল!!

20200818_18212301.jpeg

তারপর খেলা দেখা শেষে আমার বন্ধু নাহিদ আর আমি বাইক নিয়ে কিছুক্ষণ ঘুরি, সূর্যাস্ত দেখি তারপর মাগরিব নামাজ পড়তে চলে যাই মসজিদে।
20200818_18564201.jpeg

তারপর নামাজ শেষে স্টেশনে চলে যাই।
সেখানে সব বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আর নাহিদ লাইন ধরে হাটতে শুরু করি।
কারণ আমাদের বসে থাকতে ভালো লাগছিল না।

তখন হঠাৎ এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়।

সেই ভাই অসম্ভব ভালো একজন মানুষ।
সে আগে নিজের মা,বোনের দেখভালের জন্য চুল কাটতো।
তাকে একটা মেয়ে ভালোবাসতো।
ভাইও সেই মেয়েকে অসম্ভব ভালোবাসতো।
কিন্তু বিয়ের সময় যখন আসে তখন সেই মেয়ে ভাইকে তার কাজের জন্য বিয়ে করতে পারবে না জানিয়ে দেয়।
সেই ভাই এখন মোটামুটি সফল একজন ব্যবসায়ী এবং তার এক ছেলেও আছে।
আর সব থেকে বড় কথা হলো উনি এখন নিজের স্ত্রী হিসেবে যাকে পাইছে এমন ভালো মেয়ে এ-ই যুগে লাখে একটা পাওয়া যায়।

যাইহোক তারপর কিছুক্ষণ ওই ভাইয়ের সাথে কথা বলে হাটতে শুরু করি।
তারপর নাহিদ চলে যায়।
আর আমি নামাজ পড়ে বাড়ি চলে আসি।
বাড়ি এসে খাওয়াদাওয়া করি সবাই একসঙ্গে।
তারপর সবাই অনেকক্ষণ আড্ডা দেই।

তারপর এখন ঠিক করেছি কাল ফজরে উঠতেই হবে।

উঠবো ইংশা-আল্লহ!

শুভ রাত্রি সবাইকে 💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post was very beautiful.

follow @steemitblog

Thanks

Please follow the rules and guideline from steemit blog
1000 DAYS OF STEEM : Day 14 - The Diary Game Season 2 - FINAL Rules & Guidelines
The mistakes in your post are:

You did not specify your country's name in the tag.

Hi @algalib !
Please use #bangladesh country name tag in your first 5 tag.

Congratulation for your supporting team. By the way where this field is located? is it close to your home?

#onepercent

#bangladesh

greeting from @tarpan

Gaibandha

Please edit the tag list.