ব্যর্থতা বলতে এই পৃথিবীতে কিছুই নাই। চাইলেই সবকিছু সম্ভব ✊✊✊

in hive-138339 •  3 years ago 

Nothing is impossible in the world


Steem Bangladesh কমিউনিটির সকল সদস্যদের প্রতি আমার সালাম রইলো।
আমার নাম আশিক বাবু। আমি steemit এ নতুন এসেছি। আমি বাংলাদেশের রংপুর জেলায় বাস করি। আমার বাবার নাম আনিসুল ইসলাম মায়ের নাম রুমানা আক্তার। আমি একজন ওয়েবসাইট ডেভেলপার। আমার বয়স মাত্র ১৬ বছর। আমি Steem Bangladesh কমিউনিটির পিন পোস্ট দেখে বুঝতে পারলাম Steem Bangladesh কমিউনিটির বর্তমান অবস্থাতে যে কমিউনিটির পাশে থাকবে সেই Steem Bangladesh কমিউনিটির সত্যিকারের বন্ধু। আমি Steem Bangladesh কমিউনিটির সাথে থাকবো।

do-the-impossible-limitless-motivation-LoQArMcsVmS-5jysClT4f01.1400x1400.jpg

image source

এই পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই চাইলেই মানুষ সব কিছু করতে পারে। এই পৃথিবীর সর্বোশক্তিমান প্রাণি হচ্ছে মানুষ। মানুষ চাইলেই সব কিছু করতে পারে। মানুষের দ্বারা সব করা সম্ভব। পৃথিবীতে মানুষ কত কিছুই না করেছে। পাখির মতো ডানা না থাকার পরেও পাখির চেয়েও দ্রুত উড়তে সক্ষম হয়েছে। পৃথিবীর এক প্রান্তে থেকে অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। পৃথিবীতে বসবাস করে পৃথিবীর বাইরের গ্রহ উপগ্রহে পৌঁছাতে সক্ষম। এছাড়াও আরো কত কি। যেখানে পৃথিবীর অন্য প্রাণি আজো আগুন জ্বালাতে সক্ষম নয় সেখানে মানুষ আজ কতোই না উন্নত। আজ থেকে কয়েক শত বছর আগে মানুষ এতটাও উন্নত ছিলো না । পৃথিবীর এক স্থানের মানুষ পৃথিবীর অন্য স্থানের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতো না। না ছিলো ভালো যানবাহন ব্যবস্থা না ছিলো ভালো খাবার ব্যাবস্থা না ছিলো ভালো পরিবেশ। মানুষ তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে আজ কতই না উন্নত হয়েছে। কত সুন্দর তাদের জীবন ব্যবস্থা। মানুষ তাদের মেধা কে কাজে লাগিয়ে আজ এতো উন্নত হয়েছে।

আমরা মানুষ আমাদের দ্বারা কিছুই অসম্ভব নয়। আমরা চাইলেই সবকিছু করতে পারি। আমাদে শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর ধর্য্য

আমরা আমাদের কমিউনিটিকে আবার আগের অবস্থানে দাড় করাবই

ইনশাআল্লাহ

সফলতা আমাদেরই জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!