হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আমি @chaitanno000 from Bangladesh
আজ রবিবার ।
১২ ডিসেম্বর ২০২১।
আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।
আমি আজকে সকালে ঘুম থেকে ছয়টার সময় ঘুম থেকে উঠলাম।তারপর আমি ঘুম থেকে উঠে সকালে আমি কিছু খন ব্যায়াম করে নিলাম। তারপর আমি ব্যায়াম শেষ করে আমি সকাল বেলায় দাঁত ব্যারাস করলাম। তারপর আমি সকালের দাঁত ব্যারাস টা করে আমি সকালের কিছু নাস্তা করলাম।তারপর আমি সকাল নাস্তাটা শেষ করে কিছুখন সকাল বেলায় বই পরলাম। তারপর আমি সকালের বইপড়া শেষ করে আমি বাড়ির থেকে একটু খানি দোকানের পারে চলে এলাম।তারপর আমি দোকানের টংগে বসে আমি কিছু সময় কাটালাম।তারপর আমি দোকানের পারে থেকে একটু খানি বাহিরে গেলাম। তারপর আমি বাহিরে এসে সকাল বেলায় কিছু ছবি তুলাম।
device vivo y20
https://w3w.co/presenters.doggedness.futuristic
তারপর আমি ছবি তুলা শেষ করে বাড়িতে চলে এলাম। তারপর আমি বাড়িতে এসে হাতমুখ ধুলাম তারপর আমি খাওয়া করলাম। তারপর খাওয়া শেষ করে আমি কিছু খন বিশ্রম করলাম । তারপর বাড়িতে কিছু কাজ করলাম দুপুর গড়িয়ে এলেও।
দুপুর-বিকাল
বাড়ির কাজ গুলো শেষ করে আমি দুপুরে গোসল টা সেরে নিলাম। তারপর আমি দুপুরে গোসল শেষ করে আমি দুপুরে খাওয়া করলাম। তারপর আমি খাওয়া শেষ করে আমি দুপুর বেলায় কিছু খন বিশ্রম নিলাম। ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কিছু খন সময় কাঠানোর জন্য মোবাইল ফোনটা দিয়ে কিছু খন গান দেখলাম
। তারপর আমি মোবাইল টা রেখে ঘুমিয়ে পরলাম। ঘুম থেকে উঠলাম পাঁচটা বেজে দিকে বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি ফ্রেস হলাম। তারপর বাড়ি থেকে হাটতে হাটতে দোকানের পারে চলে এলাম। দোকানের পারে বিকাল বেলায় টংগে বসে বরা-পাপর খেলাম।তারপর আমি সেখানে কিছু খন সময় কাটালাম। পড়ন্ত বিকালে কিছু ছবি তুলাম।বিকাল বেলাটা এভাবে কোটে গেল।তারপর বাড়িতে এসে হাতমুখ ধুলাম সন্ধ্যা নেমে এলেও।
সন্ধ্যা-রাত
বাড়ি থেকে একটু রওনা দিলাম হাটের দিকে।তারপর হাটে এসে আমি স্কুল মাঠে গেলাম। স্কুল মাঠে গিয়ে বন্ধুদের সাথে কিছু খন সময় পাড় করলাম। তারপর হাটের ভিতরে এসে কিছু হালকা পাতলা নাস্তা সেরে নিলাম ।তারপর হাটে কিছু কাঁচা বাজার করলাম।
তারপর কিছু খন সময় কাঠানোর পড়ে হাট থেকে রওনা দিলাম বাড়ির দিকে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে আমি হাতমুখ ধুলাম।হাতমুখ ধুয়ে আমি ঘরে গেলাম। তারপর আমি ঘরে গিয়ে রাতে কয়েক ঘন্টা বই পরলাম তারপর বই পড়া শেষ করে আমি রাতে খেতে চলে এলাম। রাতে খাওয়া করলাম তারপর আমি রাতে একটু খানি হাটাহাটি করলাম তারপর আমি ঘরে গিয়েবিছানায়শুয়ে পরলাম।বিছানায় শুয়ে কিছু খন সময় কাঠানোর জন্য রাতে একটা নাটক দেখলাম তারপর আমি মোবাইল টা চার্যে লাগিয়ে ঘুমিয়ে পরলাম শুভ রাত্রি। এভাবে কোটে গেল আমার আজকের আরেক টা দিন।
আজ আর নয় এখানে আমি আমার ডায়েরী গেমটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you
@chaitanno000
আপনার ডাইরিটি অনেক ভালো হয়েছে। ফুল কপির ছবিটা দারুন লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর দিন কাটিয়েছেন ভাই।আলুর ছোট গাছটি দেখতে অনেক সুন্দর ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা দিন কাটিয়েছেন ভাই। আলুর গাছের ছবিটা সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit