আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।The diary game এ আজকে আমার ডাইরি। নিত্যদিনের ন্যায় আজ আমি ফজরের নামাজ আদায় করার পর একটু শারীরিক ব্যায়াম করেছি দৌড়াদৌড়ি করে শরীরের অলসতা দূর করার মাধ্যমে শরীর সতেজ হয়ে মনের ভিতর এক প্রফুল্লতা পেয়েছি। সকালের মনমুগ্ধকর আবহাওয়া মিষ্টি বাতাস অন্যরকম এক শক্তি যুগিয়েছে। আসলেই সকালের আবহাওয়া অনেক মিষ্টি ও শরীরের জন্য বেশ উপকারী যা সকালে উঠে আবহাওয়া অনুভব করলেই বুঝা যায়। সেরকম একটা আবহাওয়ার কিছু দৃশ্য ধারণ করেছিলাম
সূর্য উঠা উঠা মুহূর্ত এভাবে আকাশ তার রূপ পরিবর্তন করে দেখায় মানুষদেরকে। আসলে আকাশের রূপ বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন সময়ে প্রত্যেকটি জিনিসের একটি করে রূপ আছে যেটা আমরা খুব কম অনুভব করতে পারি। পৃথিবীটা আল্লাহতায়লা এ ভাবে সৃষ্টি করেছেন মানুষকে খুশি রাখার জন্য।সকালের একরকম আবহাওয়া দুপুরের এক রকম আবহাওয়া বিকেলের আরেক রকম আবহাওয়া আবার সন্ধ্যার আরেক রকম আবহাওয়া। এভাবেই আকাশ পৃথিবীর সবকিছুর রূপ বিবর্তন হয়ে থাকে। সকালের এরকম মনমুগ্ধকর আবহাওয়া থেকে বাসায় ফিরে আসলাম বাসায় ফিরে এসে নাস্তা করার জন্য নিজেকে ফ্রেশ করে নিলাম সকালের নাস্তা সম্পন্ন করে কিছু সময় স্টাডি করলাম। স্টাডি শেষ করার পর কিছু প্রয়োজনীয় বাজারে যাই বাজার থেকে যাবতীয় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বাসায় ফিরে আসতে আসতে প্রায় বারোটা বেজে যায়। গোসল করে শরীরকে ফ্রেশ করে জোহরের নামাজ আদায় করি জোহরের নামাজ আদায় করার পর দুপুরের খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করে দুপুরের খাবারের মধ্যে তেমন কিছুই ছিল না মাছ ভাত সবজি দিয়ে খাওয়া দাওয়া করেছি আর সঙ্গে ডাল ছিল।
দুপুরের খাবার সম্পূর্ণ করার পর কিছু সময় রেস্ট করলাম দুপুরের বিশ্রাম শেষ করার পর কিছু সময় অতিবাহিত করলাম বাহিরে দিয়ে কেননা বাহিরে আবহাওয়াটা বেশ মনমুগ্ধকর ছিল। শীতল হাওয়া ও বাতাসের হালকা শব্দ অনেকটাই আমাকে দখল করে নিয়েছিল যা আসলেই ছিল অনেক মজাদার। আসলে আল্লাহতালা বান্দাকে খুশি করার জন্যই এসব এই দিয়ে থাকেন। অনেক প্রচন্ড গরমের পর এই গরমের মাঝে এরকম হালকা বাতাস যেন এক প্রশান্তি নিয়ে আসে মনের ভিতর। যাইহোক দুপুরের এই মনমুগ্ধকর আবহাওয়া থেকে ফিরে আসলাম বাসায় বাসায় ফিরে এসে কিছু সময় বাড়ির প্রয়োজনীয় ছোট ছোট কাজ ছিল সেগুলো সম্পন্ন করলাম কাজ সম্পন্ন করতে না করতেই আসরের আজানের সময় হল আসরের আজান হলে নামাজ আদায় করে বাসায় ফিরলাম।বাসায় ফিরে বিকেলে কিছু হালকা নাস্তা করলাম।
নাস্তা শেষ করে বিকালে হাটার জন্য একটু বাহিরে গিয়েছিলাম যদিও সে দিনের আবহাওয়া বাত্রা অনেক ভাল ছিল একদিকে রয়েছে অপরদিকে মেঘ এক অপরুপ দৃশ্য দেখতে পেলাম দৃশ্যগুলো অবশ্যই অনেক ভালো লাগে দেখতেও সংরক্ষণ করে রাখতে তাই আপনাদের জন্য একটু সংরক্ষন করে রাখলাম
বিকেল বেলা ঘোরাফেরার পর বাসায় আসি। মাগরিবের নামায আদায় করি মাগরিবের নামাজ আদায় করার পর দীর্ঘ সময় বাসায় স্টাডি করি । ইতিমধ্যে এশার আজান হয়ে যায় এশার নামাজ আদায় করি। ও রাতের খাবার অংশগ্রহণ করে রাতের খাবার গ্রহণ করি। রাতের খাবার শেষ করে। কিছুক্ষণ পর শুয়ে যাই। এই ছিল আজকের ডায়েরি। বেশকিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকায় পোস্ট করতে পারেনি।আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভাল আছেন সুস্থ আছেন সকলে আমার জন্য দোয়া করবেন। আমিন
ফি আমানিল্লাহ
@jakariasn
ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Nice writing bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Try to add a caption in your picture.
#onepercent
#bangladesh
greeting from @tarpan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit