হেলো বন্ধুরা সবাইকে আমি জনাই নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন,। ঈশ্বরের কৃপায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার গ্রামের ১০টি ছবি নিয়ে। আশা করি ছবি৷ গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
১। প্রথমে আমি আমাদের শষ্য-শ্যামলা ভরা আমাদের গ্রাম। আমি আমাদের গ্রামের একটি ছবি তুলাম। আমাদের সবুজে ভরা গ্রাম।
২।তারপর আমি আমাদের গ্রামের একটি মন্দিরের ছবি দিলাম। এই মন্দিরটি হচ্ছে আমাদের কালি মার মন্দির। আমি এই জন্য আমি আমাদের মন্দিরটি ছবি তুলাম।
৩।তারপর আমি আমাদের অঞ্চলে একটি বটবৃক্ষের ছবি তুলাম। কারন এই বটবৃক্ষ আমাদের ছায়া দেয়,অক্সিজেন দেয়। কারন অক্সজিন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই আমি বটবৃক্ষের ছবি দিলাম।
৪। তারপর আমি আমাদের অঞ্চলে একটি ইট ভাটার ছবি দিলাম। কারন এই ইট ভাটার কারনে আমাদের অঞ্চলে মানুষেরা আজকে সুন্দর ভাবে তারা নিজেদের জীবন যাপন করছে।
৫। তারপর আমি একটি সাধারণ দোকান আলার জীবন যাপন কথা বলব। কারন তিনি শুধু এই দোকানের কর্মের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করে। তার দোকানের একটি ছবি দিলাম।
৬। আমি একটি স্কোবেটর মেশিন ছবি তুলাম। কারন এই মেশিন দিয়ে শুধু খোদায় কাজ করতে হয়। আর একটি একটি ইট ভাটার কাজে নিয়েজিত।
৭। একটি ফুলের ছবি। এই ধরনের ফুল গুলো আমাদের এই অঞ্চলে শুধু মাত্র দেখা যায় তাই আমি এই ফুল গুলোর একটি ছবি দিলাম।
৮। আমি একটি বড় পুকুরের ছবি দিলাম। এই পুকুরটি মাছ চাষ করে পুকুর মালিক আছ অনেকে ভাবে লাভবান। বর্ষা মৌসুমে দেখতে ভালোই লাগে।
৯। তারপর আমি আমাদের অঞ্চলে একটি রাস্তার ছবি দিলাম। সবুজে ভরা পুরে একটি রাস্তা। তাই আমি একটি ছবি তুলাম।
১০।একটি মজিদের ছবি দিলাম। এই মজিদটি আমাদের অঞ্চলে একটি ছোট মজিদ। এই মজিদটির কাজ এখনো সেই হয়নি। আমি মজিদটির একটা ছবি তুলাম।