হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত আর্ট কনস্টেট এ অংশ নিতে যাচ্ছি। আমি আজকে একটি গোমীন দৃশ্য অঙ্কন করতে যাচ্ছি চলুন তাহলে শুরু করে যাক।
আমার তৈরি আর্টঃ
প্রয়োজনীয় উপকরনঃ
পেন্সিল
রাবার
রং পেন্সিল
ওসাদা কাগজ।
ধাপ-০১
সর্বপ্রথম আমি একটি সাদা কাগজ নিলাম। তারপর সেই কাগজ সর্বপ্রথম একটি স্কুল দিয়ে সোজা একটা দাগ টেনে নিলাম।
ধাপ-০২
তারপর দাগের সাথে দুটো ঘরের দৃশ্য অঙ্কন করে নিলাম। তারপর সেই ঘরের দরজা জানলা তৈরি করে নিলাম।
ধাপ-০৩
তারপর ঘরের সাথে একটু আঁকাবাকা করে দাগ টেনে নিলাম।
ধাপ-০৪
তারপর ঘরের উপরে সোজা করে দুই পাশে দুটি দাগ টেনে নিলাম।
ধাপ-০৫
তারপর দাগের মাঝ খানে একটি পুলের দৃশ্য অঙ্কন করে নিলাম। তারপর পুলের আরেক পাশে একটি বাড়ি আর্ট করে নিলাম।
ধাপ-০৬
তারপর ঘরের সাথে একটা গাছের দৃশ্য অঙ্কন করে নিলাম। তারপর ঘরের আরেক পাশে আর একটি গাছের দৃশ্য অঙ্কন করে নিলাম।
ধাপ-০৮
তারপর পুলের সাথে একটি ছোট্ট গাছের দৃশ্য অঙ্কন করলাম।তারপর পুলের সাথে আর একটি গাছ দৃশ্য অঙ্কন করে নিলাম।
ধাপ-০৯
তারপর সব গুলো গাছকে পেন্সিল দিয়ে কালো করে নিলাম।
ধাপ-১০
তারপর ঘর গুলোকে পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম।
ধাপ-১১
তারপর কিছু পানির দৃশ্য অঙ্কন করে নিলাম। তৈরি হয়ে গেলেও আমার তৈরি একটা গ্রামীন দৃশ্য।
আমন্ত্রণ জানায়
@cocomuff
@nooruleman
ধন্যবাদান্তে
@chaitanno000