The diary game: 21-8-2020

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামীনের অশেষ রহমতে আজকের দিনের the diary game এ আমার ডায়েরি লেখার প্রস্তুতি গ্রহণ করলাম।
পবিত্র আজ জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামীন জুমার দিন পবিত্র করেছেন অন্যান্যদিনের থেকে একটু বেশি কেননা এদিনের বরকত ও ফজিলত অনেক বেশি একজন মুমিনের জন্য শুভ বার্তা নিয়ে আসে। অনুরূপভাবে আমিও আজ পবিত্র জুম্মার দিনে ঠিক ফজর বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করি অজু ব্রাশ মেসওয়াক এর মাধ্যমে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। ফজরের নামাজ আদায় করলাম পবিত্র জুমার দিনের বরকতময় এই দিনে।
আশা করি আপনারা সকলে পবিত্র জুম্মার দিন কে সঠিকভাবে পালন করেছেন। ফজরের নামাজ আদায় করে আমিও প্রতিদিনের ন্যায় বাহিরে চলাফেরা করে শারীরিক ব্যায়াম করে বাসায় ফিরে আসি।যদিও আজকের আবহাওয়া মোটামুটি অনেকটা খারাপ ছিল ঠিক ভোর বেলায়। কিন্তু পরবর্তীতে তাঁর সুন্দর আকাশের সৌন্দর্যতা ফিরে আসেন প্রখর রোদ ও মিষ্টি বাতাসের মাধ্যমে শুরু হয় তার সকাল। যাই হোক সকালের নাস্তার সময় হলে সকালের নাস্তা সম্পন্ন করলাম।
সকালের নাস্তা সম্পন্ন করার পর বিভিন্ন প্রয়োজনীয় কাজে একটু বাহিরে চলে গিয়েছিলাম। বাহির থেকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বাসায় ফিরে আসার মনস্থ করলাম ইতিমধ্যেই কিছু বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হলে তাদের সাথে অনেকটা সময় কাটিয়ে দিই।
অনেকটা সময় ঘনিয়ে আসে পবিত্র আজ জুমার নামাজের আযানের মুহূর্ত। দ্রুত বাসায় ফিরে এসে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। গোসল করে ফ্রেশ হয়ে সঠিকভাবে পবিত্রতার অর্জন করে জুমার নামাজের জন্য মসজিদ দিকে রওনা হয়। জুমার নামাজের কার্যক্রম সমাপ্ত করার পর বাসায় ফিরে আসি দুপুরে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করি কেননা প্রচন্ড খিদা পেয়েছিল। তাই দ্রুত খাবারে বসে আমার সম্পন্ন করলাম।
IMG_20200821_143145.jpg
দুপুরের খাবার গ্রহণ করার পর প্রতিদিনের ন্যায় একটু বিশ্রাম করলাম। কেননা বিশ্রাম না করলে কেন জানি ভালই লাগেনা। তাই বিশ্রামের জন্য শুয়ে পরলাম। যাইহোক যথাযথ বিশ্রাম শক্ত করার পর উঠে একটু ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে সময়টা কাটিয়ে দিলাম। রীতিমতো আসরের নামাজের সময় হলে প্রতিদিনের ন্যায় আসরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে রওনা করলাম যদিও বিকেলের আবহাওয়া টা অনেক মসৃণ ও মজাদার ছিল। আর কেউ যদি আসরের নামাজ আদায় করে তাহলে আসলেই সে ব্যক্তি বিকেল বেলার প্রকৃত শান্তি তা অনুভব করতে পারে যা কখনো বেনামাজি অনুভব করতে পারবে না। সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত আবেদন এই যে আপনারাও সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
IMG_20200806_161148.jpg
আসরের নামাজ সমাপ্ত করার পর প্রতিদিনের ন্যায় ঘোরাফেরা করে থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আজকের বিকেল বেলা একটু বাসার পিছনে হালকা বাতাস হয়ে থাকে সেখানেই অবস্থান করে বিকেল সময়টা কাটিয়ে দেই বন্ধুদের সাথে গল্প শিক্ষামূলক কথা বার্তার মাধ্যমে। কেন না আসলে মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্তের অনেক গুরুত্ব রয়েছে। যদিও সেটা দুনিয়া বীর ক্ষেত্রে হয় আবার যদিও সেটা পরকালের বেপারো হয়ে থাকে। পরকালের দিকে খেয়াল করে যদি কোন সময়কে আপনি বিবেচনা করতে যান তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি সময়ের ব্যাপক মূল্য রয়েছে আপনার মৃত্যুর নিকটবর্তী হওয়ার। কেননা আপনার জীবন থেকে একটি ঘণ্টা একটি দিন অতিবাহিত হওয়ার মানে আপনার জীবন থেকে একটি সময় একটি দিন চলে যাওয়া যে দিনটি আর কখনো ফিরে আসবে না।অনুরূপভাবে দুনিয়ার দিকে খেয়াল করলে দেখা যায় যদি আপনি এই দিনটাকে এমন কোন কাজে ব্যবহার করলেন না যে আপনার এই দিনে কোন কল্যাণ নিয়ে না আসে তাহলে অবশ্যই দিনটি আপনার জন্য বৃথা মূল্যহীন অযথা ব্যাপক একটি সময় চলে গেল।
যা কিভাবে বিকেল অতিক্রম হওয়ার পর মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি মাগরিবের নামাজ সমাপ্ত করার পর বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে কিছু সময় বাসার লোকজনের সঙ্গে সময় অতিবাহিত করে নিজের কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করলাম। এরকম টুকটাক প্রজনিও কাজ করতে করতে এশার নামাজের সময় হয়ে গেলে এশার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এশার নামাজ শতবার আবার বাসায় এসে অনেকটা খিদা লেগে যায় কিনা লাগলে আর করার কি আছে তাতো বুঝতেই পারছেন। তাই খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুসময়ের স্টাডি করলাম শেষ মুহূর্তের জন্য। স্টাডি করতে করতে ঘুম চলে আসে শুয়ে পরলাম শুয়ে পড়লেই তোর কাজ শেষ নয় স্টিম তো পড়েই আছে সেখানে তো কিছু লিখতে হয়। তাই আপনাদের জন্য সারাদিনের ঘটে যাওয়া আমার জীবনের সংক্ষিপ্ত কিছু বর্ণনা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন আল্লাহতালা আপনাদেরকে নেক হায়াত দান করুন এবং সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন যেহেতু আমরা মুসলমান তাই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এবং আমাদের সকলকে তিনি হেফাজত করুন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আমিন!!!!!!!!!!!!!

ফি আমানিল্লাহ

@Jakariasn

ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Good writing brother

You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game


We Love Contests


One Percent For Everyone


Also join LUCKY 10S