আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি
Diary
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেড গুছিয়ে নাস্তা করে নেই।দেন নিজের কাজে মনোনিবেশ করি।সকাল ১০টার দিকে শাওয়ের কম্প্লিট করে কিছুক্ষণ রেস্ট করে রেডি হই কারণ বিন্তুর সাথে একটু নীলক্ষেতে যেতে হবে।তাঁর নাকি কিছু বই কেনার আছে।
তো,আমি রেডি হয়ে প্রোয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে নিচে নেমে রিক্সার জন্য ওয়েট করি।রিক্সা পেয়ে গেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাই।
বাস স্ট্যান্ডে বিন্তুর জন্য ওয়েট করি।কিছুক্ষণের মাঝেই আমরা একত্রিত হই।টেম্পারেচার অনেক হাই এর মাঝে পাবলিক ট্রান্সপোর্ট।গরমে আর বাসে যাত্রীর ভীরে আমাদের দশা বারোটা টাইপ আরকি।তবুও ভাগ্য ভালো তেমন জ্যামে পরিনি আজকে।
আমরা নীলক্ষেত পৌছে যাই।নীলক্ষেত মামুন ভাইয়ের দোকানেই সচরাচর বই কেনা হয়।তাই আমরা ওখানেই গেলাম।কিন্তু লাইব্রেরী পর্যন্ত যেতে আমাদের বলা চলে একপ্রকারে যুদ্ধ করে যেতে হয়েছে।প্রচন্ড ল্যাবেলের ভীর লাইব্রেরী গুলোতে।যাই হোক অবশেষে দোকানে পৌঁছে আমরা বই নেয়া শেষ করে একটু ভেতরের দিকর যাই।কারণ ছোট ভাইয়ের ক্লাস ৮ এর গাইড নিতে হবে। আমরা দু-তিনটা প্রকাশনীর বই চেইক করে পাঞ্জেরী গাইডের টোটাল সেট টা নিয়ে নিলাম।আর ওর জন্য একটা গ্রামার বই নিলাম।বই নেয়া শেষ হলে আমরা মামাকে বললাম রশিদ করে দিতে আর বইগুলো বেধে দিতে।
দেন আমরা টাকাকা পে করে বিদায় হলাম।আবার সেই যুদ্ধ করে কের হতে হলো।রোড ক্রস করে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম।কিছুক্ষণ পর বাস পেয়ে গেলাম।দেন স্ট্যান্ডে পৌছে নেমে যাই।সে আমাকে লান্সের অফার করে।নিষেধ করেও শুনেনি।দেন দুজনে একটা হোটেল & রেস্টুরেন্টে চেইক করি দুপুরের কি কি হবে?
কাচ্চি বিরিয়ানি আর তেহরি হবে।একটি কাচ্চি,একটি তেহেরি, কোক,জর্দা ওর্ডার করে ওয়েট করি।কিছুক্ষণ পর ওয়েটার খাবার সার্ভ করেন।আমরা লান্স শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বিদায় নেই।
I would like to mention @nellita66 & @ana07
for participate this contest.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা মানেই জ্যামের যুদ্ধ। অনেক বই কিনেছেন। ভালো ডায়েরি লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks a bunch vaia 💜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit