নবমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম
আমি @chaitanno000 from Bangladesh
আজ বৃহস্পতিবার ।
১৪ অক্টোবর ২০২১ ।
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।
সকাল বেলা
আমি আজকে সকাল সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠলাম। তারপর আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি একটু খানি ব্যায়ম করলাম। তারপর আমি সকালের ব্যায়ম টা শেষ করে আমি সকাল বেলায় দাঁত ব্যারাস করলাম। তারপর আমি দাঁত ব্যারাস শেষ করে করে আমি সকাল বেলায় কিছু তখন মোবাইল টা নিয়ে ফেসবুকে ঢুকলাম ।তারপর সেখানে কিছু সময় পাড় করলাম। তারপর আমি সকালের নাস্তা করলাম। তারপর আমি নাস্তা শেষ করে আমি একটু দোকানের পাড়ে এলাম। দোকানের পাড়ে এসে বসলাম। তারপর সেখানে বসে আমি কিছু তখন সময় পার করলাম। তারপর আমি সেখান থেকে একটু বের হলাম।তারপর আমি তারপর কিছু ছবি তুলার জন্য এলাম। তারপর আমি কয়েক টা ছবি তুলাম।
Device : VIvo Y20
https://maps.app.goo.gl/6yuoX48UXUnPDaxK8
ছবি তুলা শেষ করে আমি বাড়িতে চলে এলাম। তারপর বাড়িতে এসে আমি হাতমুখ ধুলাম। হাতমুখ ধুয়ে আমি দশটার দিকে খাওয়া করলাম। তারপর আমি খাওয়া শেষ করে আমি কিছু খন বিশ্রম করলাম। তারপর আমি একটু খানি দোকানের পাড়ে এলাম। সেখানে কিছু তখন সময় পার করলাম। কিছু তখন পর দুপুর হয়ে গেল।
দুপুর বিকাল বেলা
আজকে পূজা দেখার জন্য প্রগাম করলাম। তাই দোকানের পাড়ে থেকে তারাতাড়ি করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দুপুরের গোসল টা করে নিলাম। তারপর আমি দুপুরে কিছু খাওয়া করলাম। তারপর বাড়ি থেকে বের হলাম পূজা দেখার জন্য। পূজা দেখার যাওয়ার আগে কিছু ছবি তুলাম। তারপর রওনা দিলাম পার্বতীপুর পূজা দেখার জন্য। আজকে মহা নবমী। তাই দুপুরের পূজা দেখার জন্য বের হলাম।। চলে আসলাম পার্বতীপুর সেখানে কিছু খন কিছু পূতিমা দেখলাম। তারপর কিছু ছবি তুলাম। কিছুখন পর বিকাল ঘনিয়ে এলো।
Device : VIvo Y20
https://maps.app.goo.gl/gsBoKb5m9fw73yBW8
তারপর আমরা পার্বতীপুর থেকে আবারও মা দূর্গাকে দেখার জন্য আবারও রওনা দিলাম। ভবের বাজার। এ-ই ভবের বাজারে সব থেকে এবং ব্যয় বহুল পূজা হয়ে থাকে। তাই আমি রওনা দিলাম ভবের বাজারে দিকে। সেখানে গিয়ে আমি কিছু ছবি ধারণ করলাম। সন্ধ্যা হয়ে গেল।
Device : VIvo Y20
https://w3w.co/nosing.needed.languishes
সন্ধ্যা, রাত
ভবের বাজারে গিয়ে আমি অনেক কিছুর ছবি তুলাম। আজকের দিনে আমি অনেক খুশি। তারপর ভবের বাজার থেকে আমি আবারও রওনা দিলাম। আজকে আমি রাত বারোটা পর্যন্ত মাঝে দূগাকে দর্শন করে করবও। আজকে দিনটা যেন অনেক আনন্দে কাঠতেছে। এক বছর পারে আবারও এই দিনটি ফিরে পাব।তাই আমি সকালকে জানাই শুভ নবীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ডাইরি গেম টা শেষ করলাম। (শুভ রাত্রি)
Device : VIvo Y20
https://w3w.co/nosing.needed.languishes
আজ আর নয় এখানে আমি আমার ডায়েরী গেমটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you
From,
@chaitanno000