আমাদের গ্রামে 🐳 মাছের চাষ 🐬🐋এপিসোড -০৩ || ৩১-০৭-২০২১ by @emonv from Bangladesh || ♥️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌄

in hive-138339 •  3 years ago 

IMG_20210731_181128.jpg

Location

আসসালামুআলাইকুম বন্ধুরা 👳🙋

সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন।👨‍🦱♥️

আজকের নতুন একটি পোস্টটি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি @emonv

• আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই steem-bangladesh সকল মডারেটরদের। যাদের পরিশ্রমের ফলে আমি আমার মাতৃভাষায় পোস্ট করতে পারছি। আজকের পোস্টটি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি আমার গ্রামের মাছ চাষী উদ্যোক্তাদের মাছ এবং পুকুর গুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকে এপিসোড 3 শুরু করতে যাচ্ছে।

  • 🎏 মাছ চাষের পুকুর ভ্রমণের অভিজ্ঞতা

IMG_20210731_181043.jpg

Location

IMG_20210731_181725.jpg

Location

IMG_20210731_181518.jpg

Location

IMG_20210731_181515.jpg

Location

  • বিশেষ পদ্ধতিতে মাছ চাষ
    মাছ চাষের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। কেউ পুকুরে মাছ চাষ করে কেউ খালে মাছ চাষ করে কেউ বা নদীতে মাছ চাষ করে থাকেন। মাছ চাষের জায়গার ভিন্নতার কারণে মাছ চাষের পদ্ধতি গত কিছু পরিবর্তন রয়েছে। যেমন পুকুরে মাছ চাষ করলে সেখানে মিষ্টি জলে মাছ চাষ করা হয়ে থাকে ফলে এখানে মিষ্টি জলে যে মাছগুলো ভালো বাড়ে এবং মুনাফা বেশি এমন মাছ চাষ করা হয়ে থাকে।
  • নদীতে মাছ চাষ

নদীতে জায়গা হিসেবে পানির ভিন্নতা রয়েছে যেমন উপকূল এলাকায় নদীর পানি কিছু কিছু জায়গায় মিষ্টি হয় আবার যদি জঙ্গলের দিকে এগিয়ে যাওয়া যায় অর্থাৎ যেখান থেকে সমুদ্রে গিয়ে মিশেছে সেখানে নোনা পানি হয়ে থাকে। নোনা পানিতে বিভিন্ন রকম কুমির থাকে ফলে সেখানে মাছ চাষ এর যোগ্য হয়ে ওঠে না। ফলে মানুষ উপকূল এলাকায় বিভিন্ন রকম বাদ বেঁধে মাছ চাষ করে থাকেন। এবং নদীতে নোনা পানির মাছ বেশি হয়ে থাকে।

  • বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ

বর্তমানের যুগ তথ্য প্রযুক্তির যুগ অর্থাৎ এখানে সবকিছু ডিজিটাল নিয়মে হয়ে থাকে। বর্তমানে জনপ্রিয়তা বেড়েছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ।বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ খুবই একটি মজার মাছ চাষ কেননা এখানে আপনার বেশি জমি জায়গা প্রয়োজন নেই ।অল্প একটু জায়গাতে বিশেষ নিয়মে মাছ চাষ করা হলে সেখানে আপনি তুলনামূলকভাবে অনেক বেশি মাছ চাষ করতে পারেন। এবং বেশি লাভবান হতে পারেন।

পোস্টটি পড়ার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে

বিশেষ দ্রষ্টব্য: কষ্ট কোন ভুলত্রুটি থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Steem-banglades & bd-chairty,8% & 2% কমিশন দেওয়া হয়েছে।
🌹🥀🌷🙋Steem-bangladesh👳🌹🥀🌷
Thanks all
@emonv
Thanks a lot...✓✓ 🔝🔝🔝🎩
@toufiq777
@masumrbd
@nahidhassan23
@abuahamad
@steem-bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice post.
Join @steemit-nature contest and get the chance to win 10 steem. This is contest link-
https://steemit.com/hive-154681/@hive-154681/contest-contest-nature-photography-contest-10-steem-prize