Steem Bangladesh Contest Art

in hive-138339 •  2 years ago  (edited)

হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত আর্ট কনস্টেট এ অংশ নিতে যাচ্ছি। আমি আজকে একটি দেয়াল ওবিড়ালের দৃশ্য অঙ্কন করতে যাচ্ছি চলুন তাহলে শুরু করে যাক।
আমার তৈরি আর্টঃ
IMG_20220914_073241.jpg

প্রয়োজনীয় উপকরনঃ
পেন্সিল
রাবার
রং পেন্সিল, কাটা কম্পাস
ও সাদা কাগজ।
IMG_20220914_065428.jpg

ধাপ-০১


সর্বপ্রথম আমি একটি সাদা কাগজ নিলাম। তারপর আমি কাটা কম্পাস দিয়ে একটি বৃত্ত আট করলাম।

IMG_20220914_065443.jpg

IMG_20220914_065554.jpg

ধাপ-০২


তারপর সেই বৃত্তের মাঝখানে স্কেলদিয়ে কয়েকটা সোজা করে দাগ টেনে নিলাম। এভাবে বৃত্তের মাঝে দাগ টেনে নিলাম। তারপর পেন্সিল দিয়ে দাগ গুলো একটু কালো করে নিলাম।

IMG_20220914_065903.jpg

IMG_20220914_070144.jpg

ধাপ-০৩


তারপর একটা একটা করে সেই দাগের মাঝে একটা করে দাগ টেনে নিলাম। এভাবে সব গুলো দাগ গুলো একটা একটা করে নিলাম।

IMG_20220914_070244.jpg

IMG_20220914_070629.jpg

ধাপ-০৪


তারপর এভাবে সব গুলো দাগ টেনে নেওয়া পড়ে আমি হালকা করে কালো করে নিলাম।
IMG_20220914_070857.jpg

ধাপ-০৫


তারপর ছোট্ট ছোট্ট করে দাগ টানা গুলো ছোট্ট ছোট্ট গোল করে নিলাম।
IMG_20220914_070937.jpg

IMG_20220914_071106.jpg

ধাপ-০৬


তারপর উপরে একটা অর্ধেক ছোট্ট করে গোল করে নিলাম।
IMG_20220914_071325.jpg

ধাপ-০৭


তারপর একটি বিড়ালের দৃশ্য অঙ্কন করলাম। তার চোখ কান মুখ নাখ অঙ্কন করে নিলাম।
IMG_20220914_071939.jpg

ধাপ-০৮


তারপর সেগুলো পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম।
IMG_20220914_072320.jpg

ধাপ-০৯


তারপর তার পাশে একটি ছোট্ট করে টপ গাছের দৃশ্য অঙ্কন করে নিলাম।
IMG_20220914_072524.jpg

ধাপ-১০


তারপর উপরে একটা গাছের দৃশ্য অঙ্কন করে নিলাম। গাছের ডালপালার দৃশ্য অঙ্কন করে নিলাম। তারপর পেন্সিল দিয়ে হালকা করে কালো করলাম।
IMG_20220914_073211.jpg

ধাপ-১১


অবশেষে তৈরি হয়ে গেলেও আমার তৈরি আর্টটি।তারপর আর্টটির সাথে একটা সেলফি তুলে নিলাম।

IMG_20220914_073241.jpg

IMG_20220914_073331.jpg

ধন্যবাদান্তে
@chaitanno000

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words251
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER: