The Diary Game::14/08/2020::একটি আনন্দময় দিন কিন্তু কঠিন

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের গরম কেমন?

আজ রোজ শুক্রবার। একটি আনন্দের দিন। তাই আজকের দিনটিও আমার জন্য খুবই আনন্দময়ের কাটলো। কাল রাতে আমি আমার মামাতো বোনের সাথে বাজি লাগায় যে আমি আজ সকাল ৬টার সময় উঠবো এবং আমি সেই বাজি জিতে যাই। কারন ৬টার সময় আমাকে খেলার জন্য আমার এলাকার বন্ধুরা ডাক দেয়।

তাই আমি তাড়াতাড়ি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। তারপর আমি দাত ব্রাশ করি এবং দাত ব্রাশ করার পর বাইরে গিয়ে দেখি শুধু তিনজন বন্ধু আমার বাইরে বসে আছে। তারপর আরও কয়েকজন বন্ধু আসে। এভাবে আধা ঘণ্টা ধরে বসে বসে থাকার পর সবাই আসে। ভাই আপনারাই বলুন এভাবে কি খেলা হয়। এই কারন গুলোর জন্য খেলা প্রতিদিন হয় না।

এরপর আমি বাসাই এসে কিছু খাবার খাই। কারন কিছু না খেলে আমি মাঠে খেলতে পারি না। বাসায় যখন আমি কিছু খাবার খেতে আসি আমার মা আমাকে গরুকে পানি খাওয়াতে বলে। তাই আমি গরুকে পানি খাওয়ায় এবং তারপর আমি আমার সব বন্ধুর সঙ্গে মাঠে খেলতে যাই। সেখানে সুন্দরভাবে খেলা হয়। আমি যেই টিমে ছিলাম সেই টিম ২টি ম্যাচ জিতে এবং ১টি হারে। সেখানে আমি খুবই বেশি মজা করলাম।

তারপর সেই মাঠের পাশে একটি পুকুর ছিল সেখানে আমি গোসল করলাম। তারপর আমি সাইকেল চালিয়ে বাসা ফিরে আসলাম। বাসায় এসে দেখি আমার মা আমার নানার বাসা গেছে। তাই আমি জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। নামাজ আদায় করার পর আমি বাসাই এসে প্রস্তুতি গ্রহণ করে নানার বাসায় রওনা দেই।

আমার নানার বাসা আমাদের বাসা থেকে বেশি দুরে নয়। তাই আমি সেখানে সাইকেল চালিয়ে যাই।সেখানে খাওয়া- দাওয়া করার পর আমি মা-র কথায় সেখান থেকে বাসায় ফিরে আসি। কারণ গরুকে গোসল করাতে হবে। তাই আমি বাসার পথে রওণা দেয়। বাসায় আসার সময় আমি কিছু ছবি তুলি আমার নিজের মোবাইল দিয়ে।
IMG_20200814_160656.jpg

IMG_20200814_160114.jpg

তারপর আমি বাসায় এসে গরুকে পানি খাওয়ায় এবং গরুকে গোসল করায়। তারপর আমি আসরের নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর আমি মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলি। এটি একটি খুবই জনপ্রিয় গেমস। তারপর মাগরিব এর আযান দেয় এবং আমি নামাজ আদায় করি। তারপর আমি বাইরে গিয়ে দেখি আমার কয়েকটি বন্ধু যাচ্ছে। আমি তাদের সঙ্গে কথা বললাম।

তারপর আমি বাসায় এসে দেখি আমার মা নানার বাসা থেকে এসেছে। এরপর আমি ভাত খাই। ভাত খাওয়ার পর প্রতিদিনের মতো পোস্ট লেখি। তারপর আমি ঘরে গিয়ে ঘুমাই।

বন্ধুরা আজকে আর আমি লেখলাম না। আশা করি আপনাদের এই পোস্ট ভালো লাগলো।

খোদা হাফিজ। Good Night.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর পোস্ট ভাই।
আজকের দিনটি অনেক উপভোগ করেছেন পোস্ট পড়ে বোঝা গেল।

আমিও আজকে সকালে ও বিকালে খেলেছি।
মায়ের কথা মেনে চলেন যেটা খুবই ভালো লাগলো।
#onepercent #bangladesh

ধন্যবাদ ভাই

How many cows do you have in your house? Do you raise cows for milk production? #onepercent #bangladesh

3 cows. Yes.

What you get from that bet? I also love to ride bicycle. Do you ride everyday?

#onepercent

#bangladesh

greeting from @tarpan

No. I ride when my mind need.