একটি ছবির জীবনচক্র

in hive-138339 •  5 years ago 

এটি ছিল ২০১৮ সালের মার্চ এর শেষের দিকে সমম্ভবত ২৬ জুলাই
প্রচন্ড বৃষ্টিতে রাতের ঘুম টা খুব ভাল হইছিল, কিন্তু বৃষ্টির প্রচন্ড প্রত্যাশিত ক্রিকেটে এর ম্যাচ টি বৃষ্টির কারনে যে পরিত্যাক্ত হয়ে যাবে এটা ততক্ষণে আমি ভেবে নিয়ে ছিলাম।

তো যথারীতি বৃষ্টির কারনে ঘুম ভাঙ্গল ১১ টায় প্রতিদিন এর মত খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হওয়ার প্রচেষ্টা কিন্তু প্রচন্ড বৃষ্টির কারনে ড্রেনের পানিতে তত সময় রাস্তায় হাটু পানি। হাটু পানিতে ডিঙ্গিয়ে চায়ের দোকানে যাওয়া খানিক টা আড্ডা শেষে আবার নিজ রুমে প্রবেশ।
কিছু টা সময় পর করলাম অনলাইন গেম আর বই পড়ায় তার পর দুপুরের খাবার শেষ করে কানে হেডফোন আর মোবাইলে গান শুনতে শুনতে ঘুম।
বিকেল ৫ টা বাজে ঘুম ভাঙ্গল। ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে পড়লাম নিজের সেল ফোন হাতে কিছু ছবি তোলার জন্য।
হঠাৎ চোখে পড়ল একটি সাদা কলো রং এর একটি প্রজাতি। তার একটি ছবি নেওয়ার জন্য ২/৩ বার চেষ্টা করলাম এবং অবশেষ তাকে ক্যামেরা বন্দি করে ফেললাম।
ছবি টি তোলা ছিল LG G5 দিয়ে তোলা।
107802339_299099784782570_4513298023067396913_n.jpg

প্রজাপতিটির নামঃ Delias pasithoe বাংলা নামঃলোপামুদ্রা
এই প্রজাপতি টি একটি মেয়ে প্রজাপতি কারন এর গায়ের রং উজ্জ্বল এবং মজার বিষয় হল এই প্রজাপতি গুলো উড়তে উড়তে ডিম পাড়তে পারে।প্রজাপতি আসলে এমন এক প্রজাতির প্রাণী যেটি দেখলে সকলের ই ভাললাগে আর যদি সেটি হয়ে কোন বিশেষ প্রজাতির প্রজাপতি তাহলে তো আর কথাই নেই।
তো ছবি তোলা পর্ব শেষে বাসায় ফিরলাম তবে ওই দিনের অভিজ্ঞতা তা টা একটু অন্যরকম ছিল।
ছবি তোলা আমার পেশা নয় তেবে নেশা বলতে পারেন ছবি তোলার পর সেটা কে নিয়ে গবেষণা করা টা এখন ধরতে গেলে পেশাই হয়ে গেছে।
সারাদিন ঘোরাঘুরি আর হঠাৎ চোখের সমনে ভাললাগার কোন কিছু বাধলেই হুট করে মোবাইল বের করে ছবি তোলা টা অভ্যাস।
ছবিটি আজ থেকে প্রায় ২ বছর আগে তোলা আজই প্রথম এটি সম্পর্কে লিখলাম।
আমি পেশায় একজন ছাত্র এবং মোবাইল ফটোগ্রাফার ও বটে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া রুলস অনুযায়ী আপনি পোষ্ট করেন নি। রুলসটি একটু দয়া করে দেখেন।

via apner sathe aktu kotha cilo

Facobook massage dien

knock dici via apni reply den ni

hi @faysal72 !

❤️❤️"Eid Mubarak"❤️❤️ .

I also hope you will take part in Diary game season 2 which is going to be start from tomorrow. Here is the rules and guideline from steemit blog
1000 DAYS OF STEEM : Day 14 - The Diary Game Season 2 - FINAL Rules & Guidelines

1000 DAYS OF STEEM : Day 19 - The Diary Game Season 2 - FINAL RULES