20-08-22
Saturday
আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি
MY DIARY
•Q958+R8 Dhaka
সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না।কারণ আগের দিন রৌদ্র অনেক থাকলেও সেই তুলনায় ওয়েদারটা বেটার।টেম্পারেচার কম তাই অলসতাও পেয়ে বসেছে।কিন্তু কিছুক্ষন ওয়েট করার পর বেড ত্যাগ করলাম।অলসতাকে প্রশ্রয় দিলে তা আরো পেয়ে বসে।বেড থেকে উঠেই রুম গুছিয়ে চলে গেলাম অন্যান্য দিনের মতো শাওয়ার নিতে।শাওয়ার নিয়ে রুমে এসে কিছুক্ষণ চুল শুকিয়ে দেন নাস্তা করার পালা।
•Q958+R8 Dhaka
ভাবলাম আজ রুটি আর বিফ দিয়ে নাস্তাটি সেড়ে ফেলি।যেই ভাবা সেই কাজ।ফ্রীজ থেকে মাংস বের করে তা গরম করে নিলাম।মাংসটি ভেজে ভেজে কালা ভুনার মতো হয়ে গিয়েছে।খেতেও অনেক মজা।সো,আমি রুটি ও বিফ দিয়ে নাস্তা সেরে নিলাম।নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নেই।রেস্ট করে এতটু অনলাইনে ঢু মারি।কিছুক্ষণ স্ক্রল করার পর এতটু বই নিয়ে বসি।এটা ওটা করতেই দুপুর গড়িয়ে আসে।
•Q958+R8 Dhaka
বাসায় কিছুক্ষণ ভিডিও কলিং এ টাইম স্পেইন্ড করি।কথা শেষ করে দুপুরের লাঞ্চের টাইমে ডাইনিং এ গিয়ে লাঞ্চ করে নেই।আজকের মেনু ছিলো মুরগীর মাংস,ডাল এবং সবজী।খাবার খেয়ে রুমে এসে রেস্ট করি।একটু শরীরটআ দুর্বল বোধ হচ্ছে।বেসিক্যালি বিকেলে ঘুমানোর স্বভাব নেই আমার।বাট মনে হচ্ছে আজকে একটু হাল্কা ঘুম দিতে হবে।সো,বিকেলে আমি প্রায় দেড় ঘন্টা ঘুমাই।
Q958+R8 Dhaka
Q958+R8 Dhaka
ঘুম থেকে উঠে বাসার নিচে মানুষের গেঞ্জাম শুরতে পাই।জানালা দিয়ে দেখি কিছু ছেলেপেলে আতশবাজি করছে।আকাশে মেঘ ও করেছে।এই বুঝি বৃস্টি নামবে নামবে ভাব।আমি জানালা দিয়ে তাদের ছবিতুলার ট্রাই করি।পরে ফ্রেশ হয়ে বিকেলের নাস্তা সেরে নেই।রাতে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত একটি নাটক দেখি।
Q958+R8 Dhaka
নাটকের স্ক্রিনশর্ট
আমার পছন্দের একজন পরিচালক উঁনি।উঁনার সব নাটক ই আমার ভালো লাগে।আজকের টিও বেশ ভালো।নাটকটির নাম হলো-"অদ্ভূত তো আপনি".নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা এবং খাইরুল বাশার।
ধন্যবাদ সকলকে আমার ডাইরিটি পড়ার জন্য।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রুটি হচ্ছে আমার সবচেয়ে অপছন্দের খাবার আর বিফ হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার।🙄😑
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভাল্লাগে দু'টোই 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে মনে হচ্ছে রান্না অসাধারণ হয়েছে।
নেকস্ট টাইম দাওয়াত দিতে ভুলিয়েন না আপু😋
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিফ মানেই তো দারুন ভাইয়া।ওকা দাওয়াত দিবো নেক্সটে 😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🥰🥰🥰😋😋😋😋
সে আশায় রইলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit