আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আপনাদের মাঝে প্রতিদিনের ডায়েরি শেয়ার করার চেষ্টা করি আজও করলাম। তো শুরু করা যাক আমার আজকের দিনলিপির বর্ণণা।
আজ রোজ মঙ্গলবার। সকালটা ছিল বৃষ্টি ভিজা। কারন ভোর রাতে বৃষ্টি হয়েছিল তা বুঝাই যাইতেছে সকালের পরিবেশ দেখে। যাই হো প্রতিদিনের মত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। তারপর একটু ফোনটা নিয়ে গেমস খেললাম।
কিছুটা সময় গেমস খেলার পরে বাড়ির কিছু কাজে আম্মুকে সাহায্য করলাম।
কাজ সেষে করে গোছুল করে জোহরের নামাজ আদায় করলাম। দুপুরের খাবার খেয়ে একটু শুয়ে ফোনে একটু নাটক দেখতে ছিলাম।
কিছুক্ষণ পরে এক বন্ধু ফোন দিলো রাস্তায় আসলাম। ওর বাইক নিয়ে একটু ঘুরতে বের হইলাম।
একটু পরে আছরের আজান পরে গেলো। আমরা আমাদের স্কুলের মাঠে গিয়ে বসলাম। স্কুলে তেমন যাওয়ার সুযোগ হয় না। অনেক দিন পড়ে গেলাম স্কুলের আঙ্গিনায় ভালই লাগলো। স্কুলে মাঠে গিয়ে স্কুলের সময়ের কথা মনে পরে গেল। দির্ঘ্য ৫ বছর এই স্কুলে অধ্যায়ন করছি। অনেক স্মৃতি মিলে আছে এই স্কুলের সাথে। যাই হোক স্কুলের মাঠে কিছুটা সময় আড্ডা দিলাম বন্ধুদের সাথে।
কিছুটা সময় থাকার পর সন্ধা হয়ে আসলো আমরাও ওখান থেকে বাজারের দিকে গিয়ে বন্ধুদের সাথে হালিম খেয়ে বাড়ির পথে রওনা হইলাম।
বাড়ি পৌঁছাইতে প্রায় অনেকটা রাত হয়ে গেলো। বাড়িতে এসে তারা তারি করে ফোনটা নিয়ে ডায়েরি লিখতে বসে পরলাম। লেখা শেষ করে রাতের খাবার খেতে যাবো।
সব মিলে আজকের দিনটা ভালই কাটলো বিশেষ করে বিকালটা অনেক সুন্দর সময় পার করলাম।
এই ছিলো আমার আজকের দিনলিপি। আগামিতে লিখতে চেষ্টা করবো ইংসাআল্লাহ। আসাকরি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।