1000 days of steem: The diary game 16/09/2020 (আমার দিনলিপি .....)

in hive-138339 •  4 years ago 

আজকে রোজ বুধবার
তারিখ: ১৬-০৯-২০২০ ইং
আমার দিনলিপি

আসসালামুআলাইকুম
আপনারা সবাই কেমন আছেন?আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আমার দিনলিপি এখন আপনাদের সন্মুখে উপস্থাপন করবো।

আজকে অনেক সকলেই ঘুম থেকে উঠে অযু করে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করলাম। ফজরের নামাজ শেষ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলাম। কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমি আবার বাহিরে বের হলাম।
বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তার পর আমার ফোন একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখলাম যে আমার বন্ধুর ফোন।
ফোন ধরার আগেই বুঝতে পারলাম যে আজকে শহুরে যেতে হবে তার সাথে। ফোন ধরার সাথে সাথে সে বললো যে তাড়াতাড়ি রেডি হইয়া আমাদের বাড়ির সামনে আয়।
আজকে সকল সকাল বের হতে হবে। তাই আমি হাটাহাটি শেষ করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে শহুরে যাওয়ার জন্য বের হলাম।

বন্ধুর বাসায় যাওয়ার সময়:
IMG_20200908_102747.jpg
বন্ধুর বাসার সামনে গিয়ে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরিয়ে আসলো। তার পর আমরা দুজন মিলে শহরের উদ্দেশ্যে রওনা হলাম। ওহ মূল কথা বলতেই ভুলে গেছি। আমরা শহরে গিয়ে সদর থানায় জিডি করবো। আর সেই উদ্দেশ্যই আজকে শহুরে যাওয়া। যাই হোক আমাদের শহুরে পৌঁছাতে প্রায় ৩০মিনিট সময় লাগলো।

শহরের কিছু ছবি:

IMG_20200908_103414.jpg

IMG_20200908_103135.jpg

IMG_20200908_102809.jpg

তারপর আমরা শহরে সদর থানায় গেলাম। থানায় গিয়ে আমরা একটা ডাইরি লিখলাম। আমার বন্ধুর জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে তাই থানায় জিডি করলাম। জাতীয় পরিচয় পত্রের অন্বেষণের জন্য আমরা ডাইরি লিখলাম। তার পর আমরা আমাদের জেলা নির্বাচন অফিসে গেলাম।
সেখানে গিয়ে দেখি অনেক লোকের ভিড়। ভিতরে যেতে সিরিয়াল ধরে দাড়াতে হয়। তাই আমরা প্রায় পঁচিশ জনের পেছনে দাড়ালাম। প্রায় বারোটার দিকে আমরা অফিসের ভেতরে প্রবেশ করলাম। অফিসে গিয়ে আমরা থানায় জিডি করা ফ্রম দেখালাম।

সাধারণ ডাইরি ফরম:
IMG_20200908_104357.jpg

এই ফরম দেখানোর পরে নির্বাচন অফিস থেকে একটি আইডি কার্ড এর পিন নম্বর দিলো। পিন নম্বর টা আঠারো ডিজিটের ছিলো। নির্বাচন অফিসের কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
বাড়িতে আসার আগে আমরা হালকা কিছু খেলাম। শহুরে থাকতেই যোহরের নামাজের আজান দিলো। তাই শহরের মৌলভী বাড়ি মসজিদে যোহরের নামাজ আদায় করলাম।
যোহরের নামাজ শেষ করে আমরা সিএনজিতে উঠলাম। তার পর বাড়িতে আসলাম। বাড়িতে এসে গোসল করালাম। গোসল শেষ করে দুপুরের খাবার খেলাম। আজকে দুপুরের খাবার খেলাম আনুমানিক সাড়ে তিন টা সময়। শহুরে যাওয়ার কারণে দুপুরের খাবার খেতে একটু দেরি হইছে। যাই হোক দুপুরের খাবার শেষ করে একটু ফেসবুক লগইন করলাম।

Screenshot_2020-09-16-20-32-01-372_com.facebook.katana.jpg

ফেসবুকে কিছুক্ষণ নিউজফিড দেখলাম। তাছাড়া কিছু নিত্যনতুন ফানি ভিডিও দেখলাম।

আজকের বিকেল:
আজকে বিকেলের অবস্থাটা খুব মেঘলা ছিলো। আসরের নামাজের আগে হালকা একটু বৃষ্টি হলো। বৃষ্টির পরে আসরের আজান হলো। তাই আমি অযু করে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করে একটু ঘুম দিলাম।
ঘুম থেকে সন্ধ্যার আধ ঘন্টা আগে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম। কিছুক্ষণ পরেই মাগরিবের নামাযের আযান হলো। তার পর আমি অযু করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম।
মসজিদে যাওয়ার রাস্তা অনেক কর্দমাক্ত ছিলো তাই রাস্তায় হাটতে খুব অসুস্থ কর মনে হচ্ছিল।

সন্ধ্যা সময়:
নামাজ পড়ে আসার পর এক রকম ভালই বৃষ্টি হইছে। বৃষ্টিতে উঠানে প্রায় পানি জমে গেছে। উঠানে দাড়ানোর মত জায়গা শুকনা নাই। সম্পূর্ণ উঠান ভিজে গেছে।

উঠানে বৃষ্টির পানি
IMG_20200916_203820.jpg

এখন আমি রাতের খাবার খাবো। তার পর এশার নামাজ আদায় করবো।আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে মেসেঞ্জার চ্যাট করবো। ধন্যবাদ সবাইকে

আরো বিশেষভাবে ধন্যবাদ জানাই @steemitblog ডাইরি গেমের সকল প্রকার আপডেট সম্পর্কে জানানোর জন্য।

#bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

শহরের নাম লিখতে ক্যাপশনে তাহলপ ভালো হইতো

id card এর ঝামেলায় আমি পড়ছিলাম একবার। আমি জানি এটা অনেক কষ্টকর একটি ব্যাপার। তবে আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল । তার আইডি কার্ড যেন খুব দ্রুত ফেরত পায় । এই আশাই করি এবং আপনার পোষ্টের লেখাগুলো সুন্দর হয়েছে ।আপনি যদি কিছু HTML কোড ইউজ করেন তাহলে আপনার পোস্ট গুলো আরো সুন্দর দেখাবে।
#onepercent #bangladesh

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team


Check out the posts from @rishabh99946 to learn how to add location information to your photographs to make your posts more interesting and informative.

cc @tarpan @toufiq777

We will try to improve the quality of his post.