dairy game.

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমি ও আল্লাহর রহমে ভাল আছি।

আমি আজকে স্টিম বাংলাদেশ কমিউনিটির "dairy game" কন্টেস্টের মাধ্যমে সারাদিনের কর্মকান্ডওকাজগুলো ডায়েরি লেখার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের "dairy game" টি সবার ভাল লাগবে।

               সকাল

সকালবেলা সবার হয়তো মায়ের ডাকে ঘুম ভাঙ্গে কিন্তু আমার বেলায় সেটা ভিন্ন হতোবা সে ভাগ্য আমার নেই তাইতো আমার মোবাইলের এলার্মের ডাকে ঘুমটা ভেঙ্গে যায়।এরপর শুরু হয় জীবন যুদ্ধ উঠেই রান্না করা। রান্না করেই গোসল তারপর একটু খেতে না খেতেই কাজে যাওয়ার এলার্ম বেজে ওঠে চলে যাই কাজের উদ্দেশ্যে। কাজে যাওয়ার সময় দেখি জেলের মাছ ধরছে জাল দিয়ে তখন তাদের মাছ ধরার একটা ছবি তুলি।
B612_20210815_171650_641.jpg
অফিস যাওয়ার পর দেখি মুখের মাস্ক নেই তাড়াতাড়ি করে একটি কাপড় কেটে মাস্ক বানিয়ে তারপর কাজ শুরু করি।আমার বানানো মাস্ক এর কিছু ছবি
![2021-08-14-18-57-41.jpg](https://cdn.steemitimages.com/DQmRpr9JLCJ3Le8mYvR2BctThhecD3qnSPDEdJnz

2021-08-14-19-00-22.jpg

2021-08-14-18-55-59.jpg

                 দুপুর

কাজ করতে করতে কখন যে দুপুরের খাওয়ার সময় হয়ে যায় বুঝতেই পারিনি তাই তাড়াতাড়ি মেশিন থেকে উঠে দৌড় দেই বাসার দিকে খাওয়ার জন্যে।খাওয়া শেষ করে আবার কাজের উদ্দেশ্যে রওনা দেই পথিমধ্যে আমার বাসার কাছে একটি গাছে খুব সুন্দর একটি ফুল ফুটেছে দেখেই ভাল লাগলো তাই তার সৌন্দর্যের একটা ছবি তুললাম।
2021-08-15-13-47-36.jpg
এরপর আবারো কর্মস্থলেরদিকে চলতে শুরু করলাম। তারপর আবারো কাজ আর কাজ।

                 বিকেল

আর দশটা মানুষের মত আমার বিকেলটা ভিন্ন। কবে শেষ বিকেল বেলায় ক্রিকেট খেলছি আমার মনে নেই তাইতো আর বিকেল বেলার কথা মনে করে মনটা খারাপ করিনা।
অবশেষে রাত ৮ টা বেজে ছুটির পালা। হুড়োহুড়ি করে বাসায় আসলাম এসে দেখি কেউ আমার জন্য রান্না করে রাখেনি। কেই বা রান্না করবে রান্না করার মত কেউতো আমার বাসায় নেই।তাই আবার শুরু করে দিলাম রান্না করার কাজ।অবশেষে রান্না করে শরীরটা ফ্রেশ করে দেখি বিছানাটা এলোমেলো হয়ে আছে বিছানাটা গুছিয়ে গাছিয়ে রেখে খেতে বসলাম।খাওয়া শেষে আল্লাহর নামে ঘুমিয়ে পড়লাম।
আশা করি সবার ভাল লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথম ছবিটি অনেক সুন্দর হয়েছে।

Follow deis..r vote o deis