1/
আখ কেটে নৌকা তুলে বাড়ি ফিরছে এক মাঝি। পাশে তার ছোটো ছেলে বসে ছিলো।
2/
নৌকাতে জাল নিয়ে মাছ ধরতে যায় এক জেলে।
3/
গ্রামের বাজারের পাশে সাপ খেলা দেখায় সাপুরিয়া । কিছু লোক দাঁড়িয়ে আছে সাপের খেলা দেখবে বলে।
4/
রাস্তার পাশে বড়ি নিয়ে বসে আছে এক ছোট্টো ছেলে। মাথায় বাধা ছিলো গামছা।
5/
স্যালো মিসিং এর মাধ্যমে জমিতে পানি দেয় কৃষক।
6/
নৌকা করে পাড় হয় গ্রামের কিছু ছেলে মেয়েরা।
7/
আমাদের গ্রামের বাড়িতে বিয়েতে কণেকে সাজানো হয়েছে। নতুন কনের ছবি ওঠালাম।
8/
বাড়িতে ফ পুটুল গাছে ধরে আছে পুটুল।
9/
গ্রামের মেঠো পথে সারি সারি তাল গাছ। মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগে।
10/
রাস্তায় বসে শাক সবজি ব্যাচে এক ছোট্টো দোকানি।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit