The diary game:11-8-2020

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি the daily diary game আজ আমার প্রথম দিন।

ধন্যবাদ @sajibmolla17 আমাকে স্টিমিটে আমন্ত্রণ করার জন্য।

সকালে ঘুম থেকে উঠে আমি ভাবতেছিলাম কেউ ব্যবসা কেউ চাকুরী কেউবা তাদের নিজ কর্ম দক্ষতার মাধ্যমে সফলতা অর্জন করে থাকে। সুতরাং সফলতাকে আপনাকে খুঁজতে হবে যে আপনি কি বিষয়ে দক্ষ। আপনার ভিতরে লুকিয়ে থাকা দক্ষতার পিছনে ছুটলে হয়তোবা নিয়ে সফলতা আসতে পারে।তাই আমি ভাবলাম আজকে ডায়রি গেমের প্রথম পোস্ট যোগদান করার পর থেকে প্রতিনিয়ত পোস্ট করা।
প্রত্যেক দিনের নেয় আজকের দিনটি আমার কেটেছে কিছু বন্ধুবান্ধব ও পরিবারের সাথে। যদিও দিনটি আবহাওয়ার কারণে কয়েকটি রূপ ধারণ করেছিল। যাইহোক আমি সকালে ফ্রেশ হওয়ার পর নাস্তা করলাম । নাস্তা করার পর আমি কিছুক্ষণ বই পড়লাম। বই পড়া বই পড়া শেষ করে দুপুরের নামাজের সময় হয়ে গেল তাই আমি কাপড় পরিবর্তন করে গোসল করার উদ্দেশ্যে টয়লেটে গেলাম এবং গোসল করলাম গোসল করে পাজামা-পাঞ্জাবী পরে জোহরের নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দিলাম। নামাজ শেষ করে বাসায় এসে দুপুরে খাবার খাইলাম দুপুরে আজকে আমি। সাদা ভাত সবজি ও মাছের ভর্তা খেয়েছি।দুপুরের খাওয়া শেষ করে আমি আমার বাসার পাশে একটি পুকুর আছে সেখানে গেলাম আজকে সকালবেলা বৃষ্টি হওয়ার পর এখন আকাশটা অনেক পরিষ্কার হয়ে আছে তাই প্রকৃতিকে একটু অনুভব করার জন্য আসলাম এসে কয়েকটি পিক তুললাম।
received_649247242616467.jpeg

সারাদিনের অসংখ্য ব্যস্ততার মাঝে অনেক ব্যস্ত দুপুরের হালকা ঝরে ঘরের আঙ্গিনা যখন ভরে গেল তখন মনে হলো একটি পিক তুলে নেই।
IMG_20200810_161215.jpg

দুপুরের হালকা বৃষ্টি হাওয়ায় আমাদের আঙ্গিনা পানিতে ডুবে গিয়েছে।নিত্যদিনের ন্যায় যোহরের সালাত আদায়ের পর। খাওয়া দাওয়া করলাম। দুপুরের কিছু সময় বন্ধুদের সাথে সোসিয়াল নেটওয়ার্কিং করার মাঝেই ব্যস্ত ছিলাম। যেমন আমার নিকটস্থ কিছু বন্ধুদের সাথে কথাবার্তায় ব্যস্ত ছিলাম। কথাবার্তা চলাকালীন এক মুহূর্তে আসরের আযান কানে এসে পৌঁছল নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলাম।আল্লাহর অশেষ মেহেরবানীতে আসরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারলাম। আসর নামাজ শেষ করে নিত্যদিনের মতো কিছু হাঁটাচলা করলাম। বিকেলের কিছু মুহূর্ত অনেক ভালো লাগলো আকাশের গাম্ভীর্য পূর্ণ আবহাওয়ায় যেন শরীরের অর্ধেক ক্লান্তি দূর হয়ে গেলো।

IMG_20200810_182902.jpg
এভাবেই বিকেলের পূর্ণ আবহাওয়া অনুভব করে মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফিরলাম। বাসায় এসে বিকালের নাস্তা করলাম মুড়ি চানাচুর মেখে চা দিয়ে দিয়ে। নাস্তা খেয়ে কিছু স্টাডি করলাম।তারপর এশার নামাজ আদায় করে রাতের খাবার খেয়ে শুয়ে পরলাম ‌
আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আল্লাহ আপনাদের রহম করুক। ধন্যবাদ।সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আবারো কাল দেখা হবে ডাইরি গেমের দ্বিতীয় দিনে নতুন ব্লগ পোস্ট নিয়ে।

ফি-আমানিল্লাহ

#Bangladesh

ধন্যবাদ

@jakariasn

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Good writing.

Great writing.

Hi @jakariasn!
Thanks for taking part in the diary game .
For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!

Also join LUCKY 10S

greeting from @tarpan

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S

ভাইয়া আপনার প্রথম পোস্ট হিসেবে অনেক সুন্দর লিখেছেন। এর পর থেকে ছবি গুলতে caption দিবেন।

  ·  4 years ago (edited)

you had published great as a first post on thediarygame,small advice you should published best photo with diary post.
Cause your photo make your post beauty,so look about this.

Check the @steemitblog post for know update of thediarygame here

You can also check the thediarygame rule here

Big thanks for taking part in the diary game.Stay safe with your families members.Have a good day.

#onepercent
#oman

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Good job, carry on