কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের আবার আমার এলাকার কিছু ছবি তুলে ধরব। আমি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
এটি আমাদের স্টেডিয়াম। এখানে ছোটো বেলা থেকে অনেক স্মৃতি রয়েছে। মনে পরে যখন খেলতে আসতাম এখানে। কোটি না মজা করতাম এখানে। এখানে আগে সবাইকে ঢুকতে দিলেও , এখন অনেককেই দেয় না। কারণ এখানে এখন অনেকেই প্রাকটিস করার জন্য আসে। এখানে একটি একাডেমি ও খোলা রয়েছে।
এটি ওই স্টেডিয়ামের ই গেট এখন দিয়েই ভিতরে ঢুকতে হয়। কালকে স্মৃতিচারণ করতে ওখানে গিয়েছিলাম।
এটা একটি ব্রিজের পাশ থেকে তোলা। যখন সূর্য ডুবছিলো ছিল তখন ছবিটি তোলা হয়েছে। ছবিটি অনেক বেশি ভালোলেগেছিলো তাই এখানে শেয়ার করলাম
এটি আমার এলাকার একজনের বাসার দেয়ালের ছবি , ওনাদের দেয়ালের পাশ দিয়ে এই ফুলের গাছটি পুরো রাস্তার রূপ ফুটিয়ে তুলেছে। এটি আমার অনেক বেশি ভালো লাগে। এই গাছটি সাধারণত সবারই ভালো লাগে সবারই বাসায় এটি পাওয়া যায়।
আমাদের এখানে ভোট চলতেছিল। তখন রাস্তায় বের হয়ে আমার সামনের মোর এ এই পিসিটি তুলেছিলাম , উপরে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন , সব এ ভোটার দেড় প্রচারণার কাগজ।
এটি তিস্তা নদীর অপরূপ সুন্দর দৃশ্য।
এটি আমাদের এখানে একটি ওভার ব্রিজ
এটি আমাদের এখানে একটি দিয়াবেটিস হাসপাতাল
আমাদের এখানকার গ্রাম বাংলার অপরূপ সুন্দর্য এটি
এটি আমার এখানকার মামার চায়ের দোকান। এখানে অনেক স্মৃতি রয়েছে প্রতিদিন বিকেলে আসি চা খেতে। আশাকরি আপনাদের সবার ছবিটি ভালো লাগে।
MORE ABOUT ME
NAME | |
---|---|
. | |
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit