আমার জীবনsteemCreated with Sketch.

in hive-138339 •  last year 

আমাদের পরিবারে ৫ জন সদস্য৷ বর্তমানে ৬ জন হয়েছে৷ আমি আবার বাবা-মা, আমার বড় ভাই ও তার বউ, আমি ও আমার ছোট বোন৷ আমার বড় ভাই দুই-তিন বছর হয়েছে বিয়ে করেছে৷ আমার বড় ভাই এর নাম বাবু।

আমার বাড়ির প্রায় ৫০% কাজ করতে হয়৷ আগে আমাদের মূরগীর ফার্ম ছিলো৷ বর্তমানে সেটি নেই৷ আমাদের গরু আছে৷ আমাদের টার্মিনালে দোকান আছে৷ আমি আমার এক পরিচিত ভাই এর দেকানে থাকি৷ সেখানে আমাকে ভালো টাকা দেয়। একটা সময় আসলে পরিবারের দায়িত্ব নিতে হয়৷ আমার বাবার অনেক কিছু আছে৷ তারপরেও আমি কাজ করতেছি৷ কাজ করে অর্থ উপার্জন করতেছি৷ নিজে সাবলম্বী হতে হবে৷ বাবা-মা এর ঘারের উপর বসে সারাজীবন খাইলে হবে না৷ আমি সাবলম্বী হওয়ার চেষ্টা করি৷ আমি অনেক কাজ পারি।

আমি ভালো ক্রিকেট খেলতে পারি৷ আমি আমাদের এলাকার ক্রিকেট টিমের একজন সদস্য৷ আমি ব্যাটিং বোলিং ও কিপিং করতে পারি৷ আমরা প্রায় সময় বিকাল বেলা মাঠে সবাই একত্রে ক্রিকেট খেলে থাকি৷ এটা আমার নেশা এটা আমার সখ বলাই যেতে পারে৷ ক্রিকেটের পাশাপাশি আমি ফুটবল ও খেলে থাকি৷ খেলাধুলা না করলে আমার ভালো লাগে না। ছোট বেলা থেকে এটা করে আসছি৷ এখন আর থাকতে পারি না৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png