প্রেম আর শ্রদ্ধা প্রকাশ করার ক্ষেত্রে পুষ্পই একমাত্র উত্তম বস্তু!
পুষ্পের সৌন্দর্য্য মনুষ্য হৃদয়ের আনন্দের সৃষ্টি করে।
প্রেমের প্রকাশেও তাই পুষ্পের আদান-প্রদান হয়।
আমি পুষ্প ভালোবাসি।
প্রকৃতি মাতার এক অনন্য দান, দর্শনেই কেমন যেনো শুদ্ধতার সঞ্চার হয়।
পুষ্পের প্রকাশ যেনো কবি মনকে প্রসন্ন করার জন্যে।
প্রেমিক হৃদয়ে স্নিগ্ধতা সৃষ্টির জন্যে।
প্রেমিকার কেশের সজ্জিত পুষ্প বিন্যাস আমায় প্রেমিকার সৌন্দর্যে আরো ডুবিয়ে দেয় অনুভূতির অন্তরালে।
পুষ্প আর প্রেম সমান্তরালে হউক🚩জীবনের আনন্দের সার।
তাই নিরন্তর পুষ্পের আকর্ষণে বিলীন হই❣️
good
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit