Diary Game Season 3 || 30/10/2021 || 18% To Steem Bangladesh and 2% To BD Charity

in hive-138339 •  3 years ago 


হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আমি @chaitanno000 from Bangladesh
আজ শনিবার।
৩০অক্টোবর২০২১।
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।

সকাল বেলা

আমি আজকে সকালে ঘুম থেকে ছয়টার উঠলাম।তারপর আমি ঘুম থেকে উঠে আমি কিছু খন ব্যায়াম করে নিলাম। তারপর আমি ব্যায়াম শেষ করে আমি সকাল বেলায় দাঁত ব্যারাস করলাম। তারপর আমি সকালের দাঁত ব্যারাস টা করে আমি সকালের কিছু নাস্তা করলাম।তারপর আমি সকাল বেলায় কিছুখন বই পরলাম। তারপর আমি সকালের বইপড়া শেষ করে আমি বাড়ির থেকে একটু খানি দোকানের পারে চলে এলাম। তারপর আমি দোকানের টংগে বসে আমি কিছু সময় কাটালাম।তারপর আমি দোকানের পারে থেকে একটু খানি বাহিরে গেলাম। তারপর আমি বাহিরে এসে সকাল বেলায় কিছু ছবি তুলাম।



শিমুলের উপর প্রজাপতি

device vivo y20
https://w3w.co/restructure.feckless.post

তারপর আমি ছবি তুলা শেষ করে বাড়িতে চলে এলাম। তারপর আমি বাড়িতে এসে হাতমুখ ধুলাম তারপর আমি বাড়িতে এসে খাওয়া করলাম। তারপর কিছু খন বিশ্রম নিলাম। তারপর আমি বাড়িতে কিছু খন কাজ করলাম। কিছু খন পর দুপুর হয়ে এলেও।

দুপুরবেলা

বাড়ির কাজ শেষ করে আমি দুপুরে গোসল টা সেরে নিলাম। তারপর আমি দুপুরে গোসল শেষ করে আমি দুপুরে খাওয়া করলাম। তারপর আমি খাওয়া শেষ করে আমি দুপুর বেলায় একটা ঘরে গেলাম কিছু খন বিশ্রম নিলাম।আজকে ফুটবল খেলা দেখার জন্য ঘুম পড়লাম না।আমি মোবাইল কিছু খন like app ডুকে কয়েকটা ভিডিও।তিনটার দিকে বিছানা থেকে উঠলাম।



বিকাল সন্ধ্যা

বিছানা থেকে উঠে আমি ফ্রেস হলাম। তারপর আমি ফ্রেস হয়ে আমি বাড়ি থেকে দোকানের পারে এসে বসলাম। তারপর দোকানের পারে এসে টংগে বসে কিছু খন সময় কাটালাম। দোকানের পারে থেকে আমি খেলা দেখার জন্য বের হলাম সাড়ে তিনটার দিকে। চলে এলাম জমির হাট স্কুল মাঠে আজকে স্কুল মাঠে ফুটবল খেলায় যে দুটি দল অংশ নিতে যাচ্ছে তারা হলেন নিলফামারী খেলোয়াড় সংঘ vs রংপুর খেলোয়াড় সংঘ। আজকে খেলায় বিজয় অর্জন করেছে নিলফামারী। ২-১ গোলে বিজয় অর্জন করেছেন নিলফামারী।খেলা দেখে খুব আনন্দ পেলাম। বিকাল বেলায় টা সুন্দর ভাবে কাটিয়ে গেল। খেলা দেখা শেষ করে আমি মাঠে বসে কিছু খন সময় কাটালাম তারপর আমি মাঠ থেকে বাজারে এলাম। তারপর বাজারে এসে আমি কিছু নাস্তা করলাম। তারপর আমি বাজার থেকে বাড়িতে চলে এলাম।



স্কুল মাঠ



খেলার পতাকা



মাঠে একটি সেলফি

device vivo y20
https://w3w.co/drummed.impinging.songs
মাঠের ছবি ও লোকেশন।

রাত

বাজার থেকে আমি বাড়িতে এসে হাতমুখ ধুলাম তারপর আমি হাতমুখ ধুয়ে ঘরে গিয়ে রাতে কয়েক ঘন্টা বই পরলাম। তারপর আমি রাতে বই পড়া শেষ করে আমি রাতে খেতে চলে এলাম। তারপর আমি রাতে খাওয়া করলাম তারপর খাওয়া শেষ করে আমি রাতে একটু খানি হাটাহাটি করলাম তারপর আমি ঘরে গিয়ে বিছানার শুয়ে পরলাম। বিছানায় শুয়ে রাতে বেলায় কয়েক টা গান দেখলাম তারপর আমি মোবাইল টা চার্যে লাগিয়ে ঘুমিয়ে পরলাম শুভ রাত্রি।


গানের স্কীনশট

আজ আর নয় এখানে আমি আমার ডায়েরী গেমটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you
@chaitanno000

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!