Hello..!!
My Dear Friends,
This is @jakal12 from Bangladesh
01
বওড়া মধ্যপাড়া মসজিদে খায়েবের কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল চলছে। প্রধান বক্তা মাওলানা তারেক মনোয়ার মঞ্চে উঠেছেন।
02
আমাদের গ্রামের ওয়াজ মাহফিল এর সময় মেলা বসেছিল তখনকার সময় তোলা হয়েছে। এই মেলায় প্রায় সব ধরণের খাবার পাওয়া যায়।
03
আমাদের বেলকুচিকে অনেক মানুষ তাঁত আর গ্রাম বলে থেকে। আমাদের গ্র্রামে প্রায় সব বাড়ির মানুষ এই তাঁতের কাপড় বুনার সাথে জড়িত। বলতে গেলে আমাদের বেলকুচি সব মানুষ এই জুবিকার উপর নির্বরশীল।
04
আমাদের বেলকুচি সব চেয়ে সুন্দর মুসজিদ হলো এটা। দেখতে অনেক সুন্দর। অনেক দূর থেকে মানুষ মসজিদ দেখতে আসে। এটা বেলকুচি শেরনগর অবস্থান
05
বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ। আমাদের বেলকুচি সুনাম ধন্য এই কলেজ। এটা প্রতিষ্ঠাতা করেন আমাদের বেলকুচি মানুষের প্রানপ্রিয়ও নেতা আব্দুর লতিফ বিশ্বাস।
06
আমাদের গ্র্রামে প্রায় সব বাড়ির মানুষ এই তাঁতের কাপড় বুনার সাথে জড়িত।
07
আমাদের গ্রাম আর এক মাত্র মুদির দোকান। গ্রাম এর সব মানুষ এখন থেকে সব কেনা কাটা করে। আমি প্রায় সময় এখানে বসে বসে সময় নষ্ট করি 😒😒
08
এটা হলো উল্লাপাড়া শাহজানপুর ঘাটিনা সেতু। নদীর বুক হয়ে চলে গেছে ২ টা সেতু। একটা মানুষ হলো সব ধরণের যানবাহন চলা চল করে এবং একটা সেতু দিয়া ট্রেন চলা চল করে।
09
কুয়াশার চাদর সবকিছু একীভূত হয়ে গেছে। সবজির উপরে কুয়াশার ফোটা ফোটা পানি পরে আছে। যা দেখতে অনেক সুন্দর। বওড়া থেকে তোলা ছবি
10
কুয়াশার চাদরে মোড়ানো ভোর