আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি। আজ আমি আপনার সাথে আমার আজকের দিনের ডায়েরি শেয়ার করছি।
সকালের ফুলের ছবি।
https://w3w.co/backhand.nests.readjust
আজকে ভোরবেলায় উঠে ফজরের নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আজকে একটু বাইরে গিয়েছিলাম। ফজরের নামাজের পরে বাইরের দৃশ্য টা অনেক সুন্দর ছিল। কুয়াশায় ঢাকা আকাশ আর চারিদিকটা হালকা অন্ধোকার ভালো লাগছিলো। কিছুক্ষণ ঘুরে আবার বাসায় চলে আসি। বাসায় এসে ব্রাশ করে বই পড়তে বশি। একটু পরে মা সকালের নাস্তা তৈরি করে খেতে ডাকেন। নাস্তা করার পরে সবকিছু ধুয়ে পরিষ্কার করে রাখি।
দুপুরের রান্নার সবজি কাটা।
https://w3w.co/evening.angry.subject
আজকে আবার আম্মুর সাথে হাল্কা কিছু কাজ করি পরে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর দুপুরে রান্নার জন্য সবকিছু জোগাড় করে নিয়ে আসি। আজকে দুপুরে বড় চিংড়ি মাছের সাথে আলুর ভুনা রান্না করি। রান্না শেষ করে গোসল করতে চলে যাই, এরপরে গোসল করে এসে অজু করে জোহরের নামাজ আদায় করি। কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে ডাকেন মা। দুপুরের খাবার খেয়ে বিছানায় এসে একটু বিশ্রাম করি।
বিকেলে বাজারের সদায়পাতি গুছানো।
https://w3w.co/arena.caressing.pausing
বিকেলের দিকে ঘুম ভাঙ্গলে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওজু করে আসরের নামাজ আদায় করি।আসরের নামাজ পড়ার পরে কিছুক্ষণ বসি। এরপরে গিয়ে গ্যাসের চুলায় রং চা বানাই। চা খেয়ে কিছুক্ষণ বসি ভাইয়া বাজারে গিয়েছিলো, বাজার থেকে কিছু সদাইপাতি আনে সে গুলো সাজিয়ে গুছিয়ে পাএে রাখি। পরে সবকিছু গুছানো হয়ে গেলে সবকিছু আলমারিতে রেখে দেই। এর কিছুক্ষন পরে মাগরিবের আযান দিলে ওজু করে নামাজ পরতে চলে যাই।
রাতে পুরনো কিছু ঘড়ি পড়ে দেখা।
https://w3w.co/locate.coasting.baroness
এরপর মাগরিবের নামায শেষ করার পরে কিছুক্ষণ বসে বিশ্রাম নেই। এরপর রাতে বই পড়তে বসি অনেকক্ষণ ধরে বই পড়ার পরে আম্মু চা বানিয়ে নিয়ে আসে। এবার একটু চা খেয়ে আবার কিছুক্ষণ বই পড়তে বসি। এরপর এশার আজান দিয়ে দিলে ওজু করে এশার নামাজ পড়তে চলে যাই। এশার নামাজ পড়া শেষ হলে এবার রাতের খাবার খেতে ডাক দেন। এরপর রাতের খাবার খেয়ে আর বই না পড়ে এবার বিছানায় চলে যাই।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন। ফুলের ছবিটি অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
onek sundor akti din katiyecen..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
A nice day indeed. I love to wear and collect watches
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you so much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম ফুলের ছবিটা সুন্দর হইছে, সারাদিন ব্যাস্তময় দিন কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেকটা ব্যস্ততা ময় দিন গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ব্যাস্ত সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit