সকাল এলার্ম দেওয়া ছিলো মোবাইলে৷ তাই সকাল ৮ টার মধ্যেই ঘুম থেকে উঠে গেছি৷ এরপর হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম৷ তারপর আমার ঘর ঝাড়ু দিলাম। এরপর মায়ের সাথে কিছু কাজ করলাম৷ মা নুডুলস রান্না করেতেছিলো৷ আমি তার সাথে দাড়ায় দাড়ায় নুডুলস রান্না করা দেখলাম। তারপর আমি নাস্তা খেলাম৷ আজকে সকালের নাস্তায় নুডুলস খাইছি। এরপর মা ছোট খালা বাসা গেলেন৷ আমি দরজা লাগিয়ে দিয়ে এসে ঘরে বসে যোধা আকবর দেখলাম৷
সাদা মেঘে ঢাকা নীল আকাশ
এরপর আমার স্বামী ঘুম থেকে উঠলো৷ আমি তাকে নাস্তা খেতে দিলাম৷ পানি এনে দিলাম৷ দুপুর ১২.৩০ মা আসলো৷ মা আখ কেটে দিলেন৷ আমি সেগুলো খেলাম৷ এরপর মা বললেন বিছানা গোছাতে, আমি বিছানা গোছালাম৷ মা দুপুরে খিচুরী ও মাংস রান্না করলেন। আমি দুপুর ৩ টার সময় দুপুরের খাবার খেলাম। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম৷ তারপর গোসলে গেলাম৷ আজকে প্রচুর গরম। তার পাশাপাশি শধু কারেন্ট চলে যাচ্ছিলো৷ গোসল শেষ করে এসে দেখি কারেন্ট নাই। তাই বসে বসে পাখা দিয়ে বাতাস করলাম। আমার স্বামী শুয়ে ছিলো৷ তাকেও বাতাস করলাম।
হলুদ রঙ্গন ফুল
বিকালে কারেন্ট আসলো৷ আমি ও আমার স্বামীর পাশে শুয়ে ঘুমায় গেলাম। বিকালে আমি ঘুমাই না। আজকে হঠাৎ করে ঘুম পেয়ে গিয়েছিলো৷ তাই ঘুমিয়ে পরেছি।
আকাশ
সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মাথার চুল চিড়ুনী করলাম৷ তারপর মা আনারস খেতে দিলেন৷ আনারস আমার খুবই পছন্দের একটি ফল৷ টক জাতীয় সব ফলই আমার পছন্দের৷
আনরসের কাটা টুকরা
এখন আনারস খেয়ে পড়তে বসলাম৷ পড়া শেষ করে রাতের খাবার খাবো৷ তারপর কিছুক্ষণ মোবাইলে নাটক দেখে ঘুমিয়ে পরবো।
Camera | Vivo Y21 |
---|---|
Location | Saidpur |
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন। সবগুলো ফটোগ্রাফিক চমৎকার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালে ঘুম থেকে উঠা ভালো অভ্যাস। হলুদ রংগন ফুল প্রথম দেখলাম, খুব সুন্দর। ডায়েরি সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit