মূরগী পাখি জাতীয় গৃহপালিত পাখি৷ মূরগী উড়তে পারে না৷ একে পাখি বলাও যায় আবার যায় না৷ মূরগীর দুটি পা থাকে৷ এদের পাখনা থাকে দুটি৷ মূরগী ছোট বড় উভয় সাইজের হয়ে থাকে৷ মূরগীর শরীর ভারী তাই এরা বেশি উড়তে পারে না৷ মূরগীর মাংস খাওয়া যায়৷ মারগীর মাংস অনেক উপকারী শরীরের জন্য৷ মূরগী সব কিছুই খেয়ে থাকে৷ মূরগী বাড়িতে পালা যায়৷ বাড়িতে পালা মূরগীকে দেশি মূরগী বলে৷ দেশি মূরগীর দাম অনেক হয়৷ দেশী মূরগী চাল, গম শাক সবজির পাতা খায়৷ মূরগী ডিম দেয়৷ বাচ্চা ফোটায়৷ দেশি মূরগী বেশি ডিম দেয় না৷ বিদেশী মূরগী ডিম বেশি মূরগী দেয়৷ দেশি মূরগী অনেক বড় হয়৷ দেশী মূরগীর দাম অনেক হয়। দেশী মূরগী বাইরে ঘুরে ঘুরে খায়৷ দেশী মূরগী পালা লাভজনক৷ ঘরের মাংসের চাহিদা পূরণ হয়।
মূরগী
last year by dhonii (56)