হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি।@steemitblog ঘোষণা করেছেন #steemaward2021 আ্যাওয়ার্ড দিবে। সেরা লেখক, সেরা অবদানকারী এবং সেরা সম্প্রদায়কে। এবছর অনেকে অনেক ভালো কাজ করেছেন। নিচে সেরাদের নিয়ে আমি আমার মতামত প্রকাশ করছি।
সেরা কমিউনিটি: Steem Bangladesh
এই কমিউনিটি বাংলাদেশের প্রথম সফল কমিউনিটি। আমার স্টিমিট যাত্রা শুরু থেকে এই কমিউনিটিকে কাজ করে যাচ্ছি। এই কমিউনিটিতে সব সময় কোয়ালিটি সম্পন্ন পোস্ট করা হয়ে থাকে। এই কমিউনিটি সঠিক নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই সকলের কাছে Steem Bangladesh কমিউনিটি গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রায় চার হাজার বাহাত্তর সাবস্ক্রাইবার আছে এই কমিউনিটিতে এই কমিউনিটি অ্যাক্টিভ সংখ্যা বেরে চলছে।এই কমিউনিটিতে বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে যার ফলে অনেকে তাদের প্রতীভা প্রকাশ করার একটা সুযোগ পেয়ে থাকেন।আমার কাছে মনে হয়েছে Steem Bangladesh কমিউনিটি হচ্ছে সেরা কমিউনিটি।এই কমিউনিটিতে কাজ করতে পেরে আমি ধন্য।
সেরা অবদানকারী
এখন, আমি সেরা অবদানকারীর জন্য আমার মনোনয়ন ঘোষণা করতে চাই। আমি #steem-bangladesh কমিউনিটি এর মডেরেটর @toufiq777 কে সেরা অবদানকারী হিসেবে মনোনীত করেছি। কারণ @toufiq777 এর মধ্যে সেরা অবদানকারীর সমস্ত গুণাবলী আছে । তিনি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন।আজ তার কারণেই বাংলাদেশে স্টিমিট প্ল্যাটফর্মের সম্প্রসারণ ঘটেছে। সেজন্যই আজকে বাংলাদেশ স্টিমিট প্ল্যাটফর্মে এতদূর এগিয়ে গেছে। তার কারণে অনেকেই এই প্লাটফর্মে কাজের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তিনি সবাইকে অনেক ভালো সহযোগিতা এবং দিকনির্দেশনা দিয়ে থাকেন। এক কথায় তিনি অসাধারণ অবদান রেখে চলেছেন এই কমিউনিটি জন্য ।
সেরা লেখক:
আমার মতে সেরা লেখক হচ্ছে @toufiq777
কারন তার পোস্টগুলো অধিকাংশ সময় অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। সেই পোস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।আর যার কারণে এই কমিউনিটি কাজ করার আগ্রহ দিনে দিনে বেরে চলছে।কারণ অন্যদের ভালো পোস্টে তিনি সবসময় কমেন্ট করে থাকেন যেটা দেখে অনেক সদস্য উৎসাহ পায় এবং ভালো ভালো পোস্ট করে থাকেন। তার অসাধারণ পোস্ট দেখে আমরা সব সময় অনুপ্রাণিত হই। আমরা সবাই চেষ্টা করি তার পোস্ট গুলো লক্ষ্য করার যাতে কিছু শিখতে পারি। লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
Great bro good work.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit