Imaginary Writing Contest: What If You Become President? || My imagination || 09/07/2021| My submission

in hive-138339 •  4 years ago  (edited)

Hello guys,

আসসালামু আলাইকুম ।আজ আমি @steembangladesh@abuahmad কর্তৃক আয়োজিত প্রধান মন্ত্রী হলে কি করতাম contest এ joine হলাম।

আমি প্রধান মন্ত্রি হলে যে কাজ করতাম::

⏭ :

আমি প্রধান মন্ত্রী তো হবো না কখন ও ।যদি হতাম ।তাহলে সর্বপ্রথম দেশের বেকাত্বকে যে কোনো ভাবেই হক 80 % কমানোর সর্বাত্মক চেষ্টা করে কর্যকর ব্যবস্থ্যা নিতাম।কারন যত ধরনে অনৈতিক কাজ খুন ছিনতাই ডাকাতি হয় বেকার হওয়ার জন্যই হয়ে থাকে ।এর পর অপমৃত্যু আত্মহত্যা হচ্ছে বেকার হয়ে লাঞ্চনা গঞ্জনা সহ্য করতে না পেরেই হয় ।

⏭:

দ্বিতীয়তো এমন একটি কাজ করতাম সকল চাকরি ক্ষেত্রে পুরুষ এর 80 % কোঠা রাখতাম ।কারন আদিকাল থেকেই পুরুষ মানুষি বাহিরে কাজ করে মহিলা মানুষ ঘরের ভিতরে কাজ করে ।তাই মহিলা মানুষ ভালো ট্যালেন্টেড হলেও পুরুষের আগ্রধিকার বেশি দিতাম ।কারন একটা মেয়ে ভালো একটা চাকরী করে ও ভালো চাকরী ওয়ালাদের খুজে বিয়ে করার জন্য ।এতে করে সেও চাকরি করলো তার স্বামীও ভালো চাকরী করে উচ্চ লেভেলে চলে যায় ।অথচো সেই মেয়ের চাকরি না হলেও ভালো ঘরেও বিয়ে হতো ।আর এই চাকরিটা একজন বেকার পুরুষের হল সে বিয়ে করে বউকে মা বাবা ভাই বোনকে পালন করতে পারে ।আর তার আত্মহত্যার মতো জগন্য কাজের কথা মাথায় আসবে না ।কিন্তু বেকার হয়ে কোনো মহিলা আত্মহত্যা করে মারা গেছে এমন জীবনে শোনা যায়নি ।তাই পুরুষদের চাকরি ক্ষেত্রে আগ্রাধিকার দিতাম ।

⏭:

তৃতীয় তো মহিলাদের বোরখা বাধ্যতা মুলক করতাম ।বোরখা ছারা বাহিরে আসলে 10000 টাকা জরিমানা করতাম।সকল ধরনের ধর্ষন তার পর লাঞ্চনা ইপটিজিং এর মতো জঘন্য কাজ এই জন্যই হয় অবাধ ভাবে ঘোরাফেরার জন্য ।

⏭:

যেকোনো ধরনের সিগারেট অ্যালকোহোল জাতীয় দ্রব্য পুরাতো বন্ধ হতো না ।নির্দিষ্ট একাটা জায়গায় হালকা পরিমানে সুধু সিগারেট এর অনুমতি থাকতো ।

⏭:

আমি শিক্ষাব্যবস্থ্যা আরো উন্নত করার উদ্যোগ নিতাম ।এজন্য গরীব ছাত্রদের বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করে দিতাম টাকা দিতাম ।
⏭:


আমি চেষ্টাকরতাম দূষন এবং গাড়ি কমানোর যেগুলো বিভিন্ন অসুস্থতা,ফুসফুস ক্যান্সার এবং রিদপিন্ডের রোগ সৃষ্টি করছে ।

⏭:

আমি হোটেল এবং রেস্টুরেন্ট কমিয়ে স্কুল এবং হাসপাতাল এর সংখ্যা বৃদ্ধি করতাম।

⏭:

আমি সকল ধরনের পতিতাবৃত্তিকে নিষিদ্ধকরতাম ।কানর বড় বড় রোগের কারন এটা ।
⏭:


আমি দেশের সকল ধরনের বহুবিবাহ বাল্য বিবাহ নিষিদ্ধ করতাম ।এবং যৌতুককে জরিমানা সহো নিষিদ্ধ করতাম ।

⏭:

আমি 18 বছরের নিচে ছেলে মেয়েদের সকল ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করতাম।

⏭:

এমন আইন করতাম যে যে ধর্মের তারা নিজ নিজ ধর্ম সুষ্ট ভাবে পালন করবে কেউ বেগ্রা দিতোনা ।

⏭:

সারাদেশে এমন সিস্টেম করতাম যে প্রতিটি ঘর ঘর খবর আমার নিজের কাছে থাকতো ।যে কেউ অনাহারে ।বেকার হয়ে যন্ত্রনা সহ্য করতেছে কীনা ।কেউ কাউকৈ নির্যাতন করতেছে কিন্তু সে বলতে পারতেছে না ।এমন কিছু সিস্টেম হতো যে সরাসরি আমার দপ্তরে খবর চলে আসতো ।

যাই হোক এই ছিলো আমার কথ্য যদি হতাম প্রধানমন্ত্রী ।যদিও এটা কখন ও হবার নয়।আশা করি ভালো লাগবে ।ভুলত্রুটী মার্জনা করবেন ।

ধন্যবাদ @abuahma64 কে এবং সবাইকে ।

Screenshot_2021-07-09-22-46-41-544_com.android.chrome.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সকল ধরনের ধর্ষন তার পর লাঞ্চনা ইপটিজিং এর মতো জঘন্য কাজ এই জন্যই হয় অবাধ ভাবে ঘোরাফেরার জন্য ।

এটা কোনো ভালো সমাধান হতে পারে না। নারীরা শালীন পোশাক পরার পাশাপাশি পুরুষদেরও অবশ্যই সংযত হতে হবে। এর জন্য দরকার প্রকৃত নৈতিক শিক্ষা, যা বর্তমানে দুর্লভ।

যাই হোক, আপনার একান্ত নিজস্ব মতামত ও ইচ্ছা ভালোভাবে তুলে ধরেছেন।