Steem Bangladesh Contest || The Diary Game || 17th September 2022.

in hive-138339 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আমি আজকে দি ডায়েরি গেম কনটেস্টে অংশগ্রহণ করতেছি



আমার ডায়েরি





তারিখঃ ১৫-০৯-২০২২ ইং





সকাল



20220915_125418.jpg

কচু পাতায় জল

  • Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প

শুভ সকাল প্রতিদিনের মত আজকেও আমি ঘুম থেকে উঠে, বাথরুমে গিয়ে, ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে, সকালের খাবার খেয়ে নেই। এরপর আমি বেসিনের সামনে গিয়ে ব্রাশ হাতে নিয়ে আমার দাঁত ব্রাশ করি। আমি প্রতিদিন খাবারের পর দাঁত ব্রাশ করে নেই। এরপর আমি কিছু সবাই বসে থাকি আমার ঘরের ভিতরে এরপর আমি বাহিরে চলে যাই।এরপর আমি আমার বাড়ির সামনে কিছু সময় দাঁড়িয়ে থাকি।এরপর আমি মাছের জন্য কিছু খাবার নিয়ে আমার বাগানে চলে যাই।পুকুরে মাছ ছেড়ে দেওয়ার পর থেকে তেমনভাবে খাবার দেওয়া হয়না তাই ভাবলাম একটু খাবার নিয়ে যাই।আমি বাগানে গিয়ে পুকুরে মাছের খাবার গুলো দিয়ে দেই।এরপর আমি বাগানে কিছু সময় বসে থাকি।বাগানে বসে থাকার সময় আমার সাথে আরো কয়েকজন এলাকার ছেলে চলে আসে এবং আমি তাদের সাথে বাগানে বসে আড্ডা দিতে থাকি । সকালবেলা আকাশ মেঘলা ছিলো তবে বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছিল না । আকাশে মাঝে মাঝেই কালো মেঘ দেখা যাচ্ছিল। এভাবে আমার সকালবেলা বাগানে কেটে যায়।





দুপুর



20220915_125053.jpg

পানি কচুর ফুল

  • Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প

দুপুরবেলা আমি জমিগুলো দেখার উদ্দেশ্যে বাহির হয়ে যাই বাগানে থাকা অবস্থায়। আমি জমিতে যাওয়ার সময় আকাশের অবস্থা মোটামুটি ভাল ছিল। গত দুই দিন সারাদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছিল। আমি আমার সবগুলো জমি দেখার উদ্দেশ্যে আজকে বের হই।আমি প্রথমে কিছু জমি দেখে আরেকগুলো জমি দেখার জন্য চলে যাই। কিন্তু সে জমিতে যাওয়ার আগেই আকাশে কালো মেঘে ছেয়ে যায় এবং বৃষ্টি পড়তে শুরু করে এবং আমি আবার বাগানের দিকে চলতে শুরু করি। বাগানে চলে আসতে আসতে আমি কিছুটা বৃষ্টিতে ভিজ যাই।এরপর আমি বাগানে এসে গাছের তলায় লুকিয়ে থাকি যাতে বৃষ্টি কম পরে আমার গায়ে। এভাবে বাগানে কিছু সময় থাকার পর আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাই। আমি বাড়িতে গিয়ে বাথরুমে গিয়ে গোসল করে আমার ঘরে চলে আসি এবং আমি আমার দুপুরে খাবার শেষ করে বিছানায় শুইয়ে আমার প্রয়োজনীয় কাজ সেরে নেই অনলাইনে। এরপর আমি একটু ঘুমিয়ে নিই আজকের আবহাওয়াটা ঠান্ডা তাই আমার ঘুম চলে আসছিল।



বিকাল



20220915_122254.jpg

পোকা

  • Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প

বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নে। এরপর আমি একটু বসে থাকি আমার ঘটে এরপর আমি বাইরে চলে যাই, এবং বাইরে গিয়ে বাড়ির সামনে কিছু সময় দাঁড়িয়ে থাকি।এরপর আমি আমার বাড়ির পাশে রাস্তায় চলে যাই এবং রাস্তায় একটি ব্রিজে বসে থাকি। এখানে অনেকেই বসে থাকে এবং আড্ডা দেয় আমি তাদের সাথে কিছু সময় গল্প করে সময় কাটিয়ে নেই।এভাবে আড্ডা দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে আসে তখন আমি আমার বাড়িতে চলে আসি।বাড়িতে এসে আমি আবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই এবং বাহিরে চলে যাওয়ার জন্য রেডি হই।



রাত



20220711_193925.jpg

সন্ধা বেলা

  • Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প

সন্ধ্যা বেলা আমি বাড়ি থেকে বের হয়ে পাশের এলাকার যে দোকানটিতে বসে আড্ডা দেই, এই দোকানটিতে চলে যাই এবং সবার সাথে বসে আড্ডা দেই এবং হালকা নাস্তা করে নেই।টিভিতে সবসময় খেলা চলে তাই এখানে সবাই খেলা দেখার জন্য ভিড় জমায়। আমিও তাদের সাথে কিছুক্ষণ খেলা দেখি।কিছু সময় দোকানে সবার সাথে আড্ডা দিয়ে থাকি। দোকানে আড্ডা দেওয়া হয়ে গেলে আমরা আবার রাস্তার পাশে চলে আসি এবং রাস্তার পাশে বসে থাকি সবাই একসাথে। এভাবে বসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকি এবং বেশিরভাগ সময় আমাদের ধানক্ষেত নিয়ে আলোচনা হয়। এভাবে বেশ কিছু কিছু সময় কাটানোর পর আমরা বাড়ির দিকে চলে আসি। আমি বাড়িতে এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার ঘরে এসে রাতের খাবার খেয়ে নেই। রাতের খাবার খাওয়া হয়ে গেলে আমি বিছানায় শুয়ে থাকি কিছু সময় এবং আমার মোবাইল ফোন হাতে নিয়ে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় চ্যাটিং করি নেই।এরপর আমি অনলাইনে এসে কিছু সময় গান শুনি এবং ভিডিও স্ট্রিমিং করতে থাকি। এভাবে রাত গভীর হয়ে গেলে আমি ঘুমিয়ে পড়ি।

বন্ধুরা এই ছিল আমার আজকের দিনটি, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।



এই কনটেস্টে এই বন্ধুদের অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।

@husaini

@richy20



ধন্যবাদ সবাইকে



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow you really have a nice day thanks for for inviting me

Thank you.

you are welcome

আপনার ডায়েরি পোস্ট পড়ে ভাল লাগল। আপনি পুকুরে মাছ ছেড়েছেন এরপর মাছের খাবার দিয়েছেন সব মিলেই সারাদিন ব্যস্ত দিন কাটিয়েছেন। তবে লেখার সাথে ছবির মিল থাকলে ভাল হবে ভাই।চেষ্টা করেন লেখার সাথে ছবি মিলিয়ে দেয়ার। আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ।

Thank you.

Congratulations, your post has been upvoted by @campingclub Community Curation Trail. Many Thanks for Witness Vote! Best Regards Camping Club Steemit Community on Steem With that in mind, happy blogging
CCS
Manually curated by @visionaer3003
https://steemlogin.com/sign/account-witness-vote?witness=visionaer3003&approve=1
https://steemitwallet.com/~witnesses

Thank you.

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words618
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER: