আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই খুব ভালোই আছেন।
আমি ফারিয়া। আজকেও আমি ডায়েরী গেমে আপনাদের সাথে আমার সারাদিনের ও রাতের সকল বিষয়গুলো শেয়ার করতে চলে এলাম।
আমি সকালে ৫টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অযু করে নামাজ পরেছি। আম্মুও নামাজ পরতে উঠেছে। আমি নামাজ পরে কিছুসময় কোরআন তিলাওয়াত করেছি। তারপর শুয়প তজবি তিলাওয়াত করতে করতে আবার একটু ঘুমিয়ে পরেছিলাম। এরপর ঘুম থেকে উঠে সকালের নাস্তা করেছি। সকালের নাস্তায় আজকে আম্মু রুটি আর আলুভাজি করেছিলো। সকালে নাস্তা করে শুয়ে ছিলাম কিছুক্ষণ ফেসবুকিং করেছি। মেসেন্জারে ফ্রেন্ডদের সাথে কথা বল্লাম। এরপর আমার ফুল গাছগুলোর একটু পরিচর্যা করলাম।
আমার গোলাপ গাছে ফুল ফুটেছে। আমার গোলাপ ফুল খুব ভালো লাগে। আমি ফুল অনেক ভালোবাসি। এরপর আমি ঘরে গিয়ে আম্মুর কাজে সাহায্য করলাম। তারপর গোসল করে যোহরের নামাজ পরে নিলাম। আব্বুও গোসল করে মসজিদে নামাজ পরতে গেলো। আম্মুও দুপুরের খাবার রান্না করে নামাজ পরে নিলো। এরপর সবাই মিলে দুপুরের খাবার খেলাম। আজকে দুপুরের খাবারে ভাত,ছোটমাছ,গরুর মাংস আর ডাল রান্না করেছিলো। দুপুরে খেয়ে সবাই আমরা ঘুমাই। আমিও খেয়ে ঘুমিয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে আসর নামাজ পরেছি। এরপর বিকেলের নাস্তা করেছি। আজকে বিকেলের নাস্তায় আজকে চা,বিস্কুট আর কেক খেয়েছি। এরপর বাহিরে হাঁটতে গিয়েছিলাম। আজকের আকাশটা খুব সুন্দর ছিলো।
এইরকম মনোরম পরিবেশে হাঁটার মজাই আলাদা। চারদিকে ঠান্ডা বাতাস। আমার খুবই ভালো লেগেছে। সন্ধা হয়ে গেলো বাসায় এসে অযু করে মাগরিবের নামাজ পরেছি। আম্মুও নামাজ পরে নিলো। তারপর আমি পড়তে বসেছিলাম। আম্মু আমার রুমে শুয়ে তজবি তিলাওয়াত করলো আর আমি পড়লাম। পড়াশোনা শেষ করে আমি কিছুসময় টিভি দেখলাম। তারপর এশার নামাজ পরে নিলাম। নামাজ পরে রাতে সবাই মিলে রাতের খাবার খেলাম।
রাতের খাবারের জন্য আম্মু পুঁটি শুটকি ভর্তা করেছিল। আমার শুটকি মাছ খুবই পছন্দের। আমার আঙ্কেল চট্রগ্রাম থেকে ছুড়ি এবং লইট্টা শুটকি আনে আমাদের জন্য। কারণ তিনি জানে আমি শুটকি মাছ পছন্দ করি। আমার কাছে বোয়াল মাছের শুটকিও খুব ভালো লাগে।
রাতে খেয়ে কিছুসময় গল্প করলাম আর টিভি দেখলাম। এরপর আমি আমার রুমে গিয়ে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পরলাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করলাম, মেসেন্জারে সবার সাথে কথা বল্লাাম। ইউটিউবে নাটক দেখলাম। তারপর ঘুমের প্রস্তুতি নিয়ে নিলাম। আমার সারাদিন এভাবে খুব ভালোই কেটেছে।
Hye. try to be acrive. and post in time to time.. its help you to get proper support.
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you ..I had a little problem that's why
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গোলাপ ফুলের ও আকাশের ছবি অনেক সুন্দর হয়েছে।
আপনার বাগানে কতগুলো গোলাপ ফুলের গাছ আছে???
#onepercent
#bangladesh
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for reaching Day 25 of The Diary Game.
There will now be a Mid Season Break to allow @steemcurator01 to catch up with the curation of all the many waiting posts.
@steemcurator01 will not be voting on any posts dated August 26th - August 31st.
The other @steemcurator accounts should still be voting.
You are welcome to continue your diaries or wait to start posting again from September 1st.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit